কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভাল আছেন.
আজকে আমি আপনাদেরকে একটি সাইটের সাথে পরিচয় করিয়ে দিব সাইটটি হলো codegrape এটা গ্রাফিক্স রিভারের alternative সাইট আপনারা অনেকেই জানেন যে গ্রাফিক্সরিভার কতটা কঠিন কোন প্রোডাক্ট approved করানো, অনেকগুলি ডিজাইন করার পরেও যেমন ৫টা ডিজাইন করলেন কিনতু তার মধ্যে ৪টা হার্ড রিজেক্ট হইছে আর ১টা approved হইছে।
এত কষ্ট করার পর যদি রিজেক্ট হয় কেমন লাগে বলুনতো। তবে মন খারাপের কিছু নেই অনেক বড় বড় ডিজাইনারদের ও ডিজাইন রিজেক্ট হয় কারন অনেক ডিজাইন প্রায় সময় same হতেই পারে। এখন আপনার রিজেক্ট হওয়া ডিজাইনগুলি কি করবেন?
আগেই বলেছি গ্রাফিক্সরিভারের alternative হিসাবে Codegrape ব্যবহার করতে পারেন। তবে যারা Codegrape ব্যবহার করেন গ্রাফিক্সরিভারের alternative হিসাবে তারা অবশ্যই জানেন যে Codegrape এর ডিজাইন approved হয় অনেক খারাপ ডিজাইন ও approved কিন্তু সেল হয়না এখন কি করবেন?
সেল বাড়ানোর জন্য আপনাকে নিজের প্রোডাক্ট মার্কেটিং শিখতে হবে। তবে আমি কিছুদিন পর এটা শুরু করবো আপনাদের দেখাবো কিভাবে ফ্রি প্রোডাক্ট মার্কেটিং করে সেল বাড়ানো যায়। মার্কেটিং করলে আপনি Codegrape থেকেও ভাল একটি amount পেতে পারেন। আজ আমি দেখিয়েছি কিভাবে Codegrape এর author হবেন এবং বিস্তারিত। পরবর্তিতে নতুন কিছু নিয়ে হাজির হবো সবাই ভাল থাকবেন আল্লাহ হাফেজ।
আমি মোহাম্মদ রাসেল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 39 টি টিউন ও 14 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 6 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
i'm professional graphic designer,