ডিজাইনে কালারের ব্যবহার [পর্ব-০৬] :: (How To Use Color in Design :: [ Part- 06]
বিসমিল্লাহির রহমানির রহীম,
আস-সালামু আলাইকুম,
এই পর্বে Color Symbolism বা কোন কালারের কি অর্থ বহন করে, কোন কালার কোন কাজের জন্য কাজ করে বা কোন কালার কিভাবে কোন কাজের জন্য ব্যবহার করা যায় ইত্যাদী বিষয় নিয়ে আমার সক্ষমতা অনুযায়ী লিখার চেষ্টা করবো।
কপি পেস্ট করার পূর্বে অবশ্যই কপি পেস্ট করার নিয়ম দেখে নিবেন। (আর্টিকেলের নিচের দিকে কপি পেস্ট করার নিয়ম দেওয়া আছে)যারা পূর্বের পর্বগুলো দেখেন নাই। তারা এই পর্ব পড়ার পূর্বে অবশ্যই পূর্বের সবগুলো পর্ব পড়ে নিবেন। কেউ আগের পর্ব না পড়ে এই পর্ব পড়বেন না প্লিজ। তাহলে হয়তো বুঝতে কষ্ট হবে আপনার। কেননা, এই লেখা গুলো আমি আমার মতো করে লিখছি।
0২. রঙ এর আচরণ বা কোন রঙ কি অর্থ বহন করে?
রঙ এর আচরণ বা কোন রঙ কি অর্থ বহন করে সেটা অনেকটাই আমরা জানি। কেননা, এর আগে আপনারা কালার টেম্পারেচার বা রঙের তাপমাত্রা সম্বন্ধে জেনেছেন। অর্থাৎ Cool Color & Warm Color কোনটা কিভাবে এবং কেন কাজ করে তা অনেকটাই আমরা জানি। যারা এই বিষয়ে জানেনা তারা অবশ্যই আমার পূর্বে অার্টিকেল থেকে এই বিষয়টা পড়ে নিবেন। আর পূর্বের আর্টিকেল না পড়ে এই আর্টিকেল ভুলেও কেউ পড়বেন না।
তারপরেও একটু বলে নেই যে, কুল কালার বা ঠান্ডা কালার শান্তি, বিশ্বাস, প্রশান্তি, পরিচ্ছন্নতা, পরিষ্কার ইত্যাদী বিষয়ে আমাদের জানান দেয়। কেননা, আপনারা নিশ্চয়ই স্যাভলন দেখেছেন? স্যাভলন মানে আমরা কি বুঝি??? অবশ্যই জীবাণু মুক্ত, ক্ষত স্থান পরিস্কার করা, ব্যাথা এবং রক্ত পড়া দুর হয়ে মনে একটা প্রশান্তির অনুভুতি দেওয়া এবং সাথে সাথে আমাদের এই বিশ্বাসেরও জানান দেয় যে, স্যাভলন আপনাকে ক্ষতি করবে না। তাইতো?
অনেকেই এখন বলবেন, সেটা তো আমরা মনে করি কারণ, কোম্পানি আমাদেরকে এভাবেই বিস্তারিত বলেছে। হ্যা! আমিও আপনাদের সাথে একমত। তবে একটা ব্যাপার কিন্তু লক্ষ্য করেছেন কম্পানি কিন্তু স্যাভলন কে লাল কালারের বানায় নি! স্যাভলন টা কিন্তু সবুজ এবং নীল রঙের হয়। কেননা, কুল কালার বা ঠান্ডা রঙ এই অর্থগুলোই আমাদের জানান দেয়। আর এই কারণেই কোম্পানী তাদের প্রডাক্টের কার্যকারীতার সাথে রঙের মিল রেখেছে।
তবে স্যাভলন লাল রঙেরও হয়। তবে সেটা শিশুদের জন্য। জনসনের স্যাভলন। এটার কিছু সাইকোলজিক্যাল ব্যাখ্যা আছে যেটা পরে অালোচনা করবো। আর পুণরায় বলে রাখি, কালারের সমাধান আপনি ১০০% কখনোই করতে পারবেন না। যেটা পূর্বের আর্টিকেলে আলোচনা করেছি। কিছু ব্যাতিক্রম থাকবেই।
গরমে কিন্তু আইসক্রিমের মত স্বাদের জিনিস আর নাই :p কেননা, সে আপনাকে এই গরমে প্রশান্তি দিচ্ছে তার ঠান্ডার কার্যকারীতার মাধ্যমে। এই আইসক্রীমের অধিকাংশ প্যাকেজিং কিন্তু কুল কালারের। তবে ভ্যানিলা আইসক্রিমের কালার আবার ভিন্ন হয়। সেটা পরে আলোচনা করবো।
আবার অপরদিকে ওয়ার্ম কালার বা উষ্ণ রঙ আমাদের কে বিপদ সংকেত, অস্থিরতা, সাবধানতা ইত্যাদীর জানান দেয়। আবার আবেগ, অনুভুতি, উষ্ণতা, রোমান্টিকতা, ভালবাসা ইত্যাদীর ও জানান দেয়।
লক্ষ্য করবেন কামারের দোকানে যখন লোহাকে গরম করা হয়। তখন সেটা কমলা রঙের আকার ধারণ করে। আর সেটা দেখলেই কেমন যেন একটা গরম গরম অনুভুতি চলে আসে। আবার লক্ষ্য করবেন, বৈদ্যুতিক খুটিতে বিশেষ করে গ্রামের ঢালাই করা খুটিতে দেখতে পাবেন যে, লাল রঙের একটা করে ক্রস চিহ্ন দেওয়া থাকে। এর মানে হচ্ছে, খুটি যদি লিক হয়ে যায় তাহলে কিন্তু তোমাকে বিদ্যুৎ শক দিবে। সুতরাং তুমি খুটি থেকে দুরত্ব বজায় রাখো। এখানে কিন্ত আমাদের কে সতর্ক করা হচ্ছে লাল রঙের ক্রস চিহ্ন দিয়ে। আর যেখানেই দেখবেন, বিশৃংখলা, মারামারি, অবোরোধ, মিটিং মিছিল, ব্রেকিং নিউজ, এক্সিডেন্ট ইত্যাদী ইত্যাদী। সেখানেই কিন্তু ওয়ার্ম কালরের উপস্থিতি দেখতে পাবেন।
টিভিতে ব্রেকিং নিউজ দিচ্ছে? সেখানে ওয়ার্ম কালার, এক্সিডেন্ট? সেখানেও ওয়ার্ম কালার। মিটিং মিছিল? সেখানেও লাল রঙের ব্যানার। গরম গরম গোশত খাচ্ছেন? সেই গোস্তের ভূণা কিন্তু ওয়ার্ম কালারের। আবার রান্নার বিষয়টা কিন্তু সম্পূর্ণই ওয়ার্ম কালারের। কেননা, অগুন হচ্ছে ওয়ার্মের দাদা 😛 রান্না বিষয়ক প্রডাক্টের অধিকাংশই কিন্তু ওয়ার্ম কালারের প্যাকেজিং।
আপরদিকে কিন্তু ওয়ার্ম কালার ভলোবাসার, আবেগের আবার রোমান্টিকতারও জানান দেয়। কেননা, হার্ট বা হৃৎপিণ্ডের রঙ হচ্ছে লাল। যা আমার লাভ চিহ্ন বলে থাকি। এমনিভাবে সমস্ত প্রডাক্টকে warm and Cool Color এ ভাগ করেও আপনি আপনার পছন্দের কালার টি পছন্দ করে প্রডাক্ট ডিজাইন করতে পারেন।
** কোন রঙ কোন অর্থ বহন করে এবং কিভাবে ডিজাইনের জন্য তা যাচাই করবেন???
কোন রঙ কি ধরনের অর্থ বহন করে তা আমি আমার মত করে ইনশা আল্লাহ একটা একটা করে দেখাবো। আপনাদের বুঝানোর জন্য ইনফরমেশন এর চেয়ে বেশী উদাহরণ দিয়ে বুঝানোর চেষ্ট করবো। পূর্ববর্তী লেখা গুলোও এভাবেই লিখেছি। আমি প্রথমেই লাল কালার সম্পর্কে বলতে চাই। যদিও পূর্বের আর্টিকেলে লাল নিয়ে অনেক কিছুই জেনেছেন আপনারা। বাংলায় কালারের অর্থ নিয়ে অনেক আর্টিকেল পাবেন। যদি আপনার আমার এগুলো দিয়ে বুঝতে সক্ষম না হন। তাহলে অবশ্যই গুগল করে সে আর্টিকেল পড়ে নিবেন। তবে বাংলা আর্টিকেল গুলোর প্রায় সব গুলোই হুবুহু ইংরেজী আর্টিকেলের অনুবাদ। আমি আমার মত কিছু লিখার চেষ্টা করবো।
লাল কালার: অনেকেই তাদের মেয়ে বন্ধু বা গার্ল ফ্রেইন্ডকে টকটকে লাল গোলাপ উপহার দিয়ে থাকেন। কেন লাল গোলাপ ই দিতে হবে বা দেন এটা কখনো ভেবে দেখেছেন? অামি অবশ্য আমার বউ কে একবার লাল গোলাপ দিয়েছিলাম 😛 আসলে বউকে তো লাল গোলাপ ও দেওয়া যায় আবার গুড়া মাছও খাওয়ানো যায় :p যোগ্যতার দরকার নাই। গার্ল ফ্রেইন্ডকে লাল গোলাপ কয়জন ই বা দিতে পারে ??? :p:p:p তবে সাবধান বাগদানের পূর্বে কাউকে গোলাপ দিতে গিয়ে চড় খেয়ে নিজের গাল কে লাল করবেন না। :p
প্রথমত লাল হচ্ছে ভালবাসার প্রতীক। কেননা, মানুষ ভালবাসে হৃদয় দিয়ে আর হৃদয় বা হার্ট এর রঙ হচ্ছে লাল। দ্বিতীয়ত, লাল রঙ আবেগ, অনুভূতি, উত্তেজনা, রোমান্টিকতার অর্থ বহন করে। আর এই সকল গুনাগুন ই ভালবাসার মধ্যে বিরাজমান। তাই মানুষ সেই আদি কাল থেকেই তার ভালবাসা, অাবেগ, অনুভুতি, উত্তেজনা, আকাক্ষা প্রকাশ করার জন্য লাল রঙের ফুল বা এই জাতীয় কিছুর ব্যবহার করে থাকে।
আপনি দেখে থাকবেন, বিয়ের কার্ড কিন্তু অধিকাংশই লাল রঙের হয়। কেননা, এখানে একটা ভালবাসার বন্ধন বুঝানো হয়। তবে আপনি যদি পেটুক হন, তাহলে কিন্তু বিয়ের কার্ডের লাল রঙ কে অন্য ধারায়ও চিন্তা করতে পারেন :p:p:p কেননা, বিয়েতে জম্পেশ একটা খাওন দাওন হয় :p আর আমরা সবাই জানি যে, খাবার রান্না করা হয় আগুনের সাহায্যে অর্থাৎ গরম গরম একটা ভাব থাকে। আর গরমের প্রধান রঙ টাই হচ্ছে লাল।
এছাড়া, রান্না করলে গরুর গোস্ত, মুরগীর রোস্ট সহ সব কিছুই কিন্তু লাল কালারের হয় :p যার কারণেই খেয়াল করবেন যে, রান্না বান্না সম্পর্কিত যে সকল প্রতিষ্ঠান আছে (যেমন: রেস্টুরেন্ট, ক্যাফে, হোটেল, ফাস্টফুড, চাইনিজ রেস্টুরেন্ট, কমিউনিটি সেন্টার ইত্যাদী ইত্যাদী) তাদের প্যাকেজিং, ব্রান্ডিং ইত্যাদী ইত্যাদী যত ডিজাইন আছে অধিকাংশই লাল বা অরেঞ্জ কালারের ব্যবহার হয়ে থাকে। অরেঞ্জ কালার নিয়ে সামনে কথা বলবো।
এখন অনেকেই প্রশ্ন করতে পারেন, ভাই, বিয়েতে তো পায়েস আর অনেক সময় দধিও খাওয়ায়, তাইলে বিয়ের কার্ড বা এই জাতীয় জিনিস সাদা করলেই তো পারে? o.O কার দই, পায়েস তো সাদা রঙের :p:p😛😮o.Oo.O
ঠিক ধরতে পেরেছেন। তবে এখানে একটু চিন্তার বিষয় হচ্ছে, বিয়ে জিনিসটা ভালবাসা আর খাওয়া দাওয়া জিনিস টা গরম, এছাড়াও আরো অনেক কিছুই লাল কালারের অর্থ বহন করে। যার অধিকাংশই লাল এর ব্যবহার। যার কারণেই পারসেন্টিজ হিসাব করেও লাল ব্যবহার করা হয়ে। এছাড়া, দধি খাওয়া হয় মূলত পেট ঠান্ডা বা গ্যাস্ট্রিক এর প্রবলেম না হয়, সে কারণে। সেটা কিন্তু ব্যবহারিক অর্থে Cool বা শান্তি নির্দেশ করে 😉
যারা রাত্রে চলাফেরা করেন বা যাদের নিজস্ব গাড়ী আছে, তারা অবশ্যই একটা জিনিস লক্ষ করেছেন যে, প্রত্যেকটা গাড়ীর পিছনেই লাল রঙের লাইট জ্বালানো থাকে। আবার যখন ব্রেক করা হয় তখন সেই আলোটার ঔজ্যলতা একটু বেড়ে যায় অথবা মাঝখানে অরেকটা লাইট থাকে, ওটা জ্বলে উঠে। এখানে লাল কালার টা কিন্তু Attraction বা মনোযোগ আকর্ষণ করার অর্থেই ব্যবহার হয়েছে যে, এটা আমার গাড়ীর পিছনের পার্শ। তুমি আবার পিছনের থেকে ধাক্কা দিও না। আর আরেকটা ঔজ্যলতা মানে আরেকটু বেশী আকর্ষণ যে, আমি ব্রেক করছি, তুমিও ব্রেক করো।
সুতরাং কোন ডিজাইন করতে গেলে সেটা যদি অত্যাধিক মনোযোগ আকর্ষনের জন্য করা হযে থাকে, তবে সেক্ষেত্রেও লাল রঙের ব্যবহার করা হয়ে থাকে। ট্রাফিক সিগন্যাল বা সতর্কতা, বিপদ সংকেত, দিক নির্দেশনা অর্থ নিয়ে পূর্বের আর্টিকেলে বলেছি। তাই লিখলাম না। ওসব অর্থের কাজ গুলোও লাল রঙ দিয়ে করতে পারেন।
আমাদের দেশে একুশে বই মেলার সময় “রক্ত দিন জীবন বাঁচান” এই স্লোগানে কিছু মানুষ রক্ত সংগ্রহ করে। তাদের ব্যানার, টিউনার, হ্যান্ডবিল ইত্যাদী গুলো কিন্তু লাল রঙের। কেননা, এখানে মেইন পয়েন্ট হচ্ছে রক্তের কালার লাল। সেই দৃষ্টিকোণ থেকে লাল কালার এখানে Life Safety রঙ হিসেবে ব্যবহার হচ্ছে।
একারণেই ডাক্টার, হাসপাতার, ক্লিনিক, ফার্মেসী ইত্যাদী প্রতিষ্ঠানের ব্রান্ডিং গুলো লাল রঙের হয়। তবে সেটার পরিমাণ খুব একটা বেশী না। কেননা, লাল রঙ অনেক রোগীদের ক্ষেত্রে হার্টবিট বাড়িয়ে দিয়ে উচ্চরক্ত চাপ বা হাই প্রেসার বাড়িয়ে দেয়। এই দিক থেকে লাল রঙ কে আবার অনেকেই Killing Red বলেও আক্ষায়িত করে।
যারা অলিম্পিক গেমস দেখেন, তারা লক্ষ করবেন অলিম্পিক গেমসের অধিকাংশ ক্ষেত্রেই লাল রঙের ব্যবহার করা হয়। বিশেষ করে লাল পতাকা (সতর্ককতা, দিক নির্দেশনা, আকর্ষণ ইত্যাদীর) জন্য ব্যবহার হয়ে থাকে। লাল পোশাক, লাল হেলমেট, আন্ডারওয়্যার, পোশাক, ক্যাপ, লাল রঙের গাড়ী, সাইকেল ইত্যাদী ইত্যাদী। যদিও অলিম্পিক গেমসের লোগোতে পাঁচটি রঙ আছে। কিন্তু তাদের অধিকাংশ যায়গাতেই লাল রঙের ব্যবহার করা হয়ে থাকে। কেননা, প্রতিযোগিতা, বিজয়ী, আনন্দ, বিজয়ীদের আবেগ, অনুভূতি ইত্যাদীর কারণে সেখানে লাল রঙের ব্যবহার করা হয়। এক কথায় প্রতিযোগিতামূল কোন কাজের ক্ষেত্রে লাল রঙের ব্রান্ডিং টা খুব গুরুত্বপূর্ণ।
এক কথায় লাল রঙ উত্তেজনা, তেজ, কর্মশক্তি, ভালবাসা, আকাঙ্ক্ষা, গতি, ক্ষমতা, উত্তাপ, আগ্রাসন, বিপদ, আগুন, সতর্কতা, দিক নির্দেশনা, আকর্ষণ, গন্ডগোল, উষ্ণতা ইত্যাদির প্রতীক। এই ধরনের কোম্পানী বা কনটেন্ট নিয়ে কাজ করলে অবশ্যই আপনাকে লাল রঙ নিয়ে কাজ করতে হবে। তবে এর ব্যাতিক্রমও আছে। পূর্বেই বলেছি রঙের ১০০% সমাধান কোনদিনও হয় নি। কিছুটা বাকি থেকেই যায়। তবে ভালো ফিডব্যাক এবং কাজের সাথে ডিজাইনের এবং রঙের সাদৃশ্যতা ঠিক রাখার জন্য
আপনাকে ঔসব ক্ষেত্রে লাল রঙের ব্যবহার করতে হবে।
আজ এই পর্যন্তই। সামনের পর্বে ইনশা আল্লাহ কয়েকটি রঙ নিয়ে লিখবো। সব কিছু নির্ভর করে আপনাদের রেসপন্স এর উপরে। ভালো রেসপন্স পেলে লিখতে আগ্রহ জন্মে। অনেক ট্রেইনিং সেন্টারে আমার কালার আর্টিকেল গুলো নিয়ে আলোচনা হয়। শুনে খুব ভালো লাগে। আমার ক্রেডিট দেন বা না দেন আপনি যে নিজে শিখে আলোচনা করেন আপনার ছাত্র-ছাত্রীদের কাছে, এটাই আমার অনেক বড় পাওয়া। ভাল থাকবেন। আল্লাহ হাফিজ
ভাল লাগলে অবশ্যই টিউমেন্ট করতে ভুলবেন না। কেননা, আপনার একটু অনুপ্রেরণা আমাকে আরো ভাল কিছু উপহার দিতে উৎসাহি করে।
চলবে
আর কেউ আর্টিকেলটি অনুগ্রহ করে আমার অনুমতি ছাড়া কপি পেস্ট করবেন না। ফেইসবুকে শেয়ার করেন সমস্যা নাই কিন্তু কেউ কপি করলে আর্টিকেলের নিচে আমার নাম সহ ফেইসবুক আইডির লিংক অবশ্যই দিবেন এবং কোথায় কপি করছেন সেটা আমাকে ফেইসবুকে ম্যাসেজ করে জানাবেন প্লিজ।
আর এই লেখা সম্পূর্ণই আমি আমার মত করে লিখেছি। তাই ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
আমি তাহমিদ হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 36 টি টিউন ও 65 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করতে চাচ্ছি। টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করার জন্য http://techtun.es/2obSQxE লিংকটিতে ক্লিক করে আপনার সাথে যোগাযোগের প্রয়োজনীয় তথ্য সাবমিট করে আমাদের সাহায্য করবেন আশা করছি।
ছদ্ম ছবি, নাম, ইমেইল, ফোন, ঠিকানা ও সৌশল Contact পরিহার করে আপনার প্রকৃত/আসল ছবি, নাম, ইমেইল, ফোন, ঠিকানা ও সৌশল Contact দিন। যেহেতু টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করা হবে।
সাবমিট করার পর আমাদের এই ম্যাসেজের রিপ্লাই আপনার কাছ থেকে আশা করছি।
বিশেষ নোট: আপনি যদি পূর্বে আমাদের এই ম্যাসেজ পেয়ে ফর্মটি সাবমিট করে থাকেন তবে আর পুনরায় সাবমিট করার প্রয়োজন নেই। কিন্তু যদি আপনি এখনও আমাদের এই ফর্মটি পেয়ে সাবমিট করে না থাকেন তবে অবশ্যই এখনই সাবমিট করুন এবং সাবমিট করার পর অবশ্যই আমাদের এই ম্যাসেজের রিপ্লাই দিন।
প্রিয় তাহমিদ হাসান,
আমি টেকটিউনস কমিউনিটি ম্যানেজার, শোয়াইব,
টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করতে চাচ্ছি। টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করার জন্য http://techtun.es/2obSQxE লিংকটিতে ক্লিক করে আপনার সাথে যোগাযোগের প্রয়োজনীয় তথ্য সাবমিট করে আমাদের সাহায্য করবেন আশা করছি।
ছদ্ম ছবি, নাম, ইমেইল, ফোন, ঠিকানা ও সৌশল Contact পরিহার করে আপনার প্রকৃত/আসল ছবি, নাম, ইমেইল, ফোন, ঠিকানা ও সৌশল Contact দিন। যেহেতু টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করা হবে।
সাবমিট করার পর আমাদের এই ম্যাসেজের রিপ্লাই আপনার কাছ থেকে আশা করছি।
বিশেষ নোট: আপনি যদি পূর্বে আমাদের এই ম্যাসেজ পেয়ে ফর্মটি সাবমিট করে থাকেন তবে আর পুনরায় সাবমিট করার প্রয়োজন নেই। কিন্তু যদি আপনি এখনও আমাদের এই ফর্মটি পেয়ে সাবমিট করে না থাকেন তবে অবশ্যই এখনই সাবমিট করুন এবং সাবমিট করার পর অবশ্যই আমাদের এই ম্যাসেজের রিপ্লাই দিন।
ধন্যবাদ আপনাকে।