সময়ের সম্ভাবনাময় এবং ক্যারিয়ার হিসেবে নেওয়ার মত একটি কাজ গ্রাফিক্স ডিজাইন। তাই অনেকেই ভাবছে গ্রাফিক্স ডিজাইন শিখে শুরু করবে ফ্রিল্যান্সিং। কিন্তু সঠিক গাইড লাইন এবং ভাল প্রশিক্ষনের অভাবে অনেকেই শুরু করতে পারছেন না। আবার অনেকেই শুরু করে মাঝ পথে গিয়ে আগ্রহ হারিয়ে ফেলছে কিংবা বিভিন্ন ভাবে প্রতারনার শিকার হচ্ছে কেউবা সর্টকাট রাস্তা খুজে হতাশ হচ্ছে।
অনলাইনে প্রতি সপ্তাহে ইউটিউব লাইভ এ আমি দুটি করে ক্লাস করিয়ে থাকি। ইতি মধ্যেই তিনটি ক্লাস সম্পূর্ন হয়েছে। পরবর্তী ক্লাসগুলোতে অংশগ্রহন করতে আগ্রহী গন এই লিংক এ গিয়ে আমার ইউটিউব চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন এবং ক্লাসগুলোর টাইম এবং আপডেট জানতে এই গ্রুপে জয়েন করে সঙ্গে থাকুন।
আমরা সবাই সফল হতে চাই। কিন্তু বেশিরভাগ মানুষই জানি না আসলে আমদের কি করা উচিৎ! বিভিন্ন ট্রেনিং প্রোগ্রাম এবং সেমিনারে স্পিকার হিসেবে অংশগ্রহন করে আমার একটা অভিজ্ঞতা হয়েছে আর তা হল বেশিরভাগ মানুষই জানে না আসলে তাদের জীবনের ল্যক্ষ্য কি? সফল হবার জন্য আমাদের কোন কাজ টি করা উচিৎ এবং কিভাবে করা উচিৎ!
একটি সঙ্গীত অনুষ্ঠানে এক ব্যক্তি খুব ভালো বেহালা বাজিয়েছেন। তার বেহালা বাজানোর দক্ষতা দেখে এক ব্যক্তি তার কাছে গিয়ে বললেন, আমি যদি আপনার মত বেহালা বাজাতে পারতাম তাহলে আমি জীবন দিয়ে দিতাম। তখন সেই বেহালা বাদক উত্তর দিলেন, আমি আসললে জীবনই দিয়েছি।
গল্পটি বলার একটা উদ্দেশ্য আছে। সময়ের স্রোতে গা ভাসিয়ে অনেকেই গ্রাফিক্স ডিজাইন শেখার কথা ভাবে। কিন্তু কিছুদিনের মধ্যেই ক্রমে তাদের সেই আগ্রহ কমে যেতে থাকে। যার ফল তারা সফলও হতে পারে না আবার কাজেও দক্ষতা অর্জন করতে পারে না।
যে কোন কাজ রপ্ত করারর জন্য প্রয়োজন কঠিন অধ্যাবসায়, আগ্রহ এবং সেই কাজের প্রতি ভালবাসা। অনেকটা সেই বেহালা বাদকের মত।
আমরা সবাই সফল হতে চাই কিন্তু সফল হবার জন্য যে পরিমান পরিশ্রম এবং ধৈর্য দরকার তা কত জনের আছে? আমরা কিছু চটকদার বিজ্ঞাপন দেখে থাকি। যেমন, মাত্র ১৫ দিনে অনলাইনে ইনকামের ১০০ শত ভাগ নিশ্চয়তা কিংবা মাত্র ৭ দিনে গ্রাফিক্স ডিজাইন শিখুন ইত্যাদি। বিষয়গুলো একবার নিজের বুদ্ধি দিয়ে ভেবে দেখুন বিষয় টি যদি এত সহজ হত তাহলে সবাই কিন্তু এই কাজই করত। সুতরাং সর্টকাটে ধনি হবার কথা মাথা থেকে ঝেরে ফেলে নিজেকে একজন দক্ষ ব্যক্তি হিসেবে গড়ে তুলুন এবং সময়ের সঠিক ব্যবহার করুন। আপনি সফল হবেন।
সবার জন্য শুভ কামনা।
আমি জাহাঙ্গীর সরকার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 17 টি টিউন ও 14 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
প্রিয় Jahangir Sarkar ,
আমি টেকটিউনস কমিউনিটি ম্যানেজার, শোয়াইব,
টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করতে চাচ্ছি। টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করার জন্য http://techtun.es/2obSQxE লিংকটিতে ক্লিক করে আপনার সাথে যোগাযোগের প্রয়োজনীয় তথ্য সাবমিট করে আমাদের সাহায্য করবেন আশা করছি।
ছদ্ম ছবি, নাম, ইমেইল, ফোন, ঠিকানা ও সৌশল Contact পরিহার করে আপনার প্রকৃত/আসল ছবি, নাম, ইমেইল, ফোন, ঠিকানা ও সৌশল Contact দিন। যেহেতু টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করা হবে।
সাবমিট করার পর আমাদের এই ম্যাসেজের রিপ্লাই আপনার কাছ থেকে আশা করছি।
বিশেষ নোট: আপনি যদি পূর্বে আমাদের এই ম্যাসেজ পেয়ে ফর্মটি সাবমিট করে থাকেন তবে আর পুনরায় সাবমিট করার প্রয়োজন নেই। কিন্তু যদি আপনি এখনও আমাদের এই ফর্মটি পেয়ে সাবমিট করে না থাকেন তবে অবশ্যই এখনই সাবমিট করুন এবং সাবমিট করার পর অবশ্যই আমাদের এই ম্যাসেজের রিপ্লাই দিন।
ধন্যবাদ আপনাকে।