MakeUp Instrument একটি সহজ প্রতিকৃতিকার সফট্ওয়ার। এটির সহজবোধ্য উপস্থাপন আপনাকে সহজেই বুঝতে দেয় যে, এটি কিভাবে কাজ করে। এটি সফট্ওয়ারটি ব্যবহার করে আপনি যেকোন ছবির ফেজ (মুখমন্ডল) পরিস্কার এবং ত্বকের ক্রটিপূর্ণ অংশগুলি যেমন চামড়ায় ক্ষুদ্র কুঞ্চিত রেখা, কালো আচিল বা মেশতা পরিস্কার ইত্যাদিসহ আরও অনেক কাজ করতে পারেন।
MakeUp Instrument হল আপনার নিজের আধুনিক কসমেটিক (cosmetic) ব্যাগ। কখনোই মন খারাপ করবেন না যদি আপনার লিপস্টিক শুকিয়ে যায় অথবা ব্যবহারের অযোগ্য হয়ে পড়ে। আপনি শুধু লিপস্টিক ইন্সট্রুমেন্ট (lipstick instrument) এ একবার ক্লিক করুন আর আপনার ইচ্ছামত রং পছন্দ করুন। MakeUp Instrument ব্যবহারের মাধ্যমে আপনি হবেন আরও সুন্দর এবং আরও দ্রুততর।
যেকোন মহিলা মানুষের ডিজিটাল ছবিতে মেকআপ প্রয়োগ করা, চামড়ার ক্ষুদ্র কুঞ্চিত রেখা কমানো, চামড়ার ত্বক (দাগ এবং ছোট শক্ত ও ফোড়া চামড়া), আপনার চেঁাখের রং পরিবর্তন, চুল পরিস্কার, ছবিতে brightness এবং contrast পরিবর্তন, জলছাপ, কাটা/আচড়ানো, তেলতেলে ভাব দূর এবং অন্য অবাঞ্ছিত কোনকিছু দূর করতে পারবেন।
নিচে দেখুন এর গুরুত্বপূর্ণ সুবিধাগুলিঃ
Main menu-তে নিচের টুলগুলি পাবেনঃ
Cosmetic bag - এ রাইট ক্লিক করলে আপনি আরও কিছু অতিরিক্ত অপশন পাবেনঃ
Requirements:
Supported languages:
Current Version:
ইন্সটল করার নিয়ম ও যেভাবে ফুল ভার্সন করবেনঃ
প্রথমে নিচের লিংকটি থেকে সফট্ওয়ারটি ডাউনলোড করে Extract করুন। তারপর "MakeUpInstrument_setup_by_saiful" নামের ফাইলটিকে ডাবলক্লিক করে ইন্সটল করুন। ইন্সটল শেষে "Cracked_bY_sAiFuL" নামের ফোল্ডারটি থেকে "MakeUpInstrument" নামের ফাইলটি কপি করুন।
এবং C:\Program Files\MakeUpInstrument ফোল্ডারে গিয়ে পেষ্ট করুন। কনফারমেশন বক্স আসলে ইয়েস করুন।
এখন ইচ্ছামত ব্যবহার করুন।
আমার ইমেইল- [email protected]
ফেসবুক ঃ www.facebook.com/crazzzzzzyboy
বিদ্রঃ এই টিউনটি সফট্ওয়ারটির মূল সাইট থেকে কপিপেষ্ট করে বাংলায় অনুবাদ করা তাই কোন ভুল হলে ক্ষমা করবেন।
আর টিউনটি নিজাম উদ্দীন ভাইয়ার অনুরোধে করা এবং তিনিই আমাকে সফট্ওয়ারটির ক্রাক ভার্সন দিয়েছিলেন।
আমি সাইফুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 185 টি টিউন ও 3440 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
টপটিউনার হতে চাই !
সুন্দর টিউনের জন্য ধন্যবাদ। ভাইয়া feature image টা যদি দয়া করে পাল্টান তাহলে ভাল হয়।