প্রথম পর্বে আল্লাহর রহমতে আপনাদের ব্যাপক সাড়া পেয়েছি। আপনাদের সাড়া আমাকে খুবই অনুপ্রাণিত করেছে। যার কারণে খুব তাড়াতাড়ি-ই দ্বিতীয় পর্ব লিখতে বসলাম। চিন্তা ছিল যে, প্রতি সপ্তাহে একটা পর্ব করে লিখবো কিন্তু আপনাদের এত বেশী সাড়া পাবো তা ভাবিনি। আপনাদের শেয়ার, টিউমেন্ট, লাইক এবং জানার আগ্রহর কারণে এখনই আরেকটু কিছু লিখতে বসছি। আশা করি আজকের পর্বে আরো বেশী সাড়া পাবো।
আজকে আমি ডিজাইনে কালারের ব্যবহার পর্ব ২ নিয়ে কিছু কথা বলবো- যারা প্রথম পর্ব টা পড়েন নাই তারা এই পর্ব পড়ার পূর্বে অবশ্যই প্রথম পর্ব টা পড়ে নিবেন।
গত পর্বে Classification of Color নিয়ে কিছু কথা বলেছিলাম। এবং কিভাবে মাত্র তিনটা কালার বা রং থেকে ১২ টা পর্যন্ত অর্থাৎ আরো ৯ টি কালার পাবেন বা তৈরী করা যায় তা নিয়ে আলোচনা করেছিলাম। গত পর্বে Primary Color, Secondary Color এবং Tertiary Color নিয়ে আলোচনা করেছিলাম।
আজকে Tints Color, Tones Color এবং Shades Color নিয়ে কিছু কথা বলবো। আর এই Classification গুলো শিখলেই আপনারা জানতে পারবেন যে, কিভাবে হাজার হাজার কালার তৈরী করবেন অর্থাৎ How to Make thousands of color? অংশ টা ও এই পর্বে আলোচনা করা হবে।
What is Tints Color???
আমরা এর আগে ১২ টা কালার সম্পর্কে ভাল ভাবে জেনেছি। এখন হয়তো মনে প্রশ্ন জাগতে পারে যে, কিন্তু দুনিয়াতে তো আরো অনেক কালার আছে তাহলে সেগুলো কিভাবে তৈরী করে???
আমরা তো ১২ টা কালার সম্বন্ধে জেনেছি ই এই কালার গুলো এবার একটু ফটোশপ বা কালার Circle এর সাথে মিলিয়ে দেখুন যে ঠিক ভাবে আছে কিনা???? নিচের ইমেজ লক্ষ্য করুন
এটা ফটোশপের কালার প্যালেট। ছবিতে লক্ষ্য করলে দেখবেন যে, এখানে উপরের দিকে হুবুহু ১২ টি কালার আছে একই সারিতে
অাপনার আরেকটু শিওর হওয়ার জন্য এই লিংক এ গিয়ে কালার প্যালেট টা দেখতে পারেন।
এখন কথা হচ্ছে ১২ টা কালার তো পেলাম কিন্তু অন্যান্য কালার?? হ্যা!!
কোন কালারের সাথে যদি তার উজ্জ্বলতা বাড়ানোর জন্য তার সাথে সাদা বা WHITE COLOR যোগ করার পরে যে সমস্ত কালার উৎপন্ন হয় তাকে Tints Color বলে।
এখন অনেকে বলবেন যে, আপনিই তো আগের পর্বে বলেছেন যে, সাদা কালার বলতে কিছু নাই। যা আছে সব লাইট বা আলো। হ্যা!! লাইট টা আমাদের বাস্তব এর জন্য কিন্তু সফটওয়্যার এর ক্ষেত্রে কালার এর উজ্জ্বলতা বাড়ানোর জন্য আপনাকে সাদা কালার ই ইউজ করতে হবে। কেননা, আমরা যদি কম্পিউটারের দিকে লাইট জ্বালিয়ে রাখি তাহলে আমাদের সফটওয়্যার এর কালারের কোন পরিবর্তন হবে কি?? :p
নিজের ইমেজ লক্ষ্য করুন।
আরেকটু পরিস্কার হওয়ার জন্য আমরা এখন মনে করি যে, লাল কালারের সাথে আমারা সাদা কালার একটা নির্দিষ্ট সমান্তরালে যোগ করে অনেক গুলো কালার তৈরী করবো। যেমন,
আমরা লাল কালারের সাথে 5% সাদা যোগ করবো। এভাবে 10%, 15%,20%,25%,30%-95% পর্যন্ত সাদা যোগ করলাম তাহলে আমাদের মোট 2০ টি কালার উৎপন্ন হবে। আর কালার গুলো হবে এমন। নিচের ইমেজ লক্ষ করুন-
এভাবে যদি আমরা ৩% করে উজ্জ্বলতা বাড়াই তাহলে একেকটা কালারের ৩২ টি করে কালার হবে। যদি ১% করে যোগ করি তাহলে ৯৯ টি। সুতরাং এবার আপনারাই পরিসংখ্যান করুন যে, ১২ টি কালারে মোট কতটি কালার হবে 😀
What is Shades Color???
এবার হয়তো নাম দেখেই অনেকে বুঝে গিয়েছেন যে, Shades দ্বারা কি বুঝানো হচ্ছে!!! হ্যা আপনাদের ধারণা ঠিক।
যদি কোন কালারের উজ্জ্বলতা একটু একটু করে কমিয়ে দেওয়া হয় অর্থাৎ কালো কালার যোগ করা হয় তাহলে যে সকল কালার বা রং উৎপন্ন হবে। তাকে Shades Color বলে।
এইভাবে যদি আপনারা ১% করে কালো কালার যোগ করেন তাহলে এইখানে মোট কতটি কালার উৎপন্ন হবে???
What is Tones Color???
Tones কালার টা Shades এর মতই তবে, যদি কোন কালার এর সাথে পর্যায়ক্রমে Gray Color যোগ করে যে সমস্ত কালার উৎপন্ন করা হয় তাকে Tones Color বলে।
তাহলে উপরে এবং এই টা সহ মোট কতটা কালার উৎপন্ন করতে পারবেন??? টিউমেন্টে বলবেন যদি বুঝেন- :p
আজকে এই পর্যন্তই।
চলবে
আপনাদের ব্যাপক সাড়া পেলে পরবর্তী পর্ব লিখবো। কারণ যদি আপনাদের কোন উপকারে না আসে এই আর্টিকেল তাহলে আমার এতো কষ্ট করে লিখা অর্থহীন।
আর কেউ আর্টিকেলটি অনুগ্রহ করে আমার অনুমতি ছাড়া কপি পেস্ট করবেন না। ফেইসবুকে শেয়ার করেন সমস্যা নাই কিন্তু কেউ কপি করলে আর্টিকেলের নিচে আমার নাম সহ ফেইসবুক আইডির লিংক অবশ্যই দিবেন এবং কোথায় কপি করছেন সেটা আমাকে ফেইসবুকে ম্যাসেজ করে জানাবেন প্লিজ।
আর এই লেখা সম্পূর্ণই আমি আমার মত করে লিখেছি। তাই ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
আমি তাহমিদ হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 36 টি টিউন ও 65 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভাই খুব খুব ধন্যবাদ। চালিয়ে যান