ডিজাইন থিওরি [পর্ব-০২] :: লাইন, সব থেকে বেসিক ভিসুয়াল এলিমেন্ট

পূর্বের টিউনে আমি গ্রাফিক্স ডিজাইন কি সেটি নিয়ে বিস্তারিত আলোচনা করে ছিলাম। যারা সেটি পড়েননি এখনই থেকে পড়ে নিতে পারেন।

ভিডিওটিতে লেখনিটির ভিজুয়াল রিপ্রেজেন্টেসন দেয়া হয়েছে। আপনি ভিজুয়াল লার্নার হয়ে থাকলে সরাসরি ভিডিওটি প্লে করতে পারেন অথবা নিচের আর্টিকেলটি পড়তে পারেন।

গ্রাফিক্স এর ভিজুয়াল এলিমেন্টের সর্ব প্রথমে যেটি ছিল সেটি হল Line. আজ আমরা কথা বলব লাইন নিয়ে।

সর্ব প্রথম ও সব থেকে বেসিক ডিজাইন এলিমেন্ট হল লাইন। গ্রাফিক্স ডিজাইনে লাইন বলতে আমরা যেকোন দুটি পয়েন্টের সংযোগস্থলকে বুঝি। Photography, Drawing বা গ্রাফিক্স ডিজাইন যা ই বলি না কেন সকল ক্ষেত্রে লাইন অত্যান্ত গুরুতপূর্ণ ভুমিকা পালন করে এটিকে কোন ভাবেই আমাদের Underestimate করা উচিৎ নয়।

লাইন দেখতে অতি সাধারন হলেও এটি অত্যান্ত versatile এবং এটিকে গ্রাফিক্সের গুরুতর এলিমেন্ট হিসেবে বিবেচনা করা হয়। লাইন Straight, Curved, Thick, Thin, Solid বা Dashed হতে পারে। কোন Composition কে কাঠাম দিতে লাইন ব্যাবহৃত হতে পারে, কোন Information কে Framing করতে বা আলাদা করতে লাইন ব্যাবহৃত হতে পারে। লাইনের সুচিন্তিত ব্যবহার কোন Composition এ নিয়ে আসতে পারে পরিছন্নতা, সুন্দরর্য এবং একই সাথে Composition এর কোন নির্দিষ্ট Point-এ দৃষ্টি আকর্ষণ করাতে লাইনের ভুমিকা অনন্য। Decorate করতে, অঙ্কন করতে এবং Infographic এ বিভিন্ন ইনফর্মেশন রিপ্রেজেন্ট করতে লাইন ব্যবহার করা হয়। আমরা যদি সংবাদপত্র বা Magazine এর কথা চিন্তা করি সেখানে দেখব সব থেকে কমন ভিজুয়াল এলিমেন্ট হল লাইন কেননা কোন Information কে কাঠাম দিতে লাইন খুব ভাল কাজ করে।

এখানে কিছু সাধারন অনুভূমিক বা horizontal লাইন দেখান হল,

প্রথমেই দেখছি ভিন্ন সাইজের Stroke সম্বলিত কয়েকটি লাইন এবং পরবর্তীতে রয়েছে গানুগতিক ধারার থেকে বিকল্প ধর্মী কিছু লাইন। Single stroke ছাড়াও লাইন হতে পারে যা এ উদাহরণ থেকে স্পষ্ট। লাইন অনেকগুল আলাদা stroke নিয়ে এমনকি Dot-এর সমন্বয় ও গঠিত হতে পারে।

কিছু উদাহরণ দেখলে আমরা বুঝতে পারব লাইন বিভিন্ন ডিজাইনে লাইন আসলে কিভাবে ব্যবহার করা হয়।

১)Infographic-এ লাইনের ব্যবহার:

এটি লাইন দ্বারা গঠিত আকটি সাধারন Tree Diagram. এখানে infographic তৈরিতে লাইন অত্যান্ত গুরুতপূর্ন ভূমিকা পালন করেছে। এখানে পুরো প্রক্রিয়া বুঝাতে কিছু পয়েন্ট তুলে ধরা হয়েছে আর সেই পয়েন্ট গুলো লাইনের মাধ্যমে Illustrate করা হয়েছে।

২) devide করতে লাইনের ব্যবহার

দ্বিতীয় উদাহরণটি একটি Typography example, যেখানে দেখতে পাব শব্দগুলো ভাগ করতে এবং কিছু নির্দিষ্ট শব্দকে গুরুত্ব দিতে লাইনের ব্যবহার করা হয়েছে।

৩) বর্ডার দিতে লাইনের ব্যবহার:

পরবর্তী উদাহরণটি তে দেখতে পাব বর্ডার দিতে দুই ধরনের লাইন ব্যবহার করা হয়েছে। অপেক্ষাকিত মোটা লাইনটি ব্যবহার করা হয়েছে পুরো ছবিটির বর্ডার দিতে এবং চিকন লাইনটি ব্যবহার করা হয়েছে লেখনির বর্ডার দিতে। একই সাথে দ্বিতীয় বর্ডারটি একটি Creative way-তে লেখনিতে যে Information রয়েছে সেটি উপস্থাপন করতে এবং দৃষ্টি একটি নির্দিষ্ট পয়েন্টে নিতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে।

৪) Structure বা কাঠাম দিতে লাইনের ব্যবহার:

ডিজাইনটিতে দেখতে পাব একটি Composition কে Structure বা কাঠাম দিতে লাইনের ব্যবহার করা হয়েছে। পুর ডিজাইনটি কে Decorate করতে এখানে লাইনের ব্যবহার অনন্য।

৫) Typography-তে লাইনের ব্যবহার:

এর পরের example টিতে দেখব Typography-তে লাইনের ব্যবহার। প্রথম উদাহরণটিতে একটি শব্দকে এবং দ্বিতীয় উদাহরণটিতে একটি সংখ্যাকে উপস্থাপন করতে লাইনের ব্যবহার করা হয়েছে। একটি সাধারন সোজা লাইনের গতিপথকে Manipulate করে Smile শব্দটি লেখা হয়েছে এবং পরবর্তীতে পুনরায় লাইনটিকে সাধারন গতিপথে ফিরিয়ে নেয়া হয়েছে। ইচ্ছা করলে আমরা শব্দটির উপর নিচে শব্দ যোগ করতে পারব। সে ক্ষেত্রে লাইনটি একই সাথে typography এবং শব্দ পৃথক করেতে ব্যাবহৃত হবে। এবার নাম্বারটিতে কালো এবং সাদা রঙ্গের কয়েকটি লাইন পাশাপাশি ব্যবহার করা হয়েছে নম্বরটি উপস্থাপন করতে।

৬) ইলাস্ট্রেশনে লাইনের বাভারঃ

পরবর্তী ডিজাইনটি হল একটি লোগো। লক্ষ্য করলে দেখতে পাবেন বাস্তব কিছু জিনিসকে উপস্থাপন করতে এখানে লাইন ব্যবহার করা হয়েছে। লোগোটির মূল উপাদান হোলো সূর্য, পাহাড়, মেঘ। এখানে Straight লাইন দ্বারা মেঘ, angular লাইন দ্বারা পাহাড় এবং সূর্য ও মূল framing-এর জন্য circular line ব্যবহার করা হয়েছে।

৭) কম্পোজিশনে লাইনের ব্যবহারঃ

এটি সাধারন একটি সংবাদপত্রের উদাহরণ যেখানে information divide বা পৃথক করতে লাইনের ব্যবহার খুব বেশী হয়। উল্লেখ্য সংবাদপত্র কিছুটা complex হতে পারে কেননা এখানে একই সাথে অনেকগুলো information কে তুলে ধরা হয়। এই কারনে information গুলোকে divide করতে লাইনের কোন বিকল্প নেই। উদাহরণটিতে প্রথমেই তাপমাত্রা, হেড লাইন, এবং তারিখকে একটি সমান্তরাল Surface এ বসান হয়েছে যেটি মূলত একটি কাল্পনিক লাইন। পরবর্তীতে একটি প্রধান সংবাদকে পৃথক করতে দুটি Horizontal লাইন ব্যবহার করা হয়েছে। মূল সংবাদের মাঝে একটি Doted Vertical লাইন দ্বারা দুটি Paragraph কে আলাদা করা হয়েছে। লাইন সব সময়যে solid stroke হবে সে রকম নয়। দুটি Color এর Contrast বা Shade এর মাধ্যমে লাইন তৈরি হতে পারে, দুটি লেখনি বা Illustration এর মাঝে Gap এর মাধ্যমে লাইন তৈরি হতে পারে। উদাহরণটির একটু নিছে নামলে ই দেখতে পাব Spacing এর মাধ্যমে সৃষ্ট লাইন কয়েকটি Paragraph-কে আলাদা করেছে। ঠিক এর পরেই Vertical ও Horizontal লাইনের মাধ্যমে একই সাথে decorate ও Information গুলোকে আলাদা করা হয়েছে। সব শেষে লাইনের মাধ্যমে সৃষ্ট ফ্রেমে একটি Advertisement Composition করা হয়েছে।

৮) ডেকরেশনে লাইনের ব্যবহারঃ 

সর্ব শেষের উদাহরণটিতে দেখব ডেকরেশনের জন্য লাইনের ব্যবহার। অনেকগুলো লাইনের সমন্বয়ে ডিজাইনটিতে একটি Texture তৈরি হয়েছে যেটি আসলে ডিজাইনটির Decoration-এ ভুমিকা রেখেছে।

একটি ডিজাইনে লাইন বিভিন্নভাবে বাবহৃত হতে পারে। এগুলো ছিল অল্প কিছু উদাহরণ মাত্র। সুতরাং একজন গ্রাফিক্স ডিজাইনার হিসেবে অবশ্যই লক্ষ্য রাখবেন ডিজাইন element হিসেবে লাইন কত বড় ভূমিকা পালন করে। ডিজাইনে আপনার সুচিন্তিত লাইনের ব্যবহার করে তুলতে পারে আপনার ডিজাইনটিকে অনন্য।

এটি ছিল গ্রাফিক্স ডিজাইনের প্রথম Visual Element. আশা করি  টিউনটি আপনাদের ভাল লেগেছে। 

আমার সাথে সংযুক্ত থাকতে পারেন Facebook-এ JP Stream পেইজের মাধ্যমে।
পরবর্তী প্রধান Visual Element হোল Color. এর পরের টিউনে আমি Color সম্পর্কে আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভাল থাকবেন।

Save

Level 2

আমি জেমস্ প্রিন্স। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 46 টি টিউন ও 49 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

প্রিয় টিউনার,

আপনার টিউন গুলো খুবই মান সম্মত আর বৈশিষ্ট্য সম্পন্ন হচ্ছে। আপনার টিউন গুলো টেকটিউনসের চেইন টিউন হিসেবে অন্তর্ভুক্ত করার জন্য নির্বাচিত হয়েছে।

সকল টিউন টেকটিউনস চেইন টিউন হিসেবে অন্তর্ভুক্ত হয় না:
টেকটিউনস চেইন টিউন হবার শর্তগুলো হলো:

১. চেইন টিউন হতে হবে সম্পূর্ণ রূপে মৌলিক, নন-অ্যাফিলিয়্যাট, নন-রেফারাল, নন-ড্রাইভাট, নন-রিডাইরেক্ট, নন-এডভার্টাইজিং, নন-প্রমোশনাল ও নন-কমার্শিয়াল। চেইন টিউন হতে হবে শিক্ষামূলক, গঠন মূলক ও নলেজ শেয়ারিং এর উদ্দ্যেশে।
২. চেইন টিউনের যে কোন পর্বে কোন প্রকার সেলফ-প্রমোশনাল ম্যাটেরিয়াল থাকতে পারবে না।
৩. চেইন টিউনের প্রতিটি পর্ব সম্পূর্ণ রূপে টেকটিউনস নীতিমালা মোতাবেক হতে হবে।
৪. চেইন টিউনের কোন পর্বই টেকটিউনস নীতিমালা ভঙ্গ করতে পারবে না। চেইন টিউনের কোন একটি পর্ব টেকটিউনস নীতিমালা ভঙ্গ করলে পুরো চেইন টিউন বাতিল ও স্থগিত হবে।
৫. চেইন টিউনের সকল বিষয় বস্তু টিউনে অবস্থান করতে হবে। টিউনে আংশিক বা কিছু অংশ লিখে ইউটিউব ভিডিও বা অন্য কোন ভিডিও দেখতে, অন্য কোন লিংকে বা অন্য কোন সাইটে বিস্তারিত দেখতে এধরনের টিউন চেইন টিউনের জন্য বিবেচ্য হবে না এবং টেকটিউনস নীতিমালা ভঙ্গের জন্য টিউন, চেইন টিউন ও টিউনারশীপ সাথে সাথে বাতিল হবে।
৬. চেইন টিউনে ভিডিও ব্যবহার করলে টিউনে ভিডিও অবশ্যই ‘ভিডিও এম্বেড’ অবস্থায় থাকতে হবে।
৭. চেইন টিউনে ভিডিও ব্যহার করা হলে সেই সাথে ভিডিও ম্যটেরিয়াল হতে হবে সম্পূর্ণ মৌলিক নন-অ্যাফিলিয়্যাট, নন-রেফারাল, নন-ড্রাইভাট, নন-রিডাইরেক্ট, নন-এডভার্টাইজিং, নন-প্রমোশনাল ও নন-কমার্শিয়াল। ভিডিও হতে হবে শিক্ষামূলক, গঠন মূলক ও নলেজ শেয়ারি এর উদ্দ্যেশে। ভিডিওতে কোন রকম ভাবে সেলফ-প্রমোশনাল ম্যাটেরিয়াল থাকতে পারবে না।
৮. চেইন টিউনে কোন ভিডিও ‘ভিডিও এম্বেড’ অবস্থায় না থেকে টিউনে মধ্যে লিংক হিসেবে ভিডিও লিংক দেওয়া যাবে না অবশ্যই ‘ভিডিও এম্বেড’ অবস্থায় থাকতে হবে।
৯. ভিডিও টিউন করে টিউনে মধ্যে সাব্সক্রাইব করার জন্য লিংক দেওয়া যাবে না।
১০. সৌজন্যমূলক ভাবে ভিডিও শেষে নিজের বা প্রতিষ্ঠানের নাম, চ্যানেল লিংক ইত্যাদি দেওয়া যাবে।
১১. চেইন টিউনে টিউজিটর রিডাইরেক্টরের উদ্দেশ্যে অপ্রাসঙ্গিক ভাবে নিজের সাইটের বা যে কোন লিংক, ইনলাইন লিংক করা এবং বারবার নিজের সাইটের লিংক ব্যবহার করে টিউজিটর ড্রাইভাট করলে তা চেইন টিউনের জন্য বিবেচ্য হবে না এবং টেকটিউনস নীতিমালা ভঙ্গের জন্য টিউন, চেইন টিউন ও টিউনারশীপ সাথে সাথে বাতিল হবে।
১২. চেইন টিউনের সূচনায়, মাঝে ও শেষে কোন প্রকার প্রমোশনাল গ্রাফিক্স/ ব্যানার বা লিংক অবস্থান করতে পারবে না। তবে চেইন টিউনের সাথে সামঞ্জস্য আকর্ষণীয় গ্রাফিক্স অব্যশই যোগ করা যাবে এবং তা টেকটিউনস চেইন টিউন হিসেবে অন্তর্ভুক্ত হবার যোগ্যতা আরও বাড়িয়ে দিবে।
১৩. চেইন টিউনের প্রতিটি পর্ব অবশ্যই নুন্যতম ৮০০ শব্দ ও তার চেয়ে বেশি শব্দের হতে হবে। ৮০০ শব্দের কম শব্দের কোন চেইন টিউনের পর্ব চেইনে অন্তর্ভুক্ত হবে না।
১৪. চেইন টিউন যদি ভিডিও ব্যবহার করা হয় বা ‘ভিডিও চেইন টিউন’ হয় তবে চেইনের প্রতি পর্ব অবশ্যই নুন্যতম ১৫০ শব্দ ও তার চেয়ে বেশি শব্দের হতে হবে এবং ১৫০ শব্দ না লিখে ১৫০ শব্দ পূরণের উদ্দেশ্যে একই লাইন বা একই শব্দ বারবার কপি করে টিউনে দিলে বা অপ্রাসঙ্গিক কথা, লেখা বা অন্য কোন সোর্স থেকে কপিপেস্ট করে দিয়ে ১৫০ শব্দ পূরণের চেষ্টা করলে তা চেইন টিউনের জন্য বিবেচ্য হবে না এবং টেকটিউনস নীতিমালা ভঙ্গের জন্য টিউন, চেইন টিউন ও টিউনারশীপ সাথে সাথে বাতিল হবে।
১৫. চেইন টিউনের প্রতিটি পর্বে টেকটিউনস টিউন ফরমেট গাইডলাইন ও স্ট্যান্ডার্ড অনুযায়ী Highly Formatted হতে হবে। অর্থাৎ সঠিক ভাবে হেডিং, বুলেট, কোড হাইলাইটার, প্যারা এর ব্যবহার করে Highly Formatted টিউন হতে হবে।
১৬. চেইন টিউনে নিজের সাইট বা কোন লিংক টিউডারের কাছে আকৃষ্ট করার জন্য কোন লিংকে হেডিং (h1,h2,h3) বা বড় টেক্সট করলে সে টিউন চেইন টিউনের জন্য বিবেচ্য হবে না এবং টেকটিউনস নীতিমালা ভঙ্গের জন্য টিউন, চেইন টিউন ও টিউনারশীপ সাথেসাথে বাতিল হবে। নিজের সাইটের লিংক দেবার জন্য টিউনের নিচে ব্লককোট করে “সৌজন্যে:” লিখে সাইটের লিংক দিতে হবে ঠিক এই টিউনটির মত https://www.techtunes.io/internet/tune-id/188009 যেখানে টিউডার ও টিউজিটরদের কোন প্রকার অযাচিত আকৃষ্ট না করে টিউনের শেষে; নিচে ব্লককোট করে “সৌজনে:” লিখে লিংক দেয়া হয়েছে। এতে টিউনের টিউডার ও টিউজিটরা টিউনারের প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস স্থাপন করবে।
১৭. চেইন টিউনের টেক্সট এ ভিন্ন ভিন্ন ধরনের ‘টেক্সট কালার’ এবং কোন ধরনের ‘টেক্সট ব্যাকগ্রাউন্ড কালার’ ব্যবহার করা যাবে না যাতে ‘টিউডার’ ও টিউজিটর’ -রা টিউন পড়তে বিরক্তি বোধ করে এবং চেইন টিউনে এধরনের ‘টেক্সট কালার’ ও ‘টেক্সট ব্যাকগ্রাউন্ড কালার’ থাকলে তা চেইন টিউন হিসেবে অন্তর্ভুক্ত হবে না।
১৮. চেইন টিউনে অবশ্যই পার্যপ্ত পরিমানে ছবি ও স্ক্রিনসটের ব্যবহার থাকতে হবে।
১৯. চেইন টিউনে যোগ করা ছবির Original Dimension width নূনতম 500 px হতে হবে। 500 px এর কম Width এর লো-রেজুলেশনের ছবি টেকটিউনসের টিউন এডিটরে টেনে রিসাইজ করে ডিস্ট্রাক রেজুলেশনের ছবিতে পরিণত করা যাবে না।
২০. চেইন টিউনে যোগ করা প্রতিটি ছবির Height, ছবির Width এর সাথে Proportional বা Ratio অনুযায়ী হতে হবে।
২১. চেইন টিউনে ম্যানুয়ালী চেইন টিউনের লিংক দেওয়া যাবে না। টেকটিউনস থেকে চেইন এ অন্তর্ভুক্ত করার পর প্রতিটি চেইন টিউনের পর্বের লিংক স্বয়ংক্রিয় ভাবে একটির সাথে অপরটি যুক্ত হয়ে যায়। তাই ম্যানুয়ালী চেইন টিউনের লিংক সংযোজন করে ডুপলিকেট লিংক তৈরি করা যাবে না।
২২. টেকটিউনসের চেইন টিউনে অন্তর্ভুক্তের জন্য টেকটিউনস টিউনার প্রোফাইল এর সঠিক identity থাকতে হবে। সঠিক identity এর জন্য টেকটিউনস টিউনার প্রোফাইলে টিউনারের আসল নাম এবং টিউনার পিকচার হিসেবে টিউনারের নিজের আসল ছবি যুক্ত থাকতে হবে।
টিউনার যদি নিজের কোড নেম ব্যবহার করতে চায় তবে কোড নেম ব্যবহার করা যাবে। তবে কোড নেম ব্যবহার করার ক্ষেত্রে কোড অবশ্যই ইউনিক এবং স্বতন্ত্র হতে হবে। অন্য কোন টিউনারের পূর্বের কোড নেম এর সাথে মিলিয়ে বা নকল করে বা হুবহু কোন কোড নেম ব্যবহার করা যাবে না। কোড নেমের সাথে টিউনার পিকচার হিসেবে কোড টিউনার ছবি বা নিজের আসল ছবি ব্যবহার করা যাবে। তবে টিউনার পিকচার হিসেবে অন্য কারও ছবি, কোন বিখ্যাত ব্যক্তির ছবি, বৃকীত ছবি, অভিনেতা/অভিনেত্রী/রাজনৈতিক/সামাজিক ব্যক্তির ছবি যোগ করা যাবেনা।
যেহেতু টেকটিউনস চেইন এ অর্ন্তভুক্ত হবার পর টিউনারের আসল নাম এবং টিউনার পিকচার এর তথ্য ব্যবহার করে হোম পেইজে চেইন টিউনের ফিচারর্ড বক্স তৈরি করা হয় তাই টিউনার প্রোফাইল এর সঠিক identity ছাড়া অর্থাৎ টিউনারের আসল নাম এবং টিউনার এর আসল ‘টিউনার পিকচার’ এর উপস্থিতি ছাড়া টিউনারের টিউন, টেকটিউনস চেইন টিউন হিসেবে যুক্ত হবে না। আপনার টিউনার প্রোফাইলটি সঠিক identity দিয়ে আপডেট হলে টেকটিউনস থেকে টিউন গুলো চেইন এ অন্তর্ভুক্ত করা হবে।
২৩. অত্যধিক বাংলা ও ইংরেজি বানান ভুল যুক্ত কোন টিউন চেইন টিউন হিসেবে অন্তর্ভুক্ত হবে না।

টেকটিউনস চেইন টিউন হিসেবে অন্তর্ভুক্ত হবার জন্য আপনার টিউনে যে যে বিষয় গুলো সংশোধন করতে হবে:
➡ ১. আপনি ভুল ভাবে আপনার চেইন টিউনের শিরোনাম গুলো দিচ্ছেন। তা ঠিক করতে হবে:

আপনি পর্ব হিসেবে টিউনের শিরোনাম গুলো –

চেইন টিউনের নাম [পর্ব-০১] :: চেইন টিউনের ভিতরের বিষয়বস্তু …

চেইন টিউনের নাম [পর্ব-০২] :: চেইন টিউনের ভিতরের বিষয়বস্তু ….

চেইন টিউনের নাম [পর্ব-০৩] :: চেইন টিউনের ভিতরের বিষয়বস্তু

এর অর্থ প্রথমে চেইন টিউনের নাম, এরপর (স্পেস দিয়ে) স্কয়ার ব্রাকেটের ([ ]) মধ্যে পর্ব হাইফেন (-) দিয়ে দুই সংখ্যায় পর্বের নম্বর। স্কয়ার ব্রাকেটের ([ ]) ভিতরে কোন স্পেস দিবেন না। এরপর (স্পেস দিয়ে) ডাবল কোলন (::) এর পরে (স্পেস দিয়ে) চেইন টিউনের ভিতরের বিষয়বস্তু॥ এই ফরমেটে চেইন টিউনের শিরোনাম গুলো লিখুন।

এই চেইনের পূর্বের পর্ব গুলোর শিরোনাম গুলোও যদি ‘টেকটিউনস চেইন টিউনের’ শিরোনাম মোতাবেক করা না থাকে তবে সব গুলো এখনই সংশোধন করুন ও পরবর্তী সকল চেইন টিউনে সঠিক ভাবে চেইন টিউনের শিরোনাম দিন।

টিউনের শিরোনাম গুলো ‘টেকটিউনস চেইন টিউনের’ শিরোনাম মোতাবেক সঠিক ভাবে সংশোধন করে আপডেট করুন।

➡ ২. আপনার টিউনে ভিডিও এম্ববেড করা নেই। তা ঠিক করতে হবে:

টেকটিউনসে টিউনে এম্বেড করে কিভাবে ভিডিও যোগ করতে হয় তা জানতে টেকটিউনস সজিপ্র https://www.techtunes.io/faq এর ৪ নং সেকশন “৪. টিউন করা সংক্রান্ত” এর পয়েন্ট ‘৪.৩ টেকটিউনসে কিভাবে টিউনে ইউটিউব সহ বিভিন্ন ভিডিও যোগ করতে পারব?’ দেখুন।

➡ ৩. আপনার চেইন টিউন টেকটিউনস টিউন ফরমেট গাইডলাইন ও স্ট্যান্ডার্ড অনুযায়ী ওয়েল ফরমেটেড নয়। তা ঠিক করতে হবে:

আপনার চেইন টিউনটি টেকটিউনস টিউন ফরমেট গাইডলাইন ও স্ট্যান্ডার্ড অনুযায়ী ওয়েল ফরমেটেড করুন।

➡ ৪.১. টেকটিউনস চেইন এ অর্ন্তভুক্ত হবার জন্য আপনার টেকটিউনস টিউনার প্রোফাইল এ সঠিক identity নেই। সঠিক identity এর জন্য আপনার ‘টিউনার প্রোফাইল‘ -এ আপনার আসল নাম এবং টিউনার পিকচার হিসেবে আপনার নিজের আসল ছবি নেই। তা যুক্ত করতে হবে:

যেহেতু টেকটিউনস চেইন এ অর্ন্তভুক্ত হবার পর টিউনারের আসল নাম এবং টিউনার পিকচার এর তথ্য ব্যবহার করে হোম পেইজে ‘টেকটিউনস চেইন টিউন ফিচারর্ড বক্স’ তৈরি করা হয় তাই ‘টিউনার প্রোফাইল’ এর সঠিক identity ছাড়া অর্থাৎ টিউনারের আসল নাম এবং টিউনার এর আসল ‘টিউনার পিকচার’ এর উপস্থিতি ছাড়া টিউনারের টিউন, টেকটিউনস চেইন টিউন হিসেবে যুক্ত হবে না। আপনার ‘টিউনার প্রোফাইলটি‘ সঠিক identity দিয়ে আপডেট করুন অর্থাৎ আপনার টিউনার প্রোফাইলে আপনার আসল নাম এবং টিউনার পিকচার হিসেবে আপনার নিজের আসল ছবি যুক্ত করুন।

➡ ৪.২. টেকটিউনস চেইন এ অর্ন্তভুক্ত হবার জন্য আপনার টেকটিউনস টিউনার প্রোফাইল এ সঠিক identity নেই। সঠিক identity এর জন্য আপনার ‘টিউনার প্রোফাইল‘ -এ টিউনার পিকচার হিসেবে আপনার নিজের আসল ছবি নেই। তা যুক্ত করতে হবে:

যেহেতু টেকটিউনস চেইন এ অর্ন্তভুক্ত হবার পর টিউনারের নাম এবং টিউনার পিকচার এর তথ্য ব্যবহার করে হোম পেইজে ‘টেকটিউনস চেইন টিউন ফিচারর্ড বক্স’ তৈরি করা হয় তাই ‘টিউনার প্রোফাইল’ এর সঠিক identity ছাড়া অর্থাৎ টিউনারের নাম এবং টিউনার এর আসল ‘টিউনার পিকচার’ এর উপস্থিতি ছাড়া টিউনারের টিউন, টেকটিউনস চেইন টিউন হিসেবে যুক্ত হবে না। আপনার ‘টিউনার প্রোফাইলটি‘ সঠিক identity দিয়ে আপডেট করুন অর্থাৎ আপনার টিউনার প্রোফাইলে টিউনার পিকচার হিসেবে আপনার নিজের আসল ছবি যুক্ত করুন।

➡ ৫. আপনার চেইন টিউনের টেক্সট এ ‘টেক্সট ব্যাকগ্রাউন্ড কালার’ ব্যবহার করা হয়েছে। তা ঠিক করতে হবে:

টেকটিউনস চেইন টিউনের নীতিমালা অনুযায়ী -চেইন টিউনের টেক্সট এ ভিন্ন ভিন্ন ধরনের ‘টেক্সট কালার’ এবং কোন ধরনের ‘টেক্সট ব্যাকগ্রাউন্ড কালার’ ব্যবহার করা যাবে না এবং চেইন টিউনে এধরনের ‘টেক্সট কালার’ ও  ‘টেক্সট ব্যাকগ্রাউন্ড কালার’ থাকলে তা চেইন টিউন হিসেবে অন্তর্ভুক্ত হবে না।

আপনার চেইন টিউনের টেক্সট থেকে ‘টেক্সট কালা’র ও ‘টেক্সট ব্যাকগ্রাউন্ড কালার’ মুছে দিন।

খুব সহজ ভাবে টিউনের টেক্সট থেকে ‘টেক্সট কালার’ ও ‘টেক্সট ব্যাকগ্রাউন্ড কালার’ মুছে দিতে যে টেক্সট থেকে ‘টেক্সট কালার’ ও ‘টেক্সট ব্যাকগ্রাউন্ড কালার’ মুছে দিবেন টিউনের টেক্সট থেকে ততটুকু অংশ সিলেক্ট করুন এবং ‘টেকটিউনস টিউন এডিটর’ টুলবার থেকে ‘Clear Formatting’ বাটনে প্রেস করুন। সাহায্যের জন্য এই স্ক্রিনকাস্টটি দেখুন

➡ ৬. আপনি চেইন টিউনে ম্যানুয়ালী চেইন টিউনের লিংক দিয়েছেন। যা অপসারণ করতে হবে:

টেকটিউনস থেকে চেইন এ অন্তর্ভুক্ত করার পর প্রতিটি চেইন টিউনের পর্বের লিংক স্বয়ংক্রিয় ভাবে একটির সাথে অপরটি যুক্ত হয়ে যায়। তাই ম্যানুয়ালী চেইন টিউনের লিংক সংযোজন করে ডুপলিকেট লিংক তৈরি করা যাবে না। আপনার চেইন টিউন থেকে সকল ম্যানুয়ালী চেইন টিউনের লিংক অপসারণ করুন। আপনার পূর্ববর্তী ও পরবর্তী সকল চেইন টিউন থেকে ম্যানুয়ালী চেইন টিউনের লিংক অপসারণ করুন।

➡ ৭. আপনার এই চেইন টিউনের পূর্বে পর্ব গুলোও ‘টেকটিউনস চেইন টিউন নীতিমালা’ মোতাবেক সংশোধন করতে হবে:

টেকটিউনস চেইন টিউনে অন্তর্ভুক্ত হতে চেইন এর প্রতিটি পর্ব ‘টেকটিউনস চেইন টিউন নীতিমালা’ মোতাবেক হতে হবে। পর্বের কোন একটি টিউন টেকটিউনস নীতিমালা মোতাবেক না হলে তা চেইন টিউন হিসেবে অন্তরভুক্ত হবে না। এই চেইনের পূর্বের পর্ব গুলোও যদি ‘টেকটিউনস চেইন টিউন নীতিমালা’ মোতাবেক  না থাকে তবে সব গুলো পর্ব এখনই ‘টেকটিউনস চেইন টিউন নীতিমালা’ মোতাবেক সংশোধন করুন ও পরবর্তী সকল চেইন টিউনে ‘টেকটিউনস চেইন টিউন নীতিমালা’ মোতাবেক টিউন করুন।

উপরের যে যে বিষয় গুলো সংশোধন করতে বলা হয়েছে সে সে বিষয় গুলো পরিপূর্ণ, সুষ্ঠু ও সঠিক ভাবে সংশোধন করুন এবং পূর্বের পর্ব গুলোও যদি ‘টেকটিউনস চেইন টিউন নীতিমালা’ মোতাবেক  না থাকে তবে সব গুলো পর্ব এখনই ‘টেকটিউনস চেইন টিউন নীতিমালা’ মোতাবেক সংশোধন করুন।

সকল পর্ব ‘টেকটিউনস চেইন টিউন নীতিমালা’ মোতাবেক সংশোধন করে এই টিউমেন্টটির প্রতুত্তর (রিপ্লাই) দিন। টেকটিউনস থেকে আপনার টিউন গুলো চেইন করে দেওয়া হবে।

চেইন টিউনে যুক্ত হবার ফলে চেইনের প্রতিটি পর্ব একসাথে থাকবে। চেইনে নতুন পর্ব যুক্ত হলে তা টেকটিউনসের প্রথম পাতায় দেখা যাবে এবং “সকল চেইন টিউনস” https://www.techtunes.io/chain-tunes/ পাতায় চেইন টিউনটি যুক্ত হবে।

চেইন টিউন কীভাবে প্রক্রিয়া হয় তা জানতে ‘টেকটিউনস সজিপ্র’ https://www.techtunes.io/faq এর ‘চেইন টিউন’ অংশ দেখুন। ধন্যবাদ।

টেকটিউনস থেকে আপনার টিউন ফরমেট করে সংশোধন করে দেওয়া হলো। আপনার টিউনটি লক্ষ করুন এবং খেয়াল করুন কোন কোন বিষয় সংশোধন এর মাধ্যমে আপনার টিউনটিকে পরিমার্জনকরা হয়েছে। আপনার পরবর্তী সকল টিউনে টেকটিউনস এই ফরমেট মেনে চলার জন্য অনুরোধ করা হল।