একটি বিজনেস কার্ড প্রত্যেকের কাছেই সমান গুরুত্বপূর্ণ। কারন একটি বিজনেস কার্ড আপনার নিজের, আপনার কাজের, আপনার ব্যাবসায়ের পরিচয় বহন করে।
আপনার প্রশ্ন হতে পারেঃ
সংক্ষিপ্ত উত্তর হল হ্যাঁ.
প্রতিটি মানুষেরই কার্ড বা একটি ভিজিটিং কার্ড প্রয়োজন।
দেখামাত্র কোনো ব্যক্তির সাথে সহজ পদ্ধতিতে সংযোগ স্থাপনের একটি মাধ্যমই হচ্ছে বিজনেস কার্ড বা ভিজিটিং কার্ড। এর মাধ্যমে এক মুহূর্তেই আপনি আপনার নিজের, কাজের বা ব্যবসায়ের পরিচয় প্রদান করতে পারবেন যা আপনার কাজকে অনেকটা সহজ করে দিবে।
অনেক কারনের মধ্যে ২ টি কারনে একটি বিজনেস কার্ড প্রয়োজন হতে পারেঃ
যখন আপনি কারো সাথে সাক্ষাৎ করেন এবং সেই মুহূর্তে সম্মতি তৈরি করতে আপনি তাদের সাথে কাগজ-কলম বা টেলিফোনের পাশাপাশি আপনার যাবতীয় তথ্য বিজনেস বা ভিজিটিং কার্ডটির মাধ্যমে প্রকাশ করতে পারেন।
কোথাও কোথাও অনেকেই সরাসরি মোবাইল নাম্বার হস্তান্তরেও দ্বিধা করে। সেক্ষেত্রেও আপনি কার্ডটির যথাযথ ব্যবহার করতে পারেন।
অনেক সময় অনেকের কাছেই যোগাযোগের জন্য ঐ মুহূর্তে যান্ত্রিক জিনিস যেমন মোবাইল, ল্যাপটপ নাও থাকতে পারে বা ঐ মুহূর্তে যান্ত্রিক জিনিসের ব্যবহার করে খুশি নাও হতে পারে।
এইসব ক্ষেত্রেই আপনার সাথে দেখা করার সাথে সাথে তাৎক্ষণিক যোগাযোগের মাধ্যম হিসেবে এটির ব্যবহার করতে পারেন। যা আপনি ছাত্র হন বা বেকার উভয় ক্ষেত্রেই প্রয়োজনীয়।
সবচেয়ে কম সময়ে এবং ছোট একটা জিনিসের মাধ্যমে আমরা আমাদের তথ্য সহজে প্রকাশ করতে পারি।
মানুষ সাধারনত কোনো ব্যাবসা শুরু করলেই খেয়াল করবেন যে দেখা হওয়া মাত্রই একটা কার্ড ধরিয়ে দেয়। যার মাধ্যমে আপনি উনার সাথে যোগাযোগের তথ্যও পেলেন সাথে সাথে উনার ব্যবসা সম্পর্কেও আপনি ধারনা পেলেন বা উনার ব্যবসা নিয়ে আপনি পরিচিত হলেন। দেখেন, শুধু একটা কার্ড উনার কাজটা কতটুকু সহজ করে দিল। উনি মুখে বলে বলে উনার ব্যবসাকে মার্কেটিং করার চাইতে একটি কার্ড দিয়েই মার্কেটিং এর কাজ চালিয়ে নিলেন। কত মার্জিত ভাবেই উনি উনার ব্যবসাটাকে পরিচয় করিয়ে দিতে পারলেন। এক্ষেত্রে কার্ড যদি কোনো প্রফেশনাল ডিজাইনারকে দিয়ে করানো হয় তবে ব্যাপারটা আরো মজার। আপনি তখন কার্ডের উপর ফিদা হয়ে যাবেন পাশাপাশি ব্যবসার উপরও যা ব্যবসাটাকেও আস্তে আস্তে জমিয়ে তুলবে। ব্যাপারটা অনেক মজার না?
এমন কিছু বিজনেস কার্ড যা আপনি বা আপনার কাস্টমার পছন্দ করতে বাধ্য তেমন কিছু কার্ড দেখতে এখানে ক্লিক করুন। এবং আপনি চাইলে এখানে ক্লিক করে অর্ডারও দিয়ে দিতে পারেন।
সর্বোপরি, একটি কার্ড আপনার যোগাযোগ এবং ব্যবসার গতিকে ত্বরান্বিত করবে।
আমি আব্দুল্লাহ সাঈদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।