গ্রাফিক্স ডিজাইনে ক্যারিয়ার গড়ুন [পর্ব-১১] :: কিভাবে গ্রাফিক্সরিভারের জন্য একটি Corporate Flyer Ready করবেন? এবং খুব সহজে 4color variation, Preview Image, Thumbnail, Screenshots তৈরি করবেন?
গ্রাফিক্স ডিজাইনে ক্যারিয়ার গড়ুন [পর্ব-১১] :: কিভাবে গ্রাফিক্সরিভারের জন্য একটি Corporate Flyer Ready করবেন? এবং খুব সহজে 4color variation, Preview Image, Thumbnail, Screenshots তৈরি করবেন?
আমার চেইন টিউনের ৯পর্বে আমি দেখিয়েছিলাম কিভাবে একটি Corporate Flyer design করবেন ফটোশপ দিয়ে। সবার প্রধান সমস্যা থাকে সেফলাই ব্লিড এড়িয়া ঠিক মত না দেওয়া। আমি ১০ম পর্বে টিউটোরিয়াল শেয়ার করেছি ঐটা ছিল প্রথম পর্ব আজ ২য় পর্ব।
আজকে আমি দেখিয়েছি কিভাবে আপনার ডিজাইন করা flyer গ্রাফিক্সরিভারের সাবমিট করার জন্য উপযুক্ত করে তুলবেন। খুব সহজে 4color variation, Preview Image, Thumbnail, Screenshots তৈরি করবেন। এটা খুব সহজেই করা যায় বেশি সময় নষ্ট করার প্রয়োজন হয়না।
কারন গ্রাফিক্স রিভারে আপলোড দেয়ার জন্য শুধু ভাল ডিজাইন করলেই কাজ হবেনা। তাদের কিছু নিয়ম আছে যা মেনে আপনার ডিজাইন করতে হবে এবং Preview Image, Thumbnail, Screenshots তৈরি করতে হবে এবং সাথে information দিয়ে হবে যেইটা কোডিং এর মাধ্যেমে দিতে হয়।
আর সবসময় মনে রাখবেন আপনি ডিজাইনে যেই ফন্ট ব্যবহার করবেন সেইটা অবশ্যই ফ্রি ফন্ট হতে হবে। এবং ফন্ট এর ডাউনলোড লিংক অবশ্যই description এ দিয়ে দিবেন। মোটামুটি সব নিয়ম মেনে চললে এবং ভাল ডিজাইন করতে পারবে আপনার ডিজাইন অবশ্যই approved হবে।
তবে ১টি ডিজাইন করার পর Hard Reject হলে সাথে সাথে হতাসার মধ্যে পড়ে যাবেন না। প্রতিনিয়ত ডিজাইন তৈরি করুন দেখবেন এক সময় ভাল আইডিয়া হয়ে যাবে এবং বেশি Reject হবে না। সবাই ভাল থাকবেন, আবারো আপনাদের সামনে নতুন কিছু নিয়ে হাজির হব।
আমি মোহাম্মদ রাসেল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 12 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 39 টি টিউন ও 14 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 6 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।