সবাই কেমন আছেন,আশাকরি সবাই আল্লাহর রহমতে ভাল আছেন। আমিও আল্লাহর রহমতে ভাল আছি।বর্তমানে অনলাইন এ ইনকাম এর যে কয়েকটি মাধ্যম রয়েছে সবচেয়ে জনপ্রিয় তার মধ্যে ইউটিউব, আডসেন্স। এছাড়া সিপিএ মার্কেটিং ও টিস্প্রিং রয়েছে এবং এই দুই মাধ্যমের সাথেও যেহেতু ডিজিটাল মার্কেটিং এর সম্পর্ক আছে, সেহেতু ইউটিউব এর সাথেও সম্পর্ক আছে।
lower thirds আপনার ভিডিও কে প্রফেশনাল লুক দেয়। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে lower thirds ব্যবহার করবেন আপনার ভিডিওতে। after effects দিয়ে lower thirds দেওয়া যায় ভিডিওতে কিন্তু এটা অনেকের কাছেই কঠিন :p। camtasia studio দিয়ে খুব সহজেই আপনার ভিডিওতে lower thirds ব্যবহার করতে পারেন।
camtasia studio দিয়ে খুব সহজে ও দ্রুত ভিডিও ইডিটিং করা যায়। ভিডিও টিউটোরিয়াল এর জন্য camtasia কে বস বলা যায়। কারণ হলো এর অনেক annotations রয়েছে। camtasia studio দিয়ে যেমন সহজ ও দ্রুত ভিডিও ইডিটিং করা যায় তেমনি Screen Recording ও করা যায় এবং এর Screen Recording Quality ও খুব ভালো।
(ভুল হলে ক্ষমা প্রার্থী)
আমি মোহাম্মাদ রিয়াদ ✅। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।