গ্রাফিক্স ডিজাইনে ক্যারিয়ার গড়ুন [পর্ব-০১] :: আপনি কি গ্রাফিক্স ডিজাইনার? গ্রাফিক্স রিভারে এখনো কোন আইটেম এপ্রুভ করাতে পারেননি তাহলে এই টিউনটি আপনার জন্য গ্রাফিক্স ডিজাইনে ক্যারিয়ার গড়ুন [পর্ব-০২] :: Business Card এ কিভাবে Die Cut, Safe Line, Bleed দিয়ে একটি টেমপ্লেট তৈরি করবেন।টিউটোরিয়াল সহ গ্রাফিক্স ডিজাইনে ক্যারিয়ার গড়ুন [পর্ব-০৩] :: কিভাবে ফ্রি Fonts,Shape Icon, ব্যবহার করে একটি Corporate Business Card ডিজাইন করবেন Graphicriver এ Upload করার জন্য? টিউটোরিয়ালসহ গ্রাফিক্স ডিজাইনে ক্যারিয়ার গড়ুন [পর্ব-০৪] :: কিভাবে Business Card এর Mockups ফাইল,Preview Image Ready করবেন Graphicriver এ সাবমিট করার জন্য (টিউটোরিয়াল সহ)। সাথে থাকছে Information file গ্রাফিক্স ডিজাইনে ক্যারিয়ার গড়ুন [পর্ব-০৫] :: illustrator এ কিভাবে একটি Business Card Template তৈরি করবেন ব্লিড সেফলাইনসহ গ্রাফিক্সরিভার অথবা মার্কেটপ্লেস,কনটেস্ট এর জন্য (টিউটোরিয়াল সহ) গ্রাফিক্স ডিজাইনে ক্যারিয়ার গড়ুন [পর্ব-০৬] :: Illustrator এ খুব সহজে একটি Business Card ডিজাইন করবেন কিভাবে? এবং কিভাবে গ্রাফিক্স রিভারের জন্য উপযুক্ত করে তুলেবেন? (টিউটোরিয়াল সহ) গ্রাফিক্স ডিজাইনে ক্যারিয়ার গড়ুন [পর্ব-০৭] :: অন্যের তৈরি Mockups তো অনেক ডাউনলোড দিলেন! এখন ফটোশপ দিয়ে খুব সহজে নিজেই তৈরি করুন Business Card Mockup (টিউটোরিয়াল সহ) গ্রাফিক্স ডিজাইনে ক্যারিয়ার গড়ুন [পর্ব-০৮] :: ফটোশপ দিয়ে কিভাবে ছবিসহ Corporate Business Card ডিজাইন করবেন ! GraphicRiver এর জন্য? টিউটোরিয়ালসহ গ্রাফিক্স ডিজাইনে ক্যারিয়ার গড়ুন [পর্ব-০৯] :: ফটোশপে কিভাবে safelien, Bleed, Group Layer ব্যবহার করে একটি Corporate Flyer ডিজাইন করবেন গ্রাফিক্স রিভারের জন্য? টিউটোরিয়ালসহ গ্রাফিক্স ডিজাইনে ক্যারিয়ার গড়ুন [পর্ব-১০] :: অনলাইনে নিজের Life insurance করেছেন তো? যেই insurance আপনাকে দিবে লাইফ টাইম সাপোর্ট, এবং প্রতি মাসে দিবে ৫০ থেকে ৫০০+$ গ্রাফিক্স ডিজাইনে ক্যারিয়ার গড়ুন [পর্ব-১১] :: কিভাবে গ্রাফিক্সরিভারের জন্য একটি Corporate Flyer Ready করবেন? এবং খুব সহজে 4color variation, Preview Image, Thumbnail, Screenshots তৈরি করবেন? গ্রাফিক্স ডিজাইনে ক্যারিয়ার গড়ুন [পর্ব-১২] :: ফটোশপে বেশি Undo দিতে পারছেন না, ১০/১৫ বার Undo এর পরে আর পিছনে যাওয়া যাচ্ছেনা? তাহলে দেখুন কিভাবে Unlimited Undo করে নিবেন গ্রাফিক্স ডিজাইনে ক্যারিয়ার গড়ুন [পর্ব-১৩] :: যেকোন JPEG থেকে PSD Mockups তৈরি করুন খুব সহজে এবং নিজের ডিজাইন Presentation আরো সুন্দর করে তুলুন গ্রাফিক্স ডিজাইনে ক্যারিয়ার গড়ুন [পর্ব-১৪] :: ফটোশপে কিভাবে একটি Letterhead ডিজাইন করবেন গ্রাফিক্সরিভারের জন্য? আর কিভাবে যেকোন ডিজাইন খুব সহজে তৈরি করবেন? গ্রাফিক্স ডিজাইনে ক্যারিয়ার গড়ুন [পর্ব-১৫] :: কিভাবে illustrator এ একটি লোগো ডিজাইন করবেন? এবং graphicriver এ Submit করবেন? শুধু লোগো বিক্রি করেই প্রতি মাসে ২০০থেকে ১০০০ডলার ইনকাম করা সম্ভব গ্রাফিক্স ডিজাইনে ক্যারিয়ার গড়ুন [পর্ব-১৬] :: Codegrape থেকে ইনকাম করুন খুব সহজে, Graphicriver Alternatives হিসাবে গ্রাফিক্স ডিজাইনে ক্যারিয়ার গড়ুন [পর্ব-১৭] :: Codegrape এ কিভাবে Business Card আপলোড দিবেন, এবং কিছু বাড়তি টাকা আয় করবেন Codegrape থেকে গ্রাফিক্স ডিজাইনে ক্যারিয়ার গড়ুন [পর্ব-১৮] :: কিভাবে Graphicriver,ThemeForest এর Product সেল বাড়াবেন? গ্রাফিক্স প্রোডাক্ট মার্কেটিং গ্রাফিক্স ডিজাইনে ক্যারিয়ার গড়ুন [পর্ব-১৯] :: ফ্রি তৈরি করুন নিজের Product/Portfolio ওয়েবসাইট, Graphicriver/ThemeForest এর Product সেল বাড়ান (গ্রাফিক্স প্রোডাক্ট মার্কেটিং পর্ব-০২) গ্রাফিক্স ডিজাইনে ক্যারিয়ার গড়ুন [পর্ব-২০] :: Pinterest Marketing করে গ্রাফিক্সরিভার থিমফরেস্ট এর প্রোডাক্ট সেল বাড়ান (Pinterest Marketing A-Z) গ্রাফিক্স ডিজাইনে ক্যারিয়ার গড়ুন [পর্ব-২১] :: কিভাবে ফটোশপে Letterpress/Embuss Business Card তৈরি করবেন? মার্কেটপ্লেস এবং যারা 99design বা অনান্য কনটেস্ট মার্কেটপ্লেসে কাজ করেন তাদের জন্য গ্রাফিক্স ডিজাইনে ক্যারিয়ার গড়ুন [পর্ব-২২] :: নিজের তৈরি করা LOGO কিভাবে আপনার ক্লায়েন্টের সামনে উপস্থাপন করবেন? নিজেই তৈরি করুন Professional Logo Mockup গ্রাফিক্স ডিজাইনে ক্যারিয়ার গড়ুন [পর্ব-২৩] :: ইউটিউবের সেরা ১০ চ্যানেল যেখান থেকে শিখতে পারবেন অনেক কিছু। top 10 Photo manipulation চ্যানেল ফটোগ্রাফাররা অবশ্যই দেখুন গ্রাফিক্স ডিজাইনে ক্যারিয়ার গড়ুন [পর্ব-২৪] :: আপনার ক্লায়েন্ট বা কোন Contest Win হলে কিভাবে ফটোশপে Print Ready Files তৈরি করবেন? সহজেই Flyer print ready file এবং ব্লিড সেটিং তৈরি করুন গ্রাফিক্স ডিজাইনে ক্যারিয়ার গড়ুন [পর্ব-২৫] :: ফ্রিল্যান্সার থেকে ৫ দিনে কিভাবে আমি ১৬ হাজার টাকা ইনকাম করলাম! এবং ফ্রিল্যান্সারে কিভাবে সফল হবেন? আগে বিড দিবেন নাকি কনটেস্ট করবেন! গ্রাফিক্স ডিজাইনে ক্যারিয়ার গড়ুন [পর্ব-২৬] :: ফটোশপে খুব সহজে Animation তৈরি করুন ? টিউটোরিয়ালসহ গ্রাফিক্স ডিজাইনে ক্যারিয়ার গড়ুন [পর্ব-২৭] :: ফটোশপে কিভাবে Print Ready বিজনেস কার্ড ফাইল তৈরি করবেন ? 99 Design অথবা অন্যান্য মার্কেটপ্লেসের Win হওয়া Business Card এর ফাইল কিভাবে সাজাবেন? চলুন দেখে আসি গ্রাফিক্স ডিজাইনে ক্যারিয়ার গড়ুন [পর্ব-২৮] :: ইলাস্ট্রেটরে কিভাবে Print Ready বিজনেস কার্ড ফাইল তৈরি করবেন ? 99 Design অথবা অন্যান্য মার্কেটপ্লেসের Win হওয়া Business Card এর ফাইল কিভাবে সাজাবেন? গ্রাফিক্স ডিজাইনে ক্যারিয়ার গড়ুন [পর্ব-২৯] :: কিভাবে Plastic Business Card তৈরি করবেন? গ্রাফিক্স ডিজাইনে ক্যারিয়ার গড়ুন [পর্ব-৩০] :: চাকরি ছেড়ে ফ্রিল্যান্সিং এ আসার কথা ভাবছেন! অন্যের লভোনীয় টিউন দেখে ভুল সিদ্ধান্ত নিলে কি হতে পারে? গ্রাফিক্স ডিজাইনে ক্যারিয়ার গড়ুন [পর্ব-৩১] :: আউটসোর্সিং কাজে ইংরেজি শেখাটা কতটা গুরুত্বপূর্ণ?
কেমন আছেন সবাই?
আজকে আমি আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ন বিষয় নিয়ে আলোচনা করবো। ইতিমধ্যে জেনে গেছেন আজকে Flyer ডিজাইন নিয়ে আলোচনা করবো।
যারা গ্রাফিক্স রিভারে নতুন বা বিভিন্ন মার্কেটপ্লেস এ কাজ করেন তারা প্রথমেই শুধু বিজনেস কার্ড ডিজাইন নিয়ে বেশি পড়ে থাকে কারন অনেকের মাথায় মাপটা সঠিক মাথায় ঢুকেনা।
মার্কেটপ্লেস হলে তেমন সমস্যা নেই ক্লাইন্ট যা বলবে ঐভাবে ডিজাইন করলেই চলে ব্লিড সেফলাইন দিয়ে তারপর পিডিএফ ফাইল দিলেই হয় বা সাথে মেইন ফাইল। কিন্তু গ্রাফিক্সরিভারে যারা কাজ করেন তারাই বুঝনে Flyer সাবমিট করা কতটো ঝামেলা বা অনেক নিয়ম মেনে তারপর ডিজাইন করতে হয়।
অনেকের ডিজাইন ভাল কিন্তু ব্লিড লাইন এবং সঠিক মাপটা না দেওয়ার কারনে হার্ড রিজেক্ট করে। আবার অনেকে Flyer এর সাথে ইমেজ ব্যবহার করে এটা আসলে ভুল ইমেজ ব্যবহার করা যাবেনা। যে বায়ার আপনার ডিজা ইন কিনবে তাদের নিজেদের ছবিই তারা ব্যবহার করবে।
এবং Flyer ডিজাইন এর পূর্বে নেটে একটু ঘেটে দেখবেন বা গ্রাফিক্স রিভারে কোন ধরনের Flyer বেশি চলে বা বেশি সেল হয়। সব সময়ের জন্য ট্রেন্ডিং Corporate flyer এটা সব সময় সেল হয়। তাছাড়া বাইরের দেশে বড় দিন যেমন Charismas, Halloween, Happy New Year, ইত্যাদি দিনের আগে যদি ঐ রিলেটেড ডিজাইন এপ্রুভ করাতে পারেন তাহলে সেল প্রচুর হয়।
তাছাড়া রিয়েল এস্টেট Flyer জিম ফিটনেস, স্পা, বিউটি, ফাসন ইত্যাদি ডিজাইন ও বেশি সেল হয়। আশা করছি টিউটোরিয়ালটি নতুনদের অনেক কাজে আসবে। সবাই ভাল থাকবেন। পরবর্তিতে নতুন কিছু আপনাদের উপহার দেয়ার চেষ্টা করবো।
আল্লাহ হাফেজ।
VIDEO