গ্রাফিক্স ডিজাইনে ক্যারিয়ার গড়ুন [পর্ব-০১] :: আপনি কি গ্রাফিক্স ডিজাইনার? গ্রাফিক্স রিভারে এখনো কোন আইটেম এপ্রুভ করাতে পারেননি তাহলে এই টিউনটি আপনার জন্য

গ্রাফিক্স ডিজাইনে ক্যারিয়ার গড়ুন

best tips for graphic designer

কেমন আছেন সবাই। আজকে টেকটিউনস এ আমার প্রথম টিউন আমার যদি কোন ভুল হয়ে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং ভুল ধরিয়ে দিবেন আমি ঠিক করে নিব।

আমরা অনেকে গ্রাফিক্স ডিজাইন সেক্টরে ক্যারিয়ার তৈরি করার জন্য খুব আগ্রহি অনেকে আবার কোর্স করেও কোন কিছুই করতে পারেননি বা ইনকাম হয়না কাজ নাই বলেই ছেড়ে দিয়েছেন।আসলে ইনকাম এত সহজ না কঠোর পরিশ্রম এবং অনেক সময় ব্যায় করার পর ই সফলতা আসবে।

আজকে আমি গ্রাফিক্স রিভার নিয়ে কথা বলবো, এতে নতুন এবং মিড লেভেল এ যারা আছেন তাদের অনেক উপকারে আসবে আশা করছি।যাদের কোস চলছে এবং ফটোশপ শেষ তারা অবশ্যই জানেন গ্রাফিক্স রিভার কি? তারপর ও নতুনদের জন্য বিস্তারিত বলে দিচ্ছি।

গ্রাফিক্স রিভার কি?

গ্রাফিক্স রিভার একটি  Resalable মার্কেটপ্লেস।গ্রাফিক্স রিভার এনভাটোরই একটি সাইট, আপনি এই সাইটে আপনার ডিজাইন বিক্রি করতে পারবেন। ডিজাইন বা আপনার আইটেম বিক্রি হলে আপনি প্রতি সেলে ৫০% পাবেন।

আমি কি সব ডিজাইন জমা দিবে পারবো বা বিক্রি হবে?

না আপনার ডিজাইন যদি মানসম্মত হয় তাহলেই আপনার ডিজাইন এপ্রুভ হবে। আর ডিজাইন যদি এপ্রুভ হয় তাহলে সেলের সম্ভবনা ৯০% আপনার ডিজাইন বিক্রি হবেই।

কি কি ডিজাইন সেল করতে পারবো?

আপনি business card, brochure, flyer, folder, email signature, product mockup, invitation card, letterhead, icon, resume, web template, ইত্যাদি ডিজাইন তৈরি করে বিক্রি করতে পারবেন।

কিছু কথা:

গ্রাফিক্স ডিজাইনার যারা আছেন তাদের অধিক ডিজাইনাররাই ভুল করেন, আমি সবাইকে বলছিনা। কাজ শেখার পর সবাই চলে যান বিভন্ন মার্কেটপ্লেসে এতে অনেক সময় লাগে ভাল প্রোফাইল দাড় করাতে।

ভাল প্রোফাইল থাকলে ও যে প্রতি মাসে কাজ পাবেন তার কোন গ্যারান্টি নেই। বা কোন কারন বসত যদি আপনার একাউন্ট যদি ব্যান হয়ে যায় আর কোন কারন বসত যদি সেটি না পান তাহলে কি করবেন? আপনি যেখানে ছিলেন ঠিক সেইখানেই চলে যাবেন আপনি হয়ে যাবেন।

তাই আমি বলবো মার্কেটপ্লেসে যাওয়ার আগে আপনার নিজের পোটফোলিও সাইট বা বিভিন্ন পোটফোলিও সাইটে নিজের ডিজাইনের ভাল পোটফোলিও তৈরি করে রাখা এতে আপনি ডাইরেক্ট ক্লাইন্ট পাবেন। এছাড়া মার্কেটপ্লেসে ও ক্লাইন্টদের দেখাতে পারবেন।

এবং সবচেয়ে বড় কথা আমি যেটি বলবো গ্রাফিক্সরিভারে অথবা অনান্য Resalable মার্কেটপ্লেসে নিজের ভাল প্রোফাইল তৈরি করা। ভাল প্রোফাইল বলতে অনেকগুলি প্রোডাক্ট এপ্রুভ করানো।

আপনি যদি ২০০ আইটেম এপ্রুভ করাতে পারেন তাহলে প্রতি মাসে আপনি বেশকিছু ডলার বারতি ইনকাম হবে কোন প্রকার কষ্ট ছাড়ায়। তাই আমি বলবো এইসব Resalable মার্কেটপ্লেসে নিজের ভাল প্রোফাইল তৈরি করতে।

আশা করি বুঝতে পেরেছেন গ্রাফিক্স রিভার কি? গ্রাফিক্স রিভারে যারা কাজ করেন তারা অবশ্যই জানেন এদের মার্কেটপ্লেস এ কোন প্রোডাক্ট এপ্রুভ করাতে গেলে খুব ভাল ডিজাইন করতে হয়, তাছাড়া ঐ প্রোডাক্ট এপ্রুভ হয়না। হার্ড রিজেক্ট হয়। তবে অধিক গ্রাফিক্স ডিজাইনারাই বিজনেস কাড থেকে শুরু করেন।

গ্রাফিক্স রিভারে কোন আইটেম এপ্রুভ করাতে গেলে অনেক বিষয় নিয়ে রিসাচ করে নিতে হয়। এবং PSD ফাইল খুব সুন্দর ভাবে সাজাতে হয় যেন ইউজার ফ্রেন্ডলি হয়।

আমি পরবর্তি টিউন এ বলবো কিভাবে বিজনেস কাড তৈরি করবেন এবং ডাই কাট, ব্লিড,সেফ লাইন ইত্যাদি কিভাবে দিবেন কিভাবে psd লেয়ার গুলি সাজাবেন এবং গ্রাফিক্স রিভারে এপ্রুভ করাবেন।

এবং আমি ধিরে ধিরে আপনি business card, brochure, flyer, folder, email signature, product mockup, invitation card, letterhead, icon, resume, web template, ইত্যাদি আইটেম নিয়ে বিস্তারিত টিউন করবো স্ক্রিনশটসহ।

এবং আপনাদের সুবিধার জন্য এপ্রুভ হওয়া আইটেম দিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করবো।

আর কোন কিছুর জানার জন্য আমার ফেসবুক পেজে ম্যাসেজ দিয়ে জানাতে পারেন।

ধন্যবাদ

Level 0

আমি মোহাম্মদ রাসেল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 39 টি টিউন ও 14 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 6 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

i'm professional graphic designer,


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

প্রিয় টিউনার,

আপনাকে এই চেইনটি চলমান করার জন্য অনুরোধ করা গেল। দয়া করে আপনার চেইন টিউনটি নতুন পর্ব যুক্ত করুন এবং নিয়মিত আপডেট করুন। ধন্যবাদ।