হ্যালো বন্ধুরা
কেমন আছেন সবাই ? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন।
আমি ও আপনাদের দোয়ায় অনেক ভাল আছি।
আজকে ফেসবুকে আমার জন্ম দিন গিয়েছে, তাই ভাবলাম আজ কিছু স্পেশাল সেয়ার করি।
আর সেই জন্যই আপনাদের জন্য নিয়ে এলাম আমার বাচাই করা সুন্দর চকচকে তকতকে একদম প্রফেশনাল কিছু বিজনেস কার্ড টেম্পলেট। 🙂
দেখলেই জিবে জল এসে যাবে ।
আপনি চাইলে এখনই ডাউনলোড় করে রাখতে পারেন। পরে আপনি আপনার নিজের কোন প্রজেক্ট এ ব্যবহার করতে পারবেন।
এই টেম্পলেট আপনার যে সকল কাজে আসতে পারে।
১। ইচ্ছা মত কালার চেঞ্জ করতে পারবেন।
২। নিজের ইনফো দিয়ে টেক্ট বসাতে পারবেন।
৩। ইচ্ছা মত সেফ গুলো কে ইডিট করতে পারবেন (তবে আপনি প্রফেশনাল না হলে সেফ ইডিট না করাই ভালো )
৪। প্রফেশনাল বিজনেস কার্ড ডিজাইন এর উপর একটা আইডিয়া পাবেন।
৫। আপনার প্রচুর পরিমান সময় অপচয় থেকে রক্ষা পাবেন :D।
এই রকম আরো অনেক কিছুই জানতে ও বুঝতে পারবেন।
তো চলুন দেখে নেই কি কি টেম্পলেট থাকছে এখানে।
কি জিবে জল চলে এল তাই না ?? 😀
তো চলুন আর দেরি না করে এখুনি ডাউনলোড় করে নিন, তবে ডাউনলোড় করার জন্য আপনাকে একটু কস্ট করতে হবে।
ডাউনলোড় লিঙ্কটা আমি সুধু মাত্র আমার YouTube চ্যানেল এ শেয়ার করছি। তো আপনাকে একটু কস্ট করে প্রথমে আমার YouTube এ যেতে হবে।
আশা করছি কিছু মনে করবেন না। আমার YouTube এ গ্রাফিক্স এর আরো অনেক টিউটোরিয়াল পাবেন।
আপনাদের কিছু জানার থাকলে আমার সাথে যোগাযোগ করুন।
আমি অচেনা মানুষ রিলোড়েড। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 29 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।