সবাই কেমন আছেন,আশাকরি সবাই আল্লাহর রহমতে ভাল আছেন। আমিও আল্লাহর রহমতে ভাল আছি।বর্তমানে অনলাইন এ ইনকাম এর যে কয়েকটি মাধ্যম রয়েছে সবচেয়ে জনপ্রিয় তার মধ্যে ইউটিউব, আডসেন্স। এছাড়া সিপিএ মার্কেটিং ও টিস্প্রিং রয়েছে এবং এই দুই মাধ্যমের সাথেও যেহেতু ডিজিটাল মার্কেটিং এর সম্পর্ক আছে, সেহেতু ইউটিউব এর সাথেও সম্পর্ক আছে।
ইন্ট্রো ভিডিও আপনার যেকনো ভিডিও কে প্রফেশনাল করে তোলে। এখন 2d,3d ইন্ট্রো এর জন্য adobe after effects বা sony vegas প্রয়োজন।কিন্তু এ সফটওয়্যার গুলোর ব্যবহার আমরা অনেকেই জানিনা অথবা অনেকের কাছে কঠিন মনে হয়। আবার অনেকের কম্পিউটার এ সফটওয়্যার গুলো ঠিক করে ব্যবহার করা যায় না লো-কনফিগারেশন এর কারণে। কিন্তু এগুলো ছাড়া প্রফেশনাল ইন্ট্রো ও হয় না। অনেক সাইট আছে যার মধ্যেমে ইন্ট্রো বানানো যায় কিন্তু ওয়াটারমার্ক ব্যতীত ডাউনলোড করা যায়না। কিন্তু আমি যে সাইটটির কথা বলছি, এ সাইট থেকে ফ্রি ইন্ট্রো ডাউনলোড করতে পারবেন ওয়াটারমার্ক ব্যতীত। এবং খুব সহজ এবং দ্রুত ইন্ট্রো বানাতে পারবেন।লো-কনফিগারেশন কম্পিউটার থেকেও করা যাবে। সিটটির লিংক: https://panzoid.com
কিভাবে করতে হবে তার জন্য ভিডিও টিউটোরিয়াল টি দেখুন।বুঝতে সমস্যা হলে টিউমেন্ট করেন।
যদি টিউনটি ভালো লাগে শেয়ার করতে বুলবেন না!
আমি মোহাম্মাদ রিয়াদ ✅। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।