কেমন আছেন সবাই?
আশা করছি সবাই ভাল আছেন আপনারা যারা আমার টিউনগুলি পড়েন বা আমার টিউটোরিয়াল দেখেন তারা যানেন যে আমি বিশেষ করে গ্রাফিক্স রিভার নিয়ে টিউটোরিয়াল করি। কিনতু আজকে আমি খুব ছোট একটি Trick শেয়ার করবো আপনাদের সাথে।
যারা ফটোশপে কাজ করেন সবাই কম বেশি যানেন কোন কাজ করার পর যদি পিছনে যেতে চাই তাহলে Undo দিয়ে বেশি হলে ১০/১৫ টা কাজ পিছনে যায় কিনতু আমার যদি দরকার হয় তারো আগে যাওয়ার কিনতু সেইটা আর হবেনা। অনেকের অনেক গুরুত্বপূর্ন কাজ থাকে যা করার পর মনে হয় আগের টা ভাল ছিল ব্যাকআপ ফাইল করে না রাখাই ঐটা পাওয়া যায়না বা আবার করতে সময় লাগে।
আপনি খুব সহজেই ফটোশপে Undo কমান্ড আনলিমিটেড করে নিতে পারবেন। যার ফলে আপনার ইচ্ছা মত পিছনে যেতে পারবেন। এটা গ্রাফিক্স ডিজাইনারদের জন্য খুব গুরুত্বপূর্ন বিষয়।
আশা করছি আপনাদের কাজে আসবে। এমন অনেক ছোট ছোট Trick আছে যার ফলে অনেক কঠিন কাজ খুব সহজে করা যায়।সবাই ভাল থাকবেন আল্লাহ হাফেজ।
আমি মোহাম্মদ রাসেল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 12 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 39 টি টিউন ও 14 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 6 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
i'm professional graphic designer,
kger video sundor