গ্রাফিক্স ডিজাইনে ক্যারিয়ার গড়ুন [পর্ব-০৯] :: ফটোশপে কিভাবে safelien, Bleed, Group Layer ব্যবহার করে একটি Corporate Flyer ডিজাইন করবেন গ্রাফিক্স রিভারের জন্য? টিউটোরিয়ালসহ

গ্রাফিক্স ডিজাইনে ক্যারিয়ার গড়ুন

corporate flyer design

কেমন আছেন সবাই?

আজকে আমি আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ন বিষয় নিয়ে আলোচনা করবো। ইতিমধ্যে জেনে গেছেন আজকে Flyer ডিজাইন নিয়ে আলোচনা করবো।

যারা গ্রাফিক্স রিভারে নতুন বা বিভিন্ন মার্কেটপ্লেস এ কাজ করেন তারা প্রথমেই শুধু বিজনেস কার্ড ডিজাইন নিয়ে বেশি পড়ে থাকে কারন অনেকের মাথায় মাপটা সঠিক মাথায় ঢুকেনা।

মার্কেটপ্লেস হলে তেমন সমস্যা নেই ক্লাইন্ট যা বলবে ঐভাবে ডিজাইন করলেই চলে ব্লিড সেফলাইন দিয়ে তারপর পিডিএফ ফাইল দিলেই হয় বা সাথে মেইন ফাইল। কিন্তু গ্রাফিক্সরিভারে যারা কাজ করেন তারাই বুঝনে Flyer সাবমিট করা কতটো ঝামেলা বা অনেক নিয়ম মেনে তারপর ডিজাইন করতে হয়।

অনেকের ডিজাইন ভাল কিন্তু ব্লিড লাইন এবং সঠিক মাপটা না দেওয়ার কারনে হার্ড রিজেক্ট করে। আবার অনেকে Flyer এর সাথে ইমেজ ব্যবহার করে এটা আসলে ভুল ইমেজ ব্যবহার করা যাবেনা। যে বায়ার আপনার ডিজা ইন কিনবে তাদের নিজেদের ছবিই তারা ব্যবহার করবে।

এবং Flyer ডিজাইন এর পূর্বে নেটে একটু ঘেটে দেখবেন বা গ্রাফিক্স রিভারে কোন ধরনের Flyer বেশি চলে বা বেশি সেল হয়। সব সময়ের জন্য ট্রেন্ডিং Corporate flyer এটা সব সময় সেল হয়। তাছাড়া বাইরের দেশে বড় দিন যেমন Charismas, Halloween, Happy New Year, ইত্যাদি দিনের আগে যদি ঐ রিলেটেড ডিজাইন  এপ্রুভ করাতে পারেন তাহলে সেল প্রচুর হয়।

তাছাড়া রিয়েল এস্টেট Flyer জিম ফিটনেস, স্পা, বিউটি, ফাসন ইত্যাদি ডিজাইন ও বেশি সেল হয়। আশা করছি টিউটোরিয়ালটি নতুনদের অনেক কাজে আসবে। সবাই ভাল থাকবেন। পরবর্তিতে নতুন কিছু আপনাদের উপহার দেয়ার চেষ্টা করবো।

আল্লাহ হাফেজ।

Level 0

আমি মোহাম্মদ রাসেল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 12 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 39 টি টিউন ও 14 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 6 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

i'm professional graphic designer,


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস