গ্রাফিক্স ডিজাইনে ক্যারিয়ার গড়ুন [পর্ব-২৪] :: আপনার ক্লায়েন্ট বা কোন Contest Win হলে কিভাবে ফটোশপে Print Ready Files তৈরি করবেন? সহজেই Flyer print ready file এবং ব্লিড সেটিং তৈরি করুন

গ্রাফিক্স ডিজাইনে ক্যারিয়ার গড়ুন

কেমন আছেন সবাই?

আজ আপনাদের সাথে নতুন কিছু শেয়ার করবো ইতিমধ্যে জেনে গেছেন আমার টিউনের টাইটেল দেখে। আমরা যারা নতুন ডিজাইনার অনেক কষ্টের পর কোন কাজ পেলে বা কোন কনটেস্ট জিতে গেলে তখন ডিজাইন করতে না যেই সমস্যাতে পড়তে হয় তার থেকে বেশি সমস্যাতে পড়তে হয় ফাইলটি রেডি করতে। অনেকে ব্লিড সেটিং সেফলাইন সমস্পর্কে জানে না বা কিভাবে ফাইলগুলি ক্লায়েন্ট কে দিতে হবে এইটা জানেনা।

আজ আমি দেখিয়েছি কিভাবে Flyer এর প্রিন্ট রেডি ফাইল তৈরি করবেন। এবং অনেকে নতুন ডকুমেন্ট এর ব্লিড সেটিং বা সেফ লাইন তৈরি করতেই মাথা নষ্ট করে ফেলেন মাপ মাথায় ঢুকে না। প্রিন্ট ডিজাইন এর খুবই গুরুত্বপূর্ন বিষয় এইটি সঠিক মাপ ব্লিড সেটিং ঠিক মত করা।

আশা করছি এই টিউটোরিয়ালটি দেখার পর আপনার কোন সমস্যা হবেনা। এবং সামনের টিউনে আমি ফ্রিল্যান্সার.কম নিয়ে বিস্তারিত আলোচনা করবো কিভাবে সহজে সফল হবেন প্রথমে কি কি করবেন কি কি করবেন না। কনটেস্ট করবেন নাকি বিড দেওয়া শুরু করবেন। সব কিছুই লাইভ একাউন্ট দিয়ে দেখাবো।

সবাই ভাল থাকবেন। আবারো নতুন কিছু নিয়ে আসবো আপনাদের সামনে।

Level 0

আমি মোহাম্মদ রাসেল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 12 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 39 টি টিউন ও 14 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 6 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

i'm professional graphic designer,


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস