কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আজকে আমি একটি বিষয় এর উপর টিউটোরিয়াল করেছি এবং এইখানে বিস্তারিত বুঝিয়ে বলবো।
আমার টিউনের বিষয় ইতিমধ্যে জেনে গেছেন আমার টিউনের টাইটেল দেখে হা. আজকে আমি দেখিয়েছি কিভাবে আপনি একটি ছবিসহ Corporate Business Card ডিজাইন করবেন।
যারা গ্রাফিক্স রিভারে কাজ করেন তাদের জন্য এই টিউনটি খুবই গুরুত্বপূর্ন কারন আপনারা প্রায় সময় দেখেন গ্রাফিক্স রিভারে ছবিসহ ছবিসহ Business Card এপ্রুভ আছে। আপনি যদি সঠিক নিয়ম না জানেন তাহলে কখনোই আপনার ছবিসহ Corporate Business Cardটি এপ্রুভ হবেনা।
আমি প্রথমে ৫/৬টা ডিজাইন জমা দিয়েছিলাম কিন্তু রিজেক্ট খেয়ে খেয়ে আমি শিখেছি কিভাবে সব কিছু সাজাতে হবে। তাই যারা নতুন এখনো বুঝে উঠতে পারেননা কিভাবে ছবিসহ Corporate Business Card ডিজাইন করবেন শুধু মাত্র তাদের জন্য আমার এই টিউন।
আপনারা অনেকেই গ্রাফিক্সরিভারে ছবিসহ Corporate Business Card আপলোড দেন ভিতরে ছবি রেখে আসলে ্এটা ভুল কারণ আপনার ছবি তারা ব্যবহার করবেনা মানে যে কিনবে। তাই psd file এর সাথে কখনোই ছবি দেওয়া যাবেনা স্মার্ট অবজেক্ট হিসাবে দিতে হবে।
কিভাবে দিবেন সব বিস্তারিত লিখে বলা সম্ভব নয়। তাই টিউটোরিয়াল করা, আশা করছি আপনাদের কাজে আসবে। সবাই ভাল থাকবেন, সামনে নতুন কিছু নিয়ে আবারো আপনাদের সামনে হাজির হবো। আল্লাহ হাফেজ
আমি মোহাম্মদ রাসেল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 39 টি টিউন ও 14 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 6 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
i'm professional graphic designer,
Thanks.