গ্রাফিক্স ডিজাইনে ক্যারিয়ার গড়ুন [পর্ব-১০] :: অনলাইনে নিজের Life insurance করেছেন তো? যেই insurance আপনাকে দিবে লাইফ টাইম সাপোর্ট, এবং প্রতি মাসে দিবে ৫০ থেকে ৫০০+$
গ্রাফিক্স ডিজাইনে ক্যারিয়ার গড়ুন [পর্ব-১০] :: অনলাইনে নিজের Life insurance করেছেন তো? যেই insurance আপনাকে দিবে লাইফ টাইম সাপোর্ট, এবং প্রতি মাসে দিবে ৫০ থেকে ৫০০+$
আমি আগেই বলে নেই আপনি আমার টিউনের টাইটেল দেখে যদি আর্টিকেলটি পড়তে আসেন তাহলে শুধু শুধু সময় নষ্ট করাবো না আপনি যদি গ্রাফিক্স ডিজাইনার না হোন তাহলে আমার টিউনটি পড়ে আপনার মূল্যবান সময়টুকু নষ্ট হতে পারে।
আপনি যদি অনলাইনে বিশেষ করে গ্রাফিক্স ডিজাইনে ক্যারিয়ার গড়তে চান তাহলে কিছু জিনিস অবশ্যই আপনাকে মনে রাখতে হবে। এমন কোন জিনিসের পিছনে দৌড়াবেন না যেইটা থেকে আপনার ইনকাম অনিশ্চিত হতে পারে। যে আপনি কিছুদিন অসুস্থ থাকলে ইনকাম হবে না।
তাই বলে যে আমি এইসব মার্কেটপ্লেস থেকে দূরে থাকবে বলছি এটা ভাববেননা। এটাই ফ্রিল্যান্সাদের মূল কাজ বিড দিয়ে কাজ আনা। বিড না করলে বড় বড় প্রজেক্ট পাবেননা,যদিনা আপনার ভাল পোর্টফলিও সাইট বা পোর্টফলিও প্রোফাইল না থাকে।
তবে বিড দিয়ে কাজ পাওটা যে কতটা কঠিন যারা বিড দেই শুধু তারাই জানে। একটি জব post হওয়ার সাথে সাথে ৩০/৪০টা বিড পড়ে যায়. আপনার প্রোফাইলের ভাল রেটিং থাকলেও যে কাজটি পাবেন এমন কোন সম্ভবনা নাই যদি না কম রেট এ বিড করেন। কারন আপনার মত আরো ২০ জনের খুব ভাল রেটিংসহ প্রোফাইল আছে যারা আপনার মতই বিড দিয়ে বসে আছে। বুঝতেই পারছেন কতটা কঠিন।
আর এখন বর্তমানে নতুন ফ্রিল্যান্সারা না বুঝে শুধু প্রোফাইলের রেটিং রিভিউ পাওয়ার জন্য ২০০ডলারের কাজ ২০ এ করছে অনেকে তো ফ্রি ও করতে চাই বিনিময়ে শুধু ভাল রিভিউ চাই এটাই হলো বর্তমানে নতুনদের অবস্থা আসলে আমরা অনেকে কাজের মূল্য বুঝিনা। তো এমন কম্পিটিশনের যুগে যদি আপনি কোন কারনে ১মাস অনলাইনেই আসতে পারলেননা তাহলে আপনার কি ইনকাম হবে? আপনি কি কোন কাজ পাবেন?
কখনোই না, তাই আমি নতুনদের জন্য বলবো গ্রাফিক্স রিভার এর মত রিসেলেবেল মার্কেটপ্লেসে কাজ করার জন্য। এটা বলতে পারেন এক প্রকার life insurance। কিভাবে?
গ্রাফিক্সরিভার যেহেতু রিসেলেবেল মার্কেটপ্লেস এইখানে আপনার একটি ডিজাইন approve হলে এটা সারাজীবন আপনার প্রোফাইলে থেকে যাবে। যেই ডিজাইনটা কোন বায়ার এর পছন্দ হলে কিনে নিবে, এবং একটি ডিজাইন ১০০০ থেকে ১০,০০০বার পর্যন্ত ও সেল হতে পারে।
গ্রাফিক্সরিভারে এমন ও প্রোফাইল আছে যার প্রতিদিনের ইনকাম ১০০ডলার। সে কিন্তু কোন কাজ করছে না বা কোন বিড ও দিচ্ছেনা কষ্ট করে ডিজাইন তৈরি করছে এখন সেই ডিজাইনগুলি প্রতিনিয়ত সেল হচ্ছে আর আপনারা জানেন ৫০% প্রতি সেলে আপনি পাবেন তার মানে আপনার ডিজাইনের মূল্য যদি আপনি ১০ডলার দেন প্রতি সেলে ৫ ডলার করে পাবেন আপনি।
আর আপনার প্রোফাইলে যদি ১০০টা ডিজাইন থাকে সেই থেকে যদি প্রতি ১০ ও সেল হয় তাহলেও আপনার চোখ বন্ধ করে ৫০ডলার একাউন্টে চলে আসবে। অনেক ডিজাইন আছে যার রেট ৩০ডলার ও হয়ে থাকে। আপনি যদি এখন কোন কারনে অনলাইনে আসতে পারছেন না তাতেও কোন সমস্যা নেই ঠিক মতই আপনার ডিজাইন সেল হবে এবং ডলার আপনার একাউন্টে চলে আসবে।
তাহলে হলোনা এটা আপনার অনলইন life insurance যেটা আপনাকে ঠিক মতই টাকা দিয়ে যাচ্ছে। অনেকে প্রশ্ন থাকে আমার অনেক ডিজাইন আছে আমি কাজ করিনা ৩/৪ মাস কিন্তু সেল অনেক কমে গেছে! হ্যা এটা সত্যি কথা আপনি যদি প্রতিনিয়ত ডিজাইন approve করাতে পারেন তাহলে আপনার ডিজাইনটা ১ম পেজে থাকবে আর আমরা সবাই জানি ১ম পেজে থাকলে সেটা অবশ্যই সেল হয় এবং একটা ডিজাইন কিনতে যেয়ে তার প্রোফাইল থেকে অন্য ডিজাইন পছন্দ হলেও কিনে নেই যার করণে সেল হতেই থাকে সব সময়।
কিনতু কাজ না করলে ১ম পেজেও থাকেনা আর সেল হওয়া কমে যায়। এর সমাধান একটাই আপনার ডিজাইন করা পোডাক্টটির মার্কেটিং করতে হবে। কারন গ্রাফিক্সরিভারে এমন কিছু ডিজাইন আছে যেইগুলা approve হওয়ার সাথে সাথে ১০/২০টা সেল হয়ে যায়। এর সেই প্রোফাইলের প্রায় ডিজাইন ১০০থেকে ১০০০+সেল এর কারন তারা তাদের প্রোডাক্ট এর প্রচুর মার্কেটিং করেছে হতে পারে সেইটা পেইড মার্কেটিং বা ফ্রি মার্কেটিং করেছে যার জন্য এত সেল।
আপনাকেও বেসিক প্রোডাক্ট মার্কেটিং শিখতে হবে। এটা শিখতে বেশি কিছু জানার দরকার হয়না ইউটিউবে সার্চ দিলে অসংখ্য টিউটোরিয়াল পাবেন। তারপরও আপনি আপনাদের জন্য প্রোডাক্ট মার্কেটিং নিয়ে টিউন করবো যেইটার মাধ্যেমে বিস্তারিত বুঝতে পারবেন কিভাবে গ্রাফিক্সরিভারের প্রোডক্ট ফ্রি মার্কেটিং করবেন।
আর গ্রাফিক্সরিভারে কাজ করতে গেলে অনেক নিয়ম মেনে চলতে হয় শুধু মন মত ডিজাইন করলেই হয়না। কিভাবে ডিজাইন করবেন গ্রাফিক্সরিভারে আপলোড দিবেন বিস্তারিত যদি জানতে চান তাহলে আমার চেইনটিউনগুলি পড়ুন আশা করছি সব কিছু জানতে পারবেন। আর এরপরও যদি বুঝতে অসুবিধা হয় তাহলে টিউটোরিয়াল টি দেখে নিতে পারেন।
আমি মোহাম্মদ রাসেল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 12 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 39 টি টিউন ও 14 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 6 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ধন্যবাদ বড় ভাই.