গ্রাফিক্স ডিজাইনে ক্যারিয়ার গড়ুন [পর্ব-১৩] :: যেকোন JPEG থেকে PSD Mockups তৈরি করুন খুব সহজে এবং নিজের ডিজাইন Presentation আরো সুন্দর করে তুলুন

গ্রাফিক্স ডিজাইনে ক্যারিয়ার গড়ুন

কেমন আছেন সবাই?

আবারো হাজির হলাম নতুন কিছু নিয়ে। আজকে আমি যেই টিটোরিয়ালটি আপনাদের সাথে শেয়ার করেছি কিভাবে  যেকোন JPEG থেকে PSD Mockups তৈরি করবেন, আমি দেখিয়েছি Flyer mockup দিয়ে কিনতু ঠিক একই ভাবে সব কিছুর mockup তৈরি করে নিতে পারবেন খুব সহজে।

আপনারা যারা Print Design এর কাজ বেশি করেন বিশেষ করে ক্লায়েন্ট এর জন্য বা গ্রাফিক্স রিভারে তাদের জন্য mockup টা খুব গুরুত্বপূর্ন বিষয় কারন অনেক ভাল ডিজাইন করার পর যদি ভাল mockup এ না বসানো হয় তাহলে ডিজাইন টা ভাল দেখায় না ডিজাইন আরো সুন্দর করে ফুটিয়ৈ তোলার জন্য দরকার ভাল mockup।

তাই আমাদের মধ্যে এমন কোন ডিজাইনার নেই যে অনলাইনে mockup খুজে নাই। অনেক ঘাটতে ঘাটতে যখন ভাল কোন mockup পাওয়া যায়  Download করতে গেলে সেইটা পেইড দেখায় যা নতুনদের জন্য ডলার দিয়ে কিনে ব্যবহার করা সম্ভব না।

কিনতু আপনার কাছে যদি mockup টা ভাল JPEG ছবি থাকে তাহলে আপনি নিজেই তৈরি করে নিতে পারবেন সেই mockup টি। এবং এই নিয়ম ফলো করে আপনি নতুন নতুন ব্যাকগ্রাউন্ডে ও নতুন নতুন mockup তৈরি করে নিতে পারবেন।

আশা করি বুঝতে পেরেছেন। পরবর্তিতে আবারো নতুন কিছু নিয়ে আপনারে সামনে হাজির হবো। সবাই ভাল থাকবেন আল্লাহ হাফেজ।

Level 0

আমি মোহাম্মদ রাসেল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 12 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 39 টি টিউন ও 14 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 6 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

i'm professional graphic designer,


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস