গ্রাফিকস রিভারে আপলোড করুন আপনার করা ডিজাইন।

আস্সালামু ওয়ালাইকুম,

আমি ডিজাইন জগতে একদম নতুন।আমি ডিজাইন শেখার জন্য।অনেক ভাল ভাল গ্রুপের ভাল ভাল ডিজাইনার দের দারস্থ হয়েছি নাম মাত্র কয়েক জন আমাকে সাহায্য করলেও।অনেকে বিভিন্ন ওজুহাত দেখিয়ে আমাকে সাহায্য করেনি।তাদের কাছে কত আকুতি মিনতি করেছি শেখানোর জন্য কেই আমাকে সাহায্য করেনি।তাই আমার মত যত দুঃখী ডিজাইন পিপাসু আছে তাদের সাহায্যাথে আমার এই টিউন। আমি যেটুকু শিখব আপনাদের নিয়েই শিখব। আমি একদম নতুন ভুল হলে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন।আল্লাহ সবার মঙ্গল করুন

আজ আপনাদের সাথে দারুন একটি বিষয় নিয়ে আলোচনা করবো।তা হলো অনলাইনে মার্কেটপ্লেস গুলোতে কাজ করে কিভাবে আপনি ডলার ইনকাম করবেন। আসলে এ বিষয়ে অনেকেই অনেক বিভ্রান্তিকর টিউন দেখে থাকবেন। কিন্তু আমাদের সঠিক দিক নির্দেশনার অভাবে অনেকেই ভুল পথে পা বাড়াই বা প্রতারনার শিকার হই। এজন্য মানুষের মধ্যে অনলাইন মার্কেট প্লেস গুলো নিয়ে বেশ অনাস্থা দেখা দিয়েছে। আসলে আমি মনে করি মানুষের মধ্যে একটা নিজস্যতা বলে কিছু আছে। কোন কিছু দেখার পরে নিজের বিবেক বুদ্ধিকে কাজে লাগানোই বুদ্ধিমানের কাজ। তাহলে আর ভুল পথে যেতে হয় না। যাই হোক আসল কথায় আসি।

  • যদি আপনি গ্রাফিক্স ডিজাইনে বেশ দক্ষ হয়ে থাকেন তবে এ্ই লেখাটা আপনার জন্যে। অন্যথায় যারা এই লেখাটা পড়েই ভাববেন যে অনলাইনে টাকা ইনকাম চাইলেই হয় তবে তা হবে আপনার জন্য চরম বোকামি। আগে কাজ শিখুন তারপর ভাবুন আপনি কতটুকু যোগ্য এই কাজের জন্য।পুরোপুরিভাবে নিজেকে তৈরি করতে পেরেছেন কিনা। তার পরে নেমে পড়ুন।

 

  • যদি আপনি আপাততো ফটোশপ,ইলাস্ট্রেটর মেটামুটি ভাল জানেন তবে আসুন আজ আপনাদের একটা সাইটের সাথে পরিচয় করুয়ে দিই।যা এক কথায় টাকার গাছ বললে ভুল হবে না।আপনি ডিজাইন আ্যাপ্রুভ করাতে পারলে একর পর এক বিক্রি হতেই থাকবে।এজন্য বললাম টাকার গাছ।

 

  • যেখানে আপনি বিজনেস কার্ড,ফ্লাইয়ার,টিউনার,ফেইসবুক কভার ফটো,টুটার কভার ফটো,ম্যগাজিন,ফটো টেমপ্লেট এমন আরো অনেক কিছু তৈরি করে বিক্রি করতে পারবেন।এবং এখান থেকে নুন্যতম ৫০ ডলার হলে তা তুলতে পারবেন স্ক্রিল,পেপাল,পেওনার,ক্রেডিট কার্ড ইত্যাদি দিয়।
  • এখান থেকে আপনি প্রতি মাসে বেশ ভালমানের ডলার ইনকাম করতে পারবেন।এই সাইটটিতে কাজ করতে হলে আপনাকে তাদের সদস্য হতে হবে।এবং আপনার তৈরি করা ডিজাইন আপলোড দিতে হবে।এখানে বায়াররা তাদের পছন্দ মত প্রডাক্ট কিনে থাকে।আপনার কোন প্রডাক্ট যদি তার ভাল লাগে তবে ভাল ফিডব্যাক ও দিয়ে থাকে।এবং একটা প্রডাক্ট বার বার সেল হয়।প্রথমে এখান Graphic river (www.graphicriver.net) এটা ইনভাটো কম্পানির একটা সাইট
  • থেকে অ্যাকাউন্ট তৈরি করে নিন।এবং আপনার করা ডিজাইন গুলা আপলোড দিতে খাকুন।কোন প্রশ্ন থাকলে সংকোচ না করে বলুন।আমি আপনাদের প্রশ্নের উত্তর দিতে সর্বদায় প্রস্তুত আছি।আপনাদের উপকার হলে আমার স্বার্থকতা।ধন্যবাদ।আপনি যদি ডিজাইন শিখতে আগ্রহি হন এবং যদি কোন business card, Flyer,poster, banner, ইত্যাদি এর sample file or resource file এখনো না পেয়ে খাকেন তাহলে নিচের সাইট থেকে FREE DOWNLOAD করতে পারেন।
  • একটি ভাল মানের ডিজাইন সাইটের লিংক নিচে দিলাম ঐখান থেকে আপনি  সকল সকল প্রকার ভাল মানের ডিজাইন ফন্ট থেকে শুরু করে Buiness card, Flyer,poster, banner, Resume, Invoice paper, T-shirt mockup, poster mockup, Business card mockup, video tutorial ও সকল প্রকার  গ্রাফিকস রিসোর্স পাবেন। চাইলে ঘুরে আসতে পারেন।

 

আরো ভাল করে বোঝার জন্য একটি ইউটিউবের ভিডিও লিং সার্চ করে দিলাম।

 

Level 0

আমি rinku emran। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 12 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 23 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস