আসসালামু আলাইকুম,
আল্লাহর অসীম রহমতে আজকে আবারও আমি নতুন একটি টিউন নিয়ে ফিরেছি। আশা করছি আপনাদের ভাল লাগবে। টেকটিউনস কে ধন্যবাদ আমাকে টিউন করার সুযোগ দেওয়ার জন্য। এটা আমার গ্রাফিক্স ডিজাইন বিষয়ক ছেচল্লিশ তম টিউন। গ্রাফিক্স ডিজাইন বিষয়ক একটি মানসম্মত ও পূর্ণাঙ্গ টিউটোরিয়াল করে যাচ্ছি ধারাবাহিক ভাবে, যেখানে থাকছে শক্তিশালী -
এখানে প্রত্যেকটা টিউটোরিয়াল ভিডিও আকারে করা। লিমিটেড ইন্টারনেটের সমস্যার কারনে কেউ যদি ভিডিও টিউটোরিয়াল দেখতে সমস্যা Feel করেন, তাহলে আমার ওয়েবসাইট থেকে টেক্সট টিউটোরিয়াল সংগ্রহ করতে পারেন।
কে না চায় একটি সফল ক্যারিয়ার গড়তে? আর কত জন পারে সফল ক্যারিয়ার পদার্পণ করতে? আসলে পথটা একটু বাকা। অনেক কষ্ট করতে হয়।
গ্রাফিক্স ডিজাইনের জন্য মানসম্মত এবং ভালো মানের টিউটোরিয়াল ফলো করে ৩ মাস সময় নিয়ে প্রতিনিয়ত প্র্যাকটিস করলে, আপনিও হয়ে যেতে পারেন একজন সফল গ্রাফিক্স ডিজাইনার। বাংলাদেশে একজন গ্রাফিক্স ডিজাইনারের বেতন মিনিমাম ৫০ হাজার। অন্যান্য উন্নত দেশে বা ইউএসএ তে একজন গ্রাফিক্স ডিজাইনারের মাসিক বেতন ৫০০০ ডলার থেকে ২০,০০০ ডলার। Anyways, চলুন শুরু করি আজকের লেসন।
আজকের টিউন: How to Create a Movie Poster in Photoshop
ভিডিওটি সরাসরি দেখতে এখানে ক্লিক করুন
ভালো লাগলে অবশ্যই লাইক, টিউমেন্ট, শেয়ার করবেন। প্রিয় টিউন্সে যুক্ত করবেন আশা করি। আমি যতটুকু জানি, ততটুকু শেয়ার করার চেষ্টা করবো ধাপে ধাপে। আগামী টিউটোরিয়াল দেখতে চোখ রাখুন টেকটিউনস ডট কম ডট বিডি তে। এই টিউন বিষয়ক যেকোনো সমস্যা / সাজেশন / পরামর্শ দিতে বা নিতে আমার সাথে যোগাযোগ করুন যে কোনো সময়।
আমি রেজাউল ইসলাম রেজা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 190 টি টিউন ও 45 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 15 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Tuner