কেমন আছেন আপনারা সবাই ? আশা করি ভালই আছেন। আমি আবার আপনাদের সামনে নতুন একটি টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম। যারা ইউটিউব এ কাজ করেন তাদের জন্য একটা জিনিস খুব দরকারি। আর সেটা হল ব্রান্ডিং। আর এর জন্য দরকার সুন্দর একটি লোগো।আর লোগো বানাতে গিয়ে অনেক এর ত প্রায় জর এসে জায়। এমনিতেও ফটোশপ আর ইলুসট্রেটর দখেল ভয়ে হাত পা ঠাণ্ডা হয়ে জায় তার উপর যদি লোগো বানানোর মত ভয়ংকর কিছু করতে হয় তাহলে তো কথাই নাই।আমি যখন প্রথম দিকে লোগো বানাতে যেতাম আমার অবস্থাও ঠিক এমন হত। এখন একটু একটু ফটোশপ পারি তাই একটু একটু লোগো বানাতে পারি।কিন্তু যাদের ফটোশপ সম্পর্কে কোন প্রকার ধারনা নেই তাদের জন্য আমার আজকের এই টিউটোরিয়াল। তবে যাদের ফটোশপ সম্পরকে ধারনা আছে তারাও দেখে নিতে পারেন। কারন কখন কাজে লেগে যায় সেটা তো আর বলা যায় না ?
আজকে আমি আপনাদের সাথে একটি ওয়েবসাইট এর সাথে পরিচয় করিয়ে দেব সেটি হল logomakr.com
এই ওয়েবসাইট এর মাদ্ধমে আপনি খুব সহজেই একটি লোগো তৈরি করে ফেলতে পারেন। আর আপনি চাইলে এই ওয়েবসাইট টিকে ফ্রীতে ব্যবহার করতে পারেন তবে ফ্রী ব্যবহার করলে আপনাকে ওয়েবসাইট টিকে ক্রেডিট দিতে হবে অর্থাৎ যেখান এ আপনি আপনার বানানো লোগো ব্যবহার করবেন সেইখানে এই ওয়েবসাইট এর কথা বলে দিতে হবে। যদি ইউটিউব চ্যানেল এর জন্য লোগোটি হয় তাহলে ভিডিও ডিসক্রিপসন এ আপনি ওয়েবসাইট এর লিঙ্কটি দিয়ে দিতে পারেন। আর যদি কোন ওয়েবসাইট এ ব্যবহার করেন তাহলে আপনি ওয়েবসাইট এর যেকোন জায়গায় ওয়েবসাইট এর ক্রেডিট দিয়ে দিলেই হবে।
তবে সবচেয়ে ভাল উপায় হল তাদের একটা html কোড আছে সেটা আপনি আপনার ওয়েবসাইট এর যেকোনো জায়গায় পেস্ট করবেন তাহলেই হবে।
সবার প্রথম এ আপনাকে লোগো মেকার এর ওয়েবসাইট এ যেতে হবে (ওয়েবসাইট লিঙ্কঃlogomakr.com)।তারপরে আপনি তাদের বিশাল আইকন এর গ্যালারি থেকে আইকন সিলেক্ট করবেন তারপর এডিটিং শুরু করবেন আপনি ইচ্ছে করলে একটি টেক্সট লেয়ার অ্যাড দিয়ে আপনার ইউটিউব চ্যানেল এর নাম দিয়ে দিতে পারেন। এছারাও চাইলে আইকন ও টেক্সট এর কালার পরিবর্তন করতে পারেন। মোটামুটি সবই আপনি এডিট করতে পারবেন।
আশা করি এতক্ষণ কাজ করে সুন্দর দেখতে একটি লোগো তৈরি করে ফেলেছেন? তাহলে আপনি এখন চিন্তা করবেন যে কিভাবে এই লোগোটিকে সেভ করবেন। এই কাজটি আর সোজা। দেখুন ওয়েবসাইট এর উপরে ডানদিকে একটি সেভ আইকন আছে সেখানে ক্লিক করলেই লোগোটি ডাউনলোড হয়ে যাবে। আর অবশ্যই ওয়েবসাইট কে ক্রেডিট দিতে ভুলবেন না।
এই ওয়েবসাইট এ লোগো তৈরি করা অনেক সহজ। আপনি সেটা খুব সহজেই করতে পারবেন। তবুও আপনি যাতে ভালভাবে লোগো তৈরি করতে পারেন তাই নিচের ভিডিও টিউটোরিয়ালটি দেখতে পারেন। তাহলেই আশা করি আপনিও নিজের ইউটিউব চ্যানেল বা ওয়েবসাইট এর জন্য একটি ভাল লোগো তৈরি করতে পারবেন।
আশা করি আপনি কিভাবে একটি লোগো বানাতে হয় সেটি জেনে গেছেন।তাও যদি কোন সমস্যা হয় তাহলে অবশই টিউমেন্ট করে যানাবেন। আর আপনারা যদি এরকম আর টিউটোরিয়াল পেতে চান তাহলে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন।
সবার জন্য শুভকামনা
ফেসবুকএ আমি:Ashraf Akon
আমি আশরাফুল ফিরোজ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 77 টি টিউন ও 35 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 6 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
sundro video