গ্রাফিক্স ডিজাইনে ক্যারিয়ার গড়ুন [পর্ব-১৫] :: কিভাবে illustrator এ একটি লোগো ডিজাইন করবেন? এবং graphicriver এ Submit করবেন? শুধু লোগো বিক্রি করেই প্রতি মাসে ২০০থেকে ১০০০ডলার ইনকাম করা সম্ভব

গ্রাফিক্স ডিজাইনে ক্যারিয়ার গড়ুন

কেমন আছেন সবাই?

আবারো হাজির হলাম নতুন কিছু নিয়ে। আজকে আমি আপনাদের দেখাবে কিভাবে  illustrator এ একটি লোগো ডিজাইন করবেন, এবং graphicriver এ Submit করবেন।

আপনি যদি গ্রাফিক্সরিভারে কাজ করে থাকেন তাহলে অবশ্যই জানবেন যে গ্রাফিক্সরিভারে একটি লগো ২৯ডলার থেকে ‌৬০ডলার পর্যন্ত হয়ে থাকে আর একই লগো ১০০+ বিক্রি হয়। তাহলে ভাবুন একটি লোগো থেকে যদি ১বার সেলে average ১২ ডলার ইনকাম হয় তাহলে ১০০ X ১২ = ১২০০ডলার আসলে ভাবতে ভাল লাগে কিনতু নতুন লগো ডিজাইন করে  approved  করানো টা অনেকটা কঠিন।

যেই লোগো টি ডিজাইন করবেন সেইটি হতে হবে নিজের ডিজাইন কারো থেকে ডিজাইন কপি করা যাবেনা। আর illustrator এ ডিজাইন করতে হবে কারন এখন সবাই vector file এর লগো চাই এখন শুধু Photoshop  এ ডিজাইন করলে সেল কম হয়।

শুধু ভাল ডিজাইন করলেই গ্রাফিক্সরিভারে  approved   করানো যায় না কিছু নিয়ম মেনে ডিজাইন Submit করতে হয়। আজ আমি দেখিয়েছি কিভাবে একটি লগো ডিজাইন করে গ্রাফিক্স রিভারে আপলোড করবেন। আশা করছি আপনাদের অনেক কাজে আসবে।

সবাই ভাল থাকবেন আবারো নতুন কিছু নিয়ে হাজির হবো।

আল্লাহ হাফেজ।

Level 0

আমি মোহাম্মদ রাসেল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 39 টি টিউন ও 14 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 6 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

i'm professional graphic designer,


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Thanks Brother…Go on….