বানিয়ে নিন আপনার নামের ও কোম্পানির লোগো। তাও আবার ফ্রী তে !!! (মিস করবেন না)

আসসালামুয়ালিকুম। সবাই ভাল আসেন ? আমি আছি। আজ আপনার এক নতুন জিনিস শিখিয়ে দিব। হয়তবা অনেকই যানেন তবু সবার জন্য টিউন করলাম।

প্রথমে লিচের লিঙ্ক এ প্রবেশ করুন।

লিঙ্ক

তারপর ছবির জায়গায় ক্লিক করুন।

তারপর নিচের জায়গায় আপনার নাম দিন। 

এখানে আপনি যদি  আপনার নিজের না দিয়ে বানা বেন তাহলে এক্টু নিচে নামলেই পাবেন "" Letter Based"" এই লেখায় ক্লিক করুন। আর যদি আপনার কোম্পানির বানাবেন তাহলে আপনার কোম্পানির বিষয় নিন। যেমন ঃ কৃষি হলেঃ- Agriculture .

আমি নাম দিয়ে করব। টেকটিউনস এর জন্য "T" নিলাম। 

ব্যাস ! হয়ে গেল লোগো। কিন্তু এখন মেইন কাজ বাকি >>
এখন আপানার স্ক্রীন এর একটা স্ক্রীন শট নিন।।

তার পর Paint Open করেন। তারপর Control + V চাপেন। মানে সচ্রীনশট পেস্ট করব।

তার পর সিলেক্ট টুল দিয়ে কেটে নিন। কাটার জন্য COntrl + C .

তারপর Control + N চাপেন। তারপর বক্স আসলে don't save দিন।

Control + V দেন লোগো আসবে।

তার পর স্ক্রীন শট দেখেন। 

এখন নিচের স্ক্রীন শট দেখে কাজ করুন।

ব্যাস এবার Ctrl + S দিয়ে সেভ করে বের হয়ে যান। সেভ করা ইমেজ দেখুন।

টেকটিউনস এর জন্য আমি বানিয়েছি। নিচের টা

 

টিউন টা কেমন হল বলবেন কিন্তু।

সবাই ভাল লাগলে বলেবেন। আরও টিউন করব 🙂  । আবার কোনো নতুন বিষয় হাজির হবে আপনাদের সামনে।

কোনো সমস্যা হলে বলবেন।

আমার ওয়েবসাইট এ আসার দাওয়াত রইল। My Website

ভাল লাগবে বলবেন অবশ্যই।।

সবাই ভালো থাকবেন। আসা করি আরো টিউন নিয়ে আপনাদের সামনে আসব।

 

Level 0

আমি আলভী আল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 7 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস