আবারো হাজির হলাম অবাক করা অস্থির কিছু বাংলা থ্রিডি এনিমেশন মানে সম্পুর্ন দেশে নির্মিত বাংলাদেশী এনিমেশন এর কাজ নিয়ে।
হলিউডের সুপারম্যান স্পাইডারম্যান ব্যাটমান অথবা ভারতের ক্রিশ অনেকেই দেখেছেন। কিন্তু আমাদের দেশ পিছিয়ে থাকবে কেন। আমাদের দেশেও নির্মিত হতে যাচ্ছে সুপারহিরো এনিমেশন মুভি এবং গেইম। নাম জ্বীনের বাদশাহ থ্রিডি।
বাংলা সুপারহিরো কার্টুন এনিমেশন
এই বাংলা কার্টুন ছবির একটি টিসার ট্রেইলর ইতিমধ্যে ফেসবুকে এবং ইউটিউবে প্রকাশিত হয়েছে। এগুলো প্রায় ৫ বছরের আগের প্রযুক্তি ব্যবহার করে কারা। রিয়েল টাইম গ্রাফিক্স ইঞ্জিন এ করা। তৌফিক কামাল নামে একজন সৌখিন এনিমেটর প্রায় ৫ বছর আগে এগুলোর পরিকল্পনা করে পিসিতে রেখে দেন। এখন তিনি একটি স্বনামধন্য ব্রোকারেজ হাউযে কর্মরত আছেন। তার সেই পুরোনা হারানো সৃতি থেকে এগুলো আবার খুজে পাওয়া। কিছু ভিডিও নতুন হিন্দি গান কিনবা ইংরেজি গ্যাংগাম স্টাইল দিয়ে এডিট করা হয়েছে। মূল এনিমেশন যদিও ৫ বছর আগে অন্য কোন গান দিয়ে চিত্রায়ন করা হয়েছিল।
নিচের লিংক এ দেখুন বাংলা GANGNAM STYLE ♫ 3D animated mashup parody
ফেসবুকে আমাদের পাবেন bangla3danimation পেইজ এ। আশা করি লাইক দিয়ে বাংলাদেশী এনিমেশন ও এনিমেটর দের উৎসাহ দিবেন।
আমি তৌফিক কামাল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
kon software use kora vai ?