কেমন আছেন সবাই?
যেকোন প্রিন্ট ডিজাইনের কাজ করতে Illustrator একটি দারুন একটি সফটওয়্যার। তবে প্রধান কথা এটিই আপনার যদি ভাল ডিজাইন আইডিয়া না থাকে আপনি দুনিয়ার যত ভাল সফট্ওয়্যার দিয়েই কাজ করেন না কেন আপনি কখনোই ভাল ডিজাইন করতে পারবেননা।
আজ আমি দেখিয়েছি কিভাবে Illustrator এ খুব সহজে একটি Business Card ডিজাইন করবেন, এবং গ্রাফিক্স রিভারে যারা কাজ করেন তাদের অনেকেই শুধু Photoshop psd file আপলোড দেন Illustrator এর ফাইল দেন না কারন বুঝেন না কিভাবে লোগো qrcode এর জন্য জাইগা রাখবেন, এটা তো ফটোশপ না যে Smart object করলেই হবে।
সবাই এক নিয়ম ফলো করেনা এক এক জন এক এক ভাবে করে।
আর আপনি জানেন Photoshop psd file + Illustrator file এক সাথে দিলে এপ্রুভ আইটেমের সেল অনেক বেড়ে যায়।
এবং আপনি খুব সহজে একটি বিজনেস কার্ড তৈরি করতে পারবেন। এবং সব সময় চেষ্টা করবেন লোগো থেকে কালার পিক করে ডিজাইন করতে। এটা ডিজাইনের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ন
আশা করছি আপনাদের কাজে লাগবে।
আমি মোহাম্মদ রাসেল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 39 টি টিউন ও 14 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 6 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
i'm professional graphic designer,