গ্রাফিক্স ডিজাইনে ক্যারিয়ার গড়ুন [পর্ব-২০] :: Pinterest Marketing করে গ্রাফিক্সরিভার থিমফরেস্ট এর প্রোডাক্ট সেল বাড়ান (Pinterest Marketing A-Z)

প্রকাশিত
জোসস করেছেন

গ্রাফিক্স ডিজাইনে ক্যারিয়ার গড়ুন

কেমন আছেন সবাই?

গ্রাফিক্সরিভার থিমফরেস্ট এ যারা কাজ করেন অনেকেরই সেল কম হয় বা Approved করার পর সেল হয় কিন্তু ২/৩ পেজে চলে গেলে আর সেল হয়না।

যায়হোক এরজন্য আমি মার্কেটিং বেসিক টিউটোরিয়াল করছি এবং কিভাবে ফ্রি প্রোডাক্ট সাইট তৈরি করবেন সেইটাও দেখিয়েছি। আপনি যদি না দেখে থাকেন  তাহলে চেইনটিউন থেকে টিউনটি দেখে নিবেন।

আজকে আমি খুবই গুরুত্বপূর্ন বিষয় নিয়ে আলোচনা করেছি। Pinterest এমন একটি সোসাল মিডিয়া প্ল্যাটফর্ম যেইখানে ৯৮% থাকে রিয়েল ক্লায়েন্ট যারা সবাই বাইরের দেশের এবং ২% যারা থাকে তারা হলো মার্কেটার এইখানে ফেক আইডি নেই বললেই চলে। তাই এইখান থেকে খুব সহজেই আমরা আমাদের টার্গেটেড ক্লায়েন্টকে খুজে বের করতে পারি।

Pinterest এ  আপনার প্রোডক্টটি মার্কেটিং করার জন্য অবশ্যই আপনাকে বিজনেস একাউন্ট তৈরি করতে হবে, pinterest এ যারা একাউন্ট করেন তাদের নরমাল একাউন্ট এইটা আপনি বিজনেস একউন্ট এ কনভার্ট করতে পারবেন। কারন বিজনেস একাউন্ট ছাড়া আপনি ড্যাসবোর্ড পাবেননা।

আর সব সময় মনে রাখবেন আপনার যদি ফলোয়ার না থাকে তাহলে ঐ একাউন্ট থেকে সেল হওয়ার আশা না করাই ভাল। ওয়েব সাইটের প্রান যেমন ভিজিটর এইখানেও তেমনি হল ফলোয়ার তাই সবা টার্গেটেড লোকদের বুঝে শুনে খুজে বের করে এমন ভাবে তার প্রোফাইল ভিউ করবেন যেন সে আপনার ফলোয়ার হতে বাধ্য হয়। একটি আইডির পিছনে অবশ্যই ৫/৬ মিনিট সময় ব্যায় করা উচিত। তার প্রায় বোর্ডে লাইক টিউমেন্ট করুন তবে বেশি করতে যাবেননা। আপনার বোর্ডে পিন করুন।এভাবে করতে থাকলে খুব সহজে ফলোয়ার বাড়ানো সম্ভব।

সব থেকে গুরুত্বপূর্ন কথা রাত ১২টা থেকে ৩পর্যন্ত কাজ করলে খুব ভাল ফলাফল পাবেন। কারন  আমাদের যখন দিন ওদের তখন রাত সব কিছু চিন্তা ভাবনা করে কাজ করা উচিত।

আর আপনার প্রোডাক্ট আছে ফিটনেস নিয়ে তো এই ক্ষেত্রে অবশ্যই জিম ট্রেইনার অথবা জিমের মালিক কে টার্গেট করতে হবে এবং এদেরকে খুজে বের করতে হবে।

আর মনে রাখবেন আপনি যদি খুব বড় একটা প্রোফাইল তৈরি করতে পারেন pinterest এ এবং আপনার ফলোয়ার যদি আপনার প্রোডাক্ট রিলেটেড হয়ে থাকে তাহলে আশা করা যায় একটা প্রোফাইল থেকেই অনেক সেল পাবেন।

বিস্তারিত টিউটোরিয়ালে.

সবাই ভাল থাকবেন, আল্লাহ হাফেজ।

Level 0

আমি মোহাম্মদ রাসেল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 12 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 39 টি টিউন ও 14 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 6 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

i'm professional graphic designer,


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Thanks…GO Ahead Brother..Carry On….