যেকোন ডিজাইনের প্রাণ হলো রং। শুধুমাত্র একটা পরিপূর্ণ রং-এর মিশ্রণ ডিজাইনকে আকর্ষণীয় করে তোলে। একজন ডিজাইনারের বা যারা ফটোশপে/ইলাস্ট্রেটরে কাজ করেন তাদের জন্য একটা পরিপূর্ণ রং-এর মিশ্রণ বা কালার কম্বিনেশন করা অন্যতম জটিল কাজ।
যদিও আমি ডিজাইনার না, তারপরেও শখের বশে মাঝে-মধ্যে ফটোশপে টুকটাক কাজ করি, আর এই কাজগুলো করতে গিয়ে সবচেয়ে বিপদে পড়ি কোন কিছুর ব্যাকগ্রাউণ্ডের কালার কম্বিনেশন বা সিলেকশন করার সময়। নেটে এই বিষয়ে খোজাখুঁজি করতে গিয়ে “ডিজাইনস্কুল.ক্যানভা.কম” ওয়েবসাইটে একটা লেখা পাই যা হলো “১০০ অসাধারণ কালার কম্বিনেশন”।
এই “১০০ অসাধারণ কালার কম্বিনেশন” যে জিনিস-টা আমার সবচেয়ে ভালো লেগেছে তা হলো কালার-এর সাথে এর কোড নং দেওয়া আছে, যা খুব দ্রুত কালার বের করতে সাহায্য করে। এই কালার কম্বিনেশন আমি এখানে শেয়ার করছি, আশা করি ভালো লাগবে।
মূলত ৪ ভাগে এই কালার কম্বিনেশন দেওয়া আছে, তা হলো
১। নেচার/প্রকৃতি। (পর্ব - ০১)
২। ফুড এন্ড ড্রিংক/ খাবার এবং পানীয়্। (পর্ব - ০২)
৩। ট্রাভেল / ভ্রমণ।(পর্ব - ০৩)
৪। এভরিডে আইটেম / নিত্য ব্যবহার্য দ্রব্য।(পর্ব - ০৪)
পর্ব ০১: ডিজাইনারদের জন্য ১০০ অসাধারণ কালার কম্বিনেশন (কোড নং সহ) – পর্ব – ০১
পর্ব ০২: ডিজাইনারদের জন্য ১০০ অসাধারণ কালার কম্বিনেশন (কোড নং সহ) – পর্ব – ০২
পর্ব ০৩: ডিজাইনারদের জন্য ১০০ অসাধারণ কালার কম্বিনেশন (কোড নং সহ) – পর্ব – ০৩
মূল আর্টিকেল: ডিজাইন ক্যানভা ব্লগ।
বিশেষ দ্রষ্ঠব্য:
টেকটিউনস বর্তমানে বিশাল একটি ব্লগ, এর আর্কাইভে উপরোক্ত বিষয় নিয়ে অন্য কোন টিউন থাকতেই পারে, যদি থাকে তবে আমি আন্তরিক ভা্বে দুঃখিত, তবে উপরোক্ত টিউনটি বাংলা কোন ব্লগের কপি-পেস্ট নয়। এর তথ্যসূত্র সম্পূর্ণ "ডিজাইন.ক্যানভা.কম" থেকে নেওয়া।
আমি মোহাম্মদ সাঈদ হোসাইন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 11 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
পর্বগুলা শেষ করার জন্য ধন্যবাদ 🙂