গ্রাফিক্স ডিজাইনে ক্যারিয়ার গড়ুন [পর্ব-২১] :: কিভাবে ফটোশপে Letterpress/Embuss Business Card তৈরি করবেন? মার্কেটপ্লেস এবং যারা 99design বা অনান্য কনটেস্ট মার্কেটপ্লেসে কাজ করেন তাদের জন্য

গ্রাফিক্স ডিজাইনে ক্যারিয়ার গড়ুন

কেমন আছেন সবাই?

আবারো হাজির হলাম নতুন টিউন নিয়ে। আজকে আমি যেই টিউটোরিয়ালটি করেছি বিশেষকরে যারা বিভিন্ন মার্কেটপ্লেসে কাজ করেন এবং বিভিন্ন কনটেস্ট মার্কেটপ্লেসে কাজ করেন তাদের জন্য। আসুন আগে দেখে নেই Letterpress/Embuss Business Card কেমন হয়।

Letterpress Business Card

Embuss Business Card

১ম ছবিটা Letterpress বিজনেস কার্ড। লেটারপ্রেস সব সময় নিচের দিকে বসে যায়। ২য় ছবিটি Embuss বিজনেস কার্ড এমবুস বিজনেস কার্ড ডিজাইন উপরের দিকে হয়ে থাকে আপনারা দেখেছেন এমন ডিজাইন।

এইটার উপর  টিউটোরিয়াল করার কারণ হলো বর্তমানে মার্কেটপ্লেসে অনেক জব টিউন হয় Letterpress/Embuss Business Card এর উপর কিন্তু অনেকে এইটার কাজ জানেনা বা ভাল করে বুঝে না যার জন্য এইসব জবে বিড করেনা।

মার্কেটপ্লেসের থেকে ৯৯ডিজাইন বা বিভিন্ন কনটেস্ট মার্কেটপ্লেসগুলিতে এইটার চাহিদা অনেক এখন অধিকাংশ ক্লায়েন্ট ই brief এ বলে দেয় Letterpress/Embuss Business Card ডিজাইন করতে হবে। অনেকে জানেনা যার জন্য এই সব কনটেস্ট এ জয়েন করেনা।

এখন আসি মূল কথায় আসলে আপনি তো আর Letterpress/Embuss Business Card তৈরি করে দিবেন না আপনার শুধু ক্লায়েন্ট দেখাতে হবে প্রিন্ট করলে কেমন লাগবে। এর জন্য আপনাকে অবশ্যই ফটোশপে এইগুলির ইফেক্ট সম্পর্কে ধারনা থাকতে হবে। আপনি যদি ক্লায়েন্টকে না দেখাতে পারেন প্রিন্টকরার পর কেমন লাগবে তাহলে তো আর হবেনা।

বা কনটেস্ট এ মকাপ করে দেখাতে হবে। আপনি যদি ফটোশপে ভাল করে Letterpress/Embuss Business Card ইফেক্ট দেখাতে পারেন আর ক্লায়েন্ট এর যদি পছন্দ হয় তাহলে আপনার করনিয় শুধু যেইটা আপনি Letterpress/Embuss  করছেন সেই লেয়ারটি কালো করে একই জায়গায় রেখে তাকে দিয়ে দেওয়া বিজনেস কার্ডের ডিজাইনসহ।

বর্তমানে ৯৯ডিজাইনে এইগুলার অনেক চাহিদা আছে। কনটেস্ট প্রাইজ ১৪০ডলার থেকে শুরু করে ৫০০ ডলার পর্যন্ত হয়ে থাকে।

যায়হোক লিখে অনেককিছু বুঝানো সম্ভব না বা লিখে ভাল করে আপনাদের বুঝাতে ও পারিনি। টিউটোরিয়ালটি দেখলে আশা করছি আপনাদের সমস্যা থাকবেনা।

ধন্যবাদ।

Level 0

আমি মোহাম্মদ রাসেল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 39 টি টিউন ও 14 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 6 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

i'm professional graphic designer,


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস