গ্রাফিক্স ডিজাইনে ক্যারিয়ার গড়ুন [পর্ব-১৯] :: ফ্রি তৈরি করুন নিজের Product/Portfolio ওয়েবসাইট, Graphicriver/ThemeForest এর Product সেল বাড়ান (গ্রাফিক্স প্রোডাক্ট মার্কেটিং পর্ব-০২)

গ্রাফিক্স ডিজাইনে ক্যারিয়ার গড়ুন

কেমন আছেন সবাই?

আবারো হাজির হলাম নতুন কিছু নিয়ে। গত পর্বে গ্রাফিক্স প্রোডাক্ট মার্কেটিং এর বেসিক আলোচনা করেছিলাম আজকে আপনাদের দেখাবো কিভাবে নিজের Product সাইট তৈরি করবেন এবং Graphicriver/ThemeForest  এর প্রোডাক্ট লিংকিং করবেন।

আমি এই টিউন করছি সম্পূর্ন নতুনদের জন্য এর জন্য আমি ব্লগ দিয়ে তৈরি করে দেখিয়েছি। আপনি চাইলে ডোমেইন লাগিয়ে blogger নিয়ে যেতে পারেন .com।

আসলে আমরা যারা গ্রাফিক্সরিভার থিমফরেস্ট এ কাজ করি আমরা বসে থাকি কখন সেল হবে এবং ৩/৪ পেজে ডিজাইন চলে গেলে ঐটার আর সেল আশা করা যায়না। আবারো নতুন আইটেম Approved করাতে হয় ১ম পেজে আনার জন্য। কিন্তু এইভাবে তো চলেনা তাইনা। যারা Graphicriver/ThemeForest এ কাজ করে তারা সবাই নিজেদের প্রোডাক্ট মার্কেটিং করে মার্কেটিং করার কারনে সেই প্রোডাক্ট সব জায়গায় ছড়িয়ে যায় যার ফলে ঐটার সেল বৃদ্ধি পায় আর আপনাকে অপেক্ষা করতে হবেনা বা ৪/৫ পেজে চলে গেলে মন খারাপ করতে হবেনা। আমরা যদি ঠিক মত মার্কেটিং করি তাহলে অবশ্যই সেল বৃদ্ধি পাবে।

আমি আজ আপনাদের সাথে শেয়ার করেছি কিভাবে একটি ফ্রি ব্লগে নিজের প্রোডাক্ট সাইট তৈরি করবেন। এবং গ্রাফিক্সরিভার বা অন্য মার্কেটপ্লেসের প্রোডাক্ট কিভাবে লিংকিং করবেন এবং আর্টিকেলটি সাজাবেন। আপনারা যদি প্রোফেশনাল ভাবে এই মার্কেটে থাকতে চান তাহলে অবশ্যই সাইটি ভাল ভাবে তৈরি করতে হবে। এর জন্য আপনাকে  ওয়ার্ডপ্রেসে তৈরি করতে হবে কারন এইটার সুবিধা অনেক সব কিছু নিজের অধিনে নিজের ডোমেইন হোস্টিং।

শুধু সাইট তৈরি করলেই যে আপনার সাইট থেকে প্রোডাক্ট সেল বৃদ্ধি পাবে তা কিন্তু নয়। এর জন্য আপনাকে বেসিক এসইও শিখতে হবে। কারন একটি সাইটে প্রাণ হলো ভিজিটর। ভিজিটর ই যদি না থাকে আপনার সাইটের কোন মূল্য নেই। এর জন্য  এসইও টা  আপনাকে শিখতে হবে। কিভাবে শিখবেন এই প্রশ্ন করবেন না অসংখ্য টিউটোরিয়াল আছে ইউটিউবে ১০০০০০০+ আর্টিকেল আছে গুগল এ যা পেইড কোর্সে ও পাবেননা।

আর সবাই একটা জিনিস বেশি পছন্দ করে তাহল ফ্রি আপনি আপনার সাইটের ট্রাফিক্স বাড়াতে ফ্রি প্রোডাক্ট দেয়া শুরু করুন যেইটা আপনি কোন মার্কেটপ্লেসে approved করাতে পারেননি। যত ফ্রি জিনিস আপনার সাইটে থাকবে ততো বেশি ট্রাফিক্স পাবেন একটি ক্যাটেগরি তৈরি করবেন শুধু ফ্রি আইটেমের এর জন্য, flyer,business card, mockups, stationary, psd template, etc free পিএসডি ফাইল দিন। দেখবেন খুব তাড়াতাড়ি আপনার সাইটের ভিজিটর বৃদ্ধি পাচ্ছে আর  ফ্রি টিউন এর মধ্যে পেইড কিছু দিয়ে দিবেন। সবাই এইভাবেই নিজের প্রোডাক্ট এর প্রতি আকর্ষন বাড়ায়।

যাইহোক বিস্তারিত টিউটোরিয়ালে আছে। আবারো হাজির হবো নতুন কিছু নিয়ে সবাই ভাল থাকবেন, আল্লাহ হাফেজ।

Level 0

আমি মোহাম্মদ রাসেল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 39 টি টিউন ও 14 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 6 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

i'm professional graphic designer,


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাইজান ,চালিয়ে যান।

প্রিয় টিউনার ,

আমি টেকটিউনস কমিউনিটি ম্যানেজার, শোয়াইব, টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করতে চাচ্ছি।

টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করার জন্য http://techtun.es/2obSQxE লিংকটিতে ক্লিক করে আপনার সাথে যোগাযোগের প্রয়োজনীয় তথ্য সাবমিট করে আমাদের সাহায্য করবেন আশা করছি।

সাবমিট করার পর আমাদের এই ম্যাসেজের রিপ্লাই আপনার কাছ থেকে আশা করছি।

ধন্যবাদ আপনাকে।

    আমি তথ্য সাবমিট করেছি আপনাদের লিংক এ যেয়ে। যোগাযোগ করার কারন বা বিস্তারিত বললে খুশি হবো।
    ধন্যবাদ