কেমন আছেন সবাই?
আমরা অনেকেই illustrator এর কাজ পারিনা বা Photoshop দিয়ে কাজ করতে করতে অভ্যাস হয়ে গেছে যার কারনে illustrator এ কাজ করতেও ভয় লাগে।
আসলে illustrator খুব ই সহজ এবং প্রিন্ট ডিজাইন এর জন্য খুব ভাল একটি ডিজাইন সফট্ওয়্যার। যারা কাজ করে একমাত্র তারাই বুঝে।
যাইহোক অনেকে গ্রাফিক্সরিভারে কাজ করেন শুধু Photoshop দিয়ে business card তৈরি করেন illustrator এ সেফ লাইন এবং ব্লিড দিয়ে কিভাবে তৈরি করবে এটা জানেনা তাই শুধু Photoshop দিয়েই কাজ চালিয়ে দেন।
কিন্তু আপনি যদি Photoshop psd file এর সাথে illustrator eps,ai file দেন আপনার সেল অনেক বেড়ে যাবে বাড়তি ফাইল দেওয়ার কারনে।
তাছাড়া ্আপনি যদি মার্কেটপ্লেস অথবা কনটেস্ট এ কাজ করেন আপনার ক্লায়েন্ট এর জন্য illustrator দিয়ে করে দিতে হয় অনেক ক্লায়েন্ট বলে illustrator ফাইল করে দিতে আবার অনেকে বলে ফটোশপে করে দিতে মেইন ফাইল ফটোশফ পিএসডি হবে এবং পিডিএফ, তাই আপনাকে সব প্রকার নিয়ম ই জেনে রাখতে হবে।
আজ আমি দেখিয়েছি কিভাবে illustrator একটি business card টেমপ্লেট তৈরি করবেন।আশা করছি সবার উপকারে আসবে। ধন্যবাদ
আমি মোহাম্মদ রাসেল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 12 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 39 টি টিউন ও 14 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 6 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
i'm professional graphic designer,
boss পরের টেকনিক টা ভাল লাগলো।কিন্তু ১ আরটবোর্ডে ১/২ সাইড সেভ করার সময় কি ২টা একসাথে সেভ হবে নাকি আলাদা আলাদা সামনে/ পিছন সেভ হবে,দয়া করে জানাবেন কি