ডিজাইনারদের জন্য ১০০ অসাধারণ কালার কম্বিনেশন (কোড নং সহ) – পর্ব – ০১

যেকোন ডিজাইনের প্রাণ হলো রং। শুধুমাত্র একটা পরিপূর্ণ রং-এর মিশ্রণ ডিজাইনকে আকর্ষণীয় করে তোলে। একজন ডিজাইনারের বা যারা ফটোশপে/ইলাস্ট্রেটরে কাজ করেন তাদের জন্য একটা পরিপূর্ণ রং-এর মিশ্রণ বা কালার কম্বিনেশন করা অন্যতম জটিল কাজ।

যদিও আমি ডিজাইনার না, তারপরেও শখের বশে মাঝে-মধ্যে ফটোশপে টুকটাক কাজ করি, আর এই কাজগুলো করতে গিয়ে সবচেয়ে বিপদে পড়ি কোন কিছুর ব্যাকগ্রাউণ্ডের কালার কম্বিনেশন বা সিলেকশন করার সময়। নেটে এই বিষয়ে খোজাখুঁজি করতে গিয়ে “ডিজাইনস্কুল.ক্যানভা.কম” ওয়েবসাইটে একটা লেখা পাই যা হলো “১০০ অসাধারণ কালার কম্বিনেশন”

এই “১০০ অসাধারণ কালার কম্বিনেশন” যে জিনিস-টা আমার সবচেয়ে ভালো লেগেছে তা হলো কালার-এর সাথে এর কোড নং দেওয়া আছে, যা খুব দ্রুত কালার বের করতে সাহায্য করে। এই কালার কম্বিনেশন আমি এখানে শেয়ার করছি, আশা করি ভালো লাগবে।

মূলত ৪ ভাগে এই কালার কম্বিনেশন দেওয়া আছে, তা হলো

১। নেচার/প্রকৃতি। (পর্ব - ০১)

২। ফুড এন্ড ড্রিংক/ খাবার এবং পানীয়্। (পর্ব - ০২)

৩। ট্রাভেল / ভ্রমণ।(পর্ব - ০৩)

৪। এভরিডে আইটেম / নিত্য ব্যবহার্য দ্রব্য।(পর্ব - ০৪)

 

 

নেচার/প্রকৃতি (পর্ব - ০১)

 

01.  Fresh & Bright

Fresh & Bright

 

02. Subdued & Professional

Subdued & Professional

 

03. Dark & Earthy

Dark & Earthy

 

04. Crisp & Dramatic

Crisp & Dramatic

 

05. Cool Blues

Cool Blues

 

06. Outdoorsy & Natural

Outdoorsy & Natural

 

07. Watery Blue-Greens

Watery Blue-Greens

 

08. Primary Colors With a Vibrant Twist

Primary Colors With a Vibrant Twist

 

09. Refreshing & Pretty

Refreshing & Pretty

 

10. Playful Greens & Blues

Playful Greens & Blues

 

11. Fresh & Energetic

Fresh & Energetic

 

12. Surf & Turf

Surf & Turf

 

13. Autumn in Vermont

Autumn in Vermont

 

14. Icy Blues and Grays

Icy Blues and Grays

 

15. Birds & Berries

Birds & Berries

 

16. Day & Night

Day & Night

 

17. Stylish & Retro

Stylish & Retro

 

18. Shades of Citrus

Shades of Citrus

 

19. Sunset to Dusk

Sunset to Dusk

 

20. Bright & Tropical

Bright & Tropical

 

21. Warm Naturals

Warm Naturals

 

22. Bold Berries

Bold Berries

 

23. Summer Sunflower

Summer Sunflower

 

24. Modern & Crisp

Modern & Crisp

 

25. Timeless & Nautical

Timeless & Nautical

পর্ব ০২ : ডিজাইনারদের জন্য ১০০ অসাধারণ কালার কম্বিনেশন (কোড নং সহ) – পর্ব – ০২

পর্ব ০৩ : ডিজাইনারদের জন্য ১০০ অসাধারণ কালার কম্বিনেশন (কোড নং সহ) – পর্ব – ০৩

পর্ব ০৪ : ডিজাইনারদের জন্য ১০০ অসাধারণ কালার কম্বিনেশন (কোড নং সহ) – পর্ব – ০৪

 

বিশেষ দ্রষ্ঠব্য:
টেকটিউনস বর্তমানে বিশাল একটি ব্লগ, এর আর্কাইভে উপরোক্ত বিষয় নিয়ে অন্য কোন টিউন থাকতেই পারে, যদি থাকে তবে আমি আন্তরিক ভা্বে দুঃখিত, তবে উপরোক্ত টিউনটি বাংলা কোন ব্লগের কপি-পেস্ট নয়। এর তথ্যসূত্র সম্পূর্ণ "ডিজাইন.ক্যানভা.কম" থেকে নেওয়া।

Level 0

আমি মোহাম্মদ সাঈদ হোসাইন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 11 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level New

ফটোশপে কিভাবে কালার গুলো এপ্লাই করবো তা যদি বিশ্লেষণ করেন তাহলে ভালো হয়।

    যেকোন জিজাইনের ব্যাকগ্রাউণ্ড এবং ফোরগ্রাউণ্ড-এর কালার কম্বাইণ্ড বা ম্যাচিং করার জন্য উপরোক্ত ছবির কালারগুলো উদাহরণ হিসেবে ব্যবহার করতে পারেন। উদাহরণস্বরুপ: যদি ১৭ নং ছবির কথা ধরেন, তাহলে আপনি ব্যাকগ্রাউণ্ড কালার হিসেবে “SKY (#75B1A9)” ব্যবহার করলে, ফোরগ্রাউণ্ড-এর কালার হিসেবে “Sunglow (#D9B44A)” ব্যবহার করতে পারেন, এতে ডিজাইনটা সুন্দর হবে। আর যদি বলেন ফটোশপে কালার কোড কিভাবে ব্যবহার করবেন? তাহলে বলতে হয় ফটোশপে কোন কিছু কালার করার সময় যে কালার প্যালেট দেখা যায়, তার একদম নিচ দিয়ে “#”-এর পাশে কিছু নং দেখবেন ঔইগুলোই কালার কোড, “#” –এর পাশে “(75B1A9)” কোড নং লিখে দিলে “SKY” কালারটি পেয়ে যাবেন।

Level 0

অনেক অনেক ধন্যবাদ,
আমার এন্ড্রয়েড অ্যাপসের ব্যাকগ্রাউন্ড এবং বাটনের জন্য কাজে লাগবে

কাজে লাগবে জেনে খুশি হলাম।