গ্রাফিক্স ডিজাইনে ক্যারিয়ার গড়ুন [পর্ব-২৮] :: ইলাস্ট্রেটরে কিভাবে Print Ready বিজনেস কার্ড ফাইল তৈরি করবেন ? 99 Design অথবা অন্যান্য মার্কেটপ্লেসের Win হওয়া Business Card এর ফাইল কিভাবে সাজাবেন?

গ্রাফিক্স ডিজাইনে ক্যারিয়ার গড়ুন

কেমন আছেন সবাই?

অনলাইনে গ্রাফিক্স ডিজাইন সেক্টরে অনেকেই নতুন যারা বিভিন্ন মাধ্যেমে শিখতে বা বিভিন্ন টিউটোরিয়াল দেখে প্রথমেই সবাই বিজনেজ কার্ড থেকে কাজ শুরু করে। এরজন্য অনেকে কনটেস্ট মার্কেটপ্লেস এ বিভিন্ন কনটেস্ট এ জয়েন করে যদি কোন কনেটেস্ট উইন হয় তখন হয়ে যায় মাথা খারাপ কিভাবে মেইন ফাইল তৈরি করবে।

অনেকের কাছে জিজ্ঞাসা করতে করতেই জান শেষ। গত টিউনে আমি দেখিয়েছিলাম কিভাবে ফটোশপে Print Ready বিজনেস কার্ড ফাইল তৈরি  করতে হয়। আজকে টিউনে আমি আপনাদের দেখাবো কিভাবে ইলাস্ট্রেটর এ Print Ready বিজনেস কার্ড ফাইল তৈরি করবেন।

ফটোশপে যেমন ব্লিড তৈরি করতে হয় কিন্তু ইলাস্ট্রেটর এ এমন কিছুই করতে হয়না ব্লিড সেটিং এ .125 দিলেই এটা হয়ে যায় কোন প্রকার ঝামেলা ছাড়ায়। তাছাড়া ইলাস্ট্রেটর তৈরিই হয়েছে প্রিন্ট ডিজাইন কাজের জন্য।

অনেক ক্লায়েন্ট ফটোশপ ফাইল চাই আবার অনেক ক্লায়েন্ট ইলাস্ট্রেটর ফাইল চাই। তাই ইলাস্ট্রেটর এ কিভাবে ফাইল রেডি করতে হয় এটা জানা খুব দরকার।

আবার ইলাস্ট্রেটর এ অনেকেই Rounded Shape এর বিজনেস কার্ড ফাইল তৈরি করতে পারেনা কিভাবে ডাই কাট তৈরি করবে এটাই বুঝে না তাই আজ আমি আপনাদের জন্য  এই টিউটোরিয়াল টি তৈরি করেছি। যতটুকু পেরেছি সুন্দর ভাবে বুঝাতে তারপর ও যদি আপনাদের কারো কোন সমস্যা থেকে থাকে তাহলে টিউনের নিচে টিউমেন্ট করে জানাবেন।

সবাই ভাল থাকবেন আল্লাহ হাফেজ।

Level 0

আমি মোহাম্মদ রাসেল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 39 টি টিউন ও 14 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 6 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

i'm professional graphic designer,


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস