কেমন আছেন সবাই?
আবারো হাজির হলাম নতুন কিছু নিয়ে। উপরে যেই চেহারার Low Poly Effect দেখতে পাচ্ছেন আপনিও খুব সহজে ফটোশপের মাধ্যেমে এমন ইফেক্ট তৈরি করতে পারবেন। ফটোশপে এমন অনেক ছোট ছোট কাজ আছে যা আমাদের জানা নাই। এমন টুলস আছে যেইটা আমাদের কোন কাজে লাগেনা। কিন্তু এই টুলস গুলির কাজ অনেক অসাধারন।
যদিও প্রথম তৈরি করতে গেলে একটু সময় লাগবে কিন্তু চেষ্টা করতে করতে আইডিয়া চলে আসবে। প্রথমে টুলবার থেকে polygonal lasso tool সিলেক্ট করুন এবং সেপ আকারে সিলেক্ট করুন এরপর মেনুবার থেকে Effect> Blur>Average এরপর deselect করুন। এভাবেই করতে থাকুন। আর কিবোর্ড শর্টকার্ট কি Average> Ctrl+F | Deselect> Ctrl+D
তবেন খেয়াল করবেন যখন চোখের দিকে যাবেন সিলেক্ট এর পরিমান কমিয়ে দিবেন। আস্তে আস্তে করতে থাকুন একটু সময় নিয়ে তাহলে হয়ে যাবে। আপনারাা অনেকে দেখেছেন abstract polygonal background এটাও প্রায় এই ভাবেই তৈরি করে। আপনারা যদি না বুঝেন তবে আমি পরবর্তি টিউনে টিউটোরিয়াল দেয়ার চেষ্টা করবো।
সবাই ভাল থাকবেন। আল্লাহ হাফেজ।
আমি মোহাম্মদ রাসেল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 12 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 39 টি টিউন ও 14 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 6 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
i'm professional graphic designer,