কেমন আছেন সবাই?
আজকে কিছু গরুত্বপূর্ন জিনিস শেয়ার করবো যেইটার জন্য অনেকে Graphicriver এ বিজনেস কার্ড সাবমিট করতে পারেনা। গ্রাফিক্সরিভারে একটি Business Card কার্ড সাবমিট করতে হলে প্রথমে Business Card টি মকআপস ফাইলে রেডি করতে হয়।
তারপর একটি প্রিভিউ ইমেজ রেডি করতে হয় যারা বায়ার তাদের জন্য presentation বলতে পারেন খুব সুন্দর ভাবে প্রিভিউ ইমেজ রেডি করতে হয়। এরপর থামনেইল এবং স্ক্রিনশটস ফাইল এর সাথে মেইন ফাইল সব কিছুই গুরুত্বপূর্ন গ্রাফিক্স রিভারে Business Card সাবমিট করতে হলে।
এছাড়া তো ইনফরমেশন টেক্সট দিতে হবে। এখানে html code দিয়ে রেডি করতে হয়। সব কিছু বলা সম্ভব না তাই টিউটোরিয়াল তৈরি করেছি খুব সুন্দর ভাবে গুছিয়ে বলেছি যেন আপনদের সকলের বুঝতে সুবিধা হয়।
মনে রাখবেন Business Card এর মকআপস এর উপর অনেক কিছু নির্ভর করে আপনার ডিজাইন সুন্দর কিন্তু ভাল মকআপস এ যদি না বসান তাহলে Business Card টি সুন্দর লাগবেনা আর দেখতে সুন্দর না হলে কেউ কিনবেনা।
যদি কার কোন সমস্যা থাকে এরপর ও অবশ্যই আমার এই টিউন এ টিউমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাই ভাল থাকবেন।
আল্লাহ হাফেজ
আমি মোহাম্মদ রাসেল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 39 টি টিউন ও 14 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 6 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
i'm professional graphic designer,
sundor video