কেমন আছেন সবাই?
আজ আমি দেখাবো Business Card এ কিভাবে Die Cut, Safe Line, Bleed দিয়ে একটি টেমপ্লেট তৈরি করবেন।কারন আপনার ক্লায়েন্ট বা গ্রাফিক্স রিভারের জন্য সবসময় প্রিন্টরেডি ফাইল তৈরি করে দিতে হয় এর জন্য Die Cut, Safe Line, Bleed খুবই গুরুত্বপূর্ণ জিনিস।
graphicriver এ যদি Rounded Business Card ডিজাইন করেন তাহলে যদি Die Cut লাইন না দেন আপনার ডিজাইন রিজেক্ট হবে আর যদি আপনার ডিজাইন ভাল হয় soft reject করবে এবং বলবে Die Cut দিয়ে আবার ফাইল আপলোড করতে।
একটি business card এর সাইজ ৩.৫"/২" এবং Bleed সহ ৩.৭৫"/২.২৫" Bleed এর সাইজ ০.২৫" এবং Safe Line ০.২৫" আমাদের টেক্সট সব সময় Safe Line এর মধ্যে দিতে হবে তা নাহলে অনেক সময় ভিতরে কাটা পড়ে এমন হলে আপনার লেখা কেটে যেতে পারে।
নিচে আমি ছবিতে দেখিয়েছি একটি বিজনেস কার্ডের টেমপ্লেট কেমন হবে।
আমি লেখে বুঝাতে পারলামনা বেশি টিউটোরিয়ালে বিস্তারিত বলা আছে, এবং গ্রাফিক্স রিভারে এপ্রুভ business card দিয়ে দেখানো আছে কিভাবে আপনার টেমপ্লেট সাজাবেন। ধন্যবাদ
আমি মোহাম্মদ রাসেল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 39 টি টিউন ও 14 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 6 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
i'm professional graphic designer,