প্রফেশনাল দের মতো ছবি এডিট করতে চান মাত্র ৩এমবি এর সফটয়্যার দিয়ে

প্রফেশনাল দের মতো ছবি এডিটর করতে চান? তাহলে নিচের সফটয়্যার টা আপনার জন্যই। আপনারা অনেকে অবশ্য ভাবছেন ফটোসপের মতো হবে না। আপনি এই সফটয়্যার দিয়ে কোনও ছবি এডিটর ও করেন তবে যে কেউ বলবে যে এই কাজ ফটোসপ ছাড়া সম্ভব নয়। কথায় বলে না All good things come in small pakeges. এটাও তেমনিই। এটা দিয়ে ছবি এডিট না করা পর্যন্ত আপনি বিশ্বাসই করতে পারবেন না।

এতক্ষণ ধরে যার কথা বলছিলাম টার নাম PhotoInstrument.

সফটয়্যার টা দিয়ে আপনি নিম্নলিখিত কাজগুলো করতে পারবেন,

  • বিকৃত চেহারা যেমন চেহারার কালও দাগ, লাল দাগ প্রভৃতি মোছা যায়
  • দেহের যেকোনও অংশ রোগা বা মোটা করা যায়
  • ছবির মধ্যে অবস্থিত যে কোনো অবাঞ্ছিত অংশ বাদ দেওয়া যায় [অবশ্য টা অনেক সময় ছবির ওপর নির্ভর করে]
  • রেডআই সমস্যা দূর করা যায়
  • চামড়া পরিষ্কার অর্থাৎ সাদা করা যায়
  • হলিউডের মতো মেকাপ করা যায়.... প্রভৃতি।

প্রথমে এখান থেকে ডাইরেক্ট ডাউনলোড করে নিন।

সিরিয়াল কি এবং ইউজার নেম যথাক্রমে

Email Address: [email protected]
Registration Key: 02-UYNOGJIG
ধন্যবাদ

∰Ⓐⓚⓐⓢⓗ∰

∰ⓐⓛⓖⓐⓅ∰

Level 0

আমি আকাশ_পাগলা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 89 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Email and registration key abar den boja jai na………

Level 2

Registration এর পর trial দেখা যাবেনা তো?

thnxxx

Level 2

Registration এর পর buy now দেখায় কেন?

    লাইসেন্সকি কম্পিউটার রিস্টার্ট করার পর ট্রায়াল হয়ে যায়।

না ঠিক আছে। আপনি আবার ট্রাই করেন।।।

download dilam

JODIO AGEO USE KORECHHI…KHUB VALO….
THANKS.

অনেক দিন আগে এক ভাইয়া এই টিউনটি করেছিলেন। ধন্যবাদ নতুনদের শেয়ার করার জন্য। কিন্তু লাইসেন্সকি দুই দিন পর ট্রায়াল হয়ে যায়। কাজেই ট্রায়াল হলে আনইন্সট্রল করে আবার ইন্সট্রল করে ব্যবহার করতে পারেন সবাই।

    ধন্যবাদ এই টিউন দেখার জন্য। এবং দুঃখিত এই জানতাম না এই টিউনটি আমার আগে হাসান ভাই করেছিল। আবার ধন্যবাদ আপনাকে

বিস্তারিত দেখেন আমার এই টিউনে
https://www.techtunes.io/download/tune-id/38993/

    আমি দুঃখিত এই টিউনের জন্য। আমি জানতাম না যে আপনি আমার আগে টিউন করেছেন। আচ্ছা কোনও টিউন ডিলিট করে কীভাবে?

    টিউনটি ডিলেট করার দরকার নাই।
    আশা করি সামনে আরও ভাল টিউন পাবো। 🙂

টিউনটি ডিলেট করার দরকার নাই,
তবে হাসান যোবায়েরে টিউনটি থেকে শিখে নিতে পারেন টিউনের সৌন্দর্য কিভাবে বৃদ্ধি করতে হয়।
কারন আপনার টিউন থেকে বুঝা মুশকিল সফটটি কিভাবে কাজ করে,তাই স্কিনশট সহ টিউন করলে ভাল হইত এবং বুঝতে আরো সহজ হইত।
ধন্যবাদ টিউনের জন্য।

সফটির রেজিষ্ট্রেশন কি দেওয়ার জন্য ধন্যবাদ। সফটি আমার কাছে আগেই ছিল কেউ একজন এটি নিয়ে টিউন করেছিল। সে একটি crack দিয়েছিল। আপনার নিকট থেকে reg key টা পেলাম। তাই আবারো ধন্যবাদ। আচ্ছা ভাই MakeUp Instrument 4.2 build 429 incl এই সফটির সিরিয়াল কি আপনার নিকট আছে কি যদি থাকে তবে দেওয়ার জন্য অনুরোধ রইল। সাইফুল ভাই ক্রাক দিয়ে টিউন করেছিল। কিন্তু ক্রাক ফািইলটি দিয়ে আমি কাজ করতে পারছি না। [email protected]

Level 0

অনেক ধন্যবাদ ভাই।

Level 2

bhai adobe te chobir dar ba kinara kibhabe milai keo ki bolben.

Level 0

valo laglo vhai……..