গ্রাফিক্স ডিজাইনে ক্যারিয়ার গড়ুন [পর্ব-২৬] :: ফটোশপে খুব সহজে Animation তৈরি করুন ? টিউটোরিয়ালসহ

গ্রাফিক্স ডিজাইনে ক্যারিয়ার গড়ুন

কেমন আছেন?

আশা করছি সবাই ভাল আছেন, আজকের টিউনে আমি কি নিয়ে আলোচনা করতে যাচ্ছি অবশ্যই বুঝতে পেরেছেন আমার টিউনের টাইটেল দেখে।

আমরা অনেক আগে মোবাইল ফোনে দেখতাম এনিমেশন এবং ভাবতাম এটা কিভাবে তৈরি করেছে। আসলে একটু বুদ্ধি থাকলে আর আকাআকির হাত ভাল থাকলে আপনি ও খুব সহজে ফটোশপ দিয়ে এনিমেশন তৈরি করে নিতে পারবেন।

তবে আজকে আমি দিখিয়েছি কিভাবে গুগলের সাহায্যে নিয়ে খুব কম সময়ে Frame by frame এনিমেশন তৈরি করবেন। আপনি যদি ফটোশপ Expert না হোন তহলেও কোন সমস্যা নেই আমি টিউটোরিয়ালে খুব সুন্দর ভাবে বুঝিয়ে দিয়েছি কিভাবে Frame by frame এনিমেশন তৈরি করতে হয়।

উপরে যেই ছবিটি দেখতে পাচ্ছেন এটাই Frame by frame image এইগুলি আপনি নিজের চিন্তাভাবনা অনুযায়ি আকিয়ে স্ক্যান করে ফটোশপ দিয়ে এনিমেশন তৈরি করতে পারবেন।

আপনি আপনার রিয়েল ছবি দিয়েও সাইড ভিউ ছবি তুলে এনিমেশন তৈরি করতে পারেন বা নিজের Illustration করে এনিমেশন করতে পারেন।

যাইহোক প্রথমে আপনাকে গুগল থেকে এমন Frame by frame animation লিখে সার্চ দিয়ে এইরকম কিছু ছবি সিলেক্ট করতে হবে। এর পর আপনার কাজ ফটোশপে বিস্তারিত লিখে বলা সম্ভবনা তাই যদি ভাল লাগে আমার টিউটোরিয়ালটি দেখে নিবেন নিচের থেকে।

এই টিউটোরিয়াল এ তেমন শিক্ষনীয় কিছু নেই শুধু মজা করে করা কারন অনেকদিন ধরেই কিছু তৈরি করা হচ্ছেনা।

সবাই ভাল থাকবেন পরবর্তি টিউনে খুব সুন্দর একটি কাজ শিখাবো আপনাদের যেইটা চাহিদা মার্কেটপ্লেসে প্রচুর রয়েছে। সবাই ভাল থাকবেন আল্লাহ হাফেজ।

Level 0

আমি মোহাম্মদ রাসেল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 12 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 39 টি টিউন ও 14 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 6 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

i'm professional graphic designer,


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস