গ্রাফিক্স ডিজাইন।হতে পারে আপনার আয়ের অন্যতম মাধ্যম

গ্রাফিক্স ডিজাইনের কাজ শিখবেন কিভাবে  এবং মার্কেটপ্লেসগুলিতে কি কি কাজ করে বেশি আয় করা যায়?

অনলাইনে ফ্রিল্যান্সিংয়ে যারা নতুন কাজ শিখতে চাই তাদের ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে অর্থ উপার্জনের অন্যতম একটি মাধ্যম হল গ্রাফিক্স ডিজাইন। গ্রাফিক্স ডিজাইন এমনি একটি ক্ষেত্র, যার চাহিদা দিন দিন বেড়েই চলছে। একজন প্রফেশনাল ডিজাইনার মাসে হাজার ডলারেরও উপরে আয় করতে পারেন।

Odesk, Elance, Fiverr, Peopleperhou গ্রাফিক্স ডিজাইন এর প্রচুর কাজ পাওয়া যায়। যারা নতুন ফ্রিল্যান্সিং এর কাজ শিখতে চান তারা গ্রাফিক্স ডিজাইন এর কাজ শিখতে পারেন। বাংলাদেশেও এর চাহিদা অনেক রয়েছে। অনেক নারীও অনলাইনে গ্রাফিক্স ডিজাইনের কাজ করে প্রচুর টাকা আয় করছেন। তবে এ কাজ ভালো করে শিখতে হবে।

গ্রাফিক্স ডিজাইনের যেসব কাজ পাবেন ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসগুলিতেঃ

১. লোগো ডিজাইন

২. বিজনেস কার্ড ডিজাইন

৩. ব্যানার/টিউনার ডিজাইন

৪. ওয়েব সাইটের জন্য পিএসডি তৈরি

৫. স্টিকার ডিজাইন

৬. প্রোডাক্ট হলোগ্রাম ডিজাইন

৭. ইমেজ এডিটিংএন্ড রিসাইজ

৮. ফটো রিটাচিং

৯. স্কেচ তৈরি/ড্রয়িং করা লোগো ডিজাইনঃ কোন দেশ, কোম্পানি বা ব্যক্তিগত কোন কিছুর পরিচয় বহন করে সেই দেশ, কোম্পানি বা ব্যক্তিগত বহনকারী কিছু ছবি। যেমন আপনি গ্রামীন মোবাইল কোম্পানির পাতার ছবি দেখেই আপনি বলে দিতে পারবেন এটা গ্রামীন মোবাইল কোম্পানি ঠিক এই ভাবেই একটি লোগো একটি কোম্পানির ব্যক্তিত্ব বহন করে। সবসময় Adobe Illistrator দিয়ে লোগো ডিজাইন করতে হবে তবে লোগো ডিজাইন শিখতে হলে আপনাকে আগে অবশ্যই বিভিন্ন কোম্পানির লোগো Google থেকে Search দিয়ে বের করে দেখতে হবে এবং সেখান থেকে ধারনা নিতে হবে।

 

এভাবে গ্রাফিক্স ডিজাইন হয়ে উঠতে পারে আপনার আয়ের অন্যতম মাধ্যম। লেখাটি পূর্ব প্রকাশিতঃ  LightHome24   সাইট এ। আরো আপডেট পেতে সাথে থাকুন নিয়মিত।

 

আরো আপডেট পেতে লাইক দিতে পারেন  ফেসবুক পেজে

Level 2

আমি আমি পথিক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 83 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি খুবই সাধারণ একজন মানুষ


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

টিউন হয়নাই, টিউনের জাতও হয় নাই।যেনোতেনো একটা কিছু লিখে দিলেই কী টিউন হয়ে গেলো? কদিন পর তো দেখা যাবে যার যখন ইচ্ছা ফেসবুক স্ট্যাটাসের মতো করে টিটিতে টিউন করবে।

Level 0

ভাই ভালো কিছু দেন, আর নয়তো না দেন।