কেমন আছেন সবাই?
আবারো হাজির হোলাম নতুন কিছু নিয়ে। আমরা যারা নতুন গ্রাফিক্স ডিজাইনার তারা সব সময় একটা জিনিস ই ভাবি আমার করা ডিজাইন ই সবচেয়ে ভাল, আসলে নতুন থাকা অবস্থায় এটাই ফিল হবে বেশি কিনতু নতুন যারা গ্রাফিক্স ডিজাইনে এসেছেন তাদের উচিত অন্যের ডিজাইন দেখে হবুহু এই ডিজাইন তৈরি করা
এতে কি হবে?
হবুহু যদি বানাতে পারেন এভাবে প্রতিনিয়ত নতুন নতুন সমস্যাতে পড়বেন নতুন নতুন অনেক কিছু শিখতে পারবেন ডিজাইন টাইফোগ্রাফি অনেক কিছু।
আর বিশেষ করে আমি আজ দেখিয়েছি গ্রাফিক্সরিভারের জন্য কিভাবে একটি letterhead তৈরি করবেন। ডিজাইন তো নিজের কাছে যত সুন্দর করে করতে পারেন, আজকে আমি টেমপ্লেট মিলিমিটারে তৈরি করা শিখিয়েছি কিভাবে মিলিমিটারে সেফ লাইন ব্লিড এরিয়া নিবেন।
আর অনেক সময় ডিজাইন যদি ভাল লাগে বা কপি করতে চাই তখন কিছু mockups এ এমন ভাবে দেওয়া থাকে যা দেখে দেখে করতে সমস্যা হয়। এই জন্য ফটোশপ সিসি তে খুব সুন্দর একটি টুল আছে যেইটা দিয়ে আপনি খুব সহজে মকাপস থেকে ডিজাইন তুলে নিয়ে আসতে পারবেন।
আশা করছি টিউটোরিয়ালটি আপনাদের অনেক কাজে লাগবে।
সবাই ভাল থাকবেন আল্লাহ হাফেজ।
আমি মোহাম্মদ রাসেল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 12 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 39 টি টিউন ও 14 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 6 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
i'm professional graphic designer,
ভাই,আপনাকে অসংখ্য ধন্যবাদ।