নতুন গ্রাফিক্স ডিজাইনারদের জন্য গাইডলাইন
আসলে শুধুমাত্র পরিশ্রমের মাধ্যমে একজন ডিজাইনার হওয়া সম্ভব নয়, প্রয়োজন পরিকল্পিত পরিশ্রম। আর সেজন্য প্রয়োজন সঠিক গাইডলাইন। সঠিক গাইড লাইনের অভাবে অনেকের ডিজাইনার হওয়ার সপ্নটা পুরন হয়নি।
যারা নতুন গ্রাফিক্স ডিজাইনার হওয়ার চিন্তা করতেছেন তারা
এই ১০টি পয়েন্টকে গাইডলাইন ভাবতে পারেন।
১। একজন প্রফেশনাল মানের ডিজাইনার হতে গেলে আপনাকে অনেক শ্রম ও সময় দিতে হবে। পাশাপাশি আপনার ধৈর্য্য ধারন করার ক্ষমতাও থাকতে হবে। কারন এটা অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার। আপনি যদি চিন্তা করেন দু এক মাসের মধ্যেই ডিজাইনার হয়ে যাবেন, তাহলে সেটা সম্ভব নয়। সময় দেয়ার মন মানসিকতা থাকতে হবে আপনার।
২। একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনাকে প্রথমেই সিদ্ধান্ত নিতে হবে, আপনি কোন ধরনের ডিজাইনার হবেন (মানে কি ডিজাইন করবেন)। কারন, ডিজাইনার অনেক ধরনের আছে, এবং আছে অনেক ধরনের ডিজাইন। তাই আপনাকে একটু ভেবেচিন্তে সিদ্ধান্ত নিতে হবে। সেক্ষেত্রে, কোনটার প্রতি আপনার আগ্রহ বেশী বা আপনি মনে করছেন কোন বিষয়টা আপনাকে দিয়ে হবে এবং সেটাই শুরু করুন।
৩। যদি সিদ্ধান্ত নেয়া হয়ে যায়, তাহলে সেই বিষয়ের উপর একটা কোর্স করে ফেলেন। ভাববেননা যে, একটা সর্ট কোর্স করলেই আপনি ডিজাইনার হয়ে যাবেন। কোর্স করলে সর্ট টাইমের মধ্যেই আপনি প্রাথমিক ধারনা পেয়ে যাবেন মানে আপনি টুলস এর ব্যবহার শিখে ফেলবেন। সেটা অনলাইন থেকে শিখতে গেলে আপনার অনেক সময় নষ্ট হবে এবং বিরক্ত বোধ করবেন (শুরুতেই থেমে যাওয়ার আশংকা ও থাকে)। যেহেতু আপনি শুরু করার মতো ক্ষমতা অর্জন করে ফেলেছেন তাই বসে না থেকে শুরু করেন।
৫। শুরু করছেন, কিন্তু হচ্ছে না? সার্চ দেন গুগলে, আর দেখতে থাকেন youtube এ আপনার ডিজাইন রিলেটেড ভিডিও। প্রথমে চেষ্টা করুন ভিডিওর মত করতে, তারপর নিজে ভিন্ন কিছু চেষ্টা করেন।
৬। প্রতিদিন নতুন নতুন বিষয় নিয়ে নাড়াচাড়া করুন। মানে নতুন প্রজেক্ট হাতে নেন। একটা নিয়ে পড়ে থাকবেন না।
৭। সফল ডিজাইনারদের সাথে চলাফেরা করুন, তাদের সাথে ডিজাইন নিয়ে আলোচনা করুন।
৮। নতুন নতুন প্রজেক্ট দেখুন। এবং বুঝতে চেষ্টা করুন সেগুলো কিভাবে করা হয়েছে, কোন ইফেক্ট বা কোন কালার স্কিম ব্যবহৃত হয়েছে। আর নতুনত্ব কি আনা হয়েছে।
৯। বিভিন্ন ডিজাইন communities এবং contest এ যোগ দেন। তাদের প্রজেক্ট গুলো দেখেন এবং নিজেরটাও শেয়ার করেন। তাতে অন্যদের টা দেখে শিখতে পারবেন, পাশাপাশি নিজের কাজের মান যাচাই করতে পারবেন।
১০। আপনি এ পর্যন্ত যা শিখেছেন তা শেয়ার করুন পছন্দমত প্লাটফর্মে অথবা নিজের ব্লগে। এতে আপনার ভুলগুলো বুঝতে পারবেন পাশাপাশি অন্যদের কাছ থেকে নতুন আইডিয়া পেতেও পারেন।
লেখাগুলো পড়ার জন্য ধন্যবাদ।
সময় পেলে গুরে আসবেন আমার ব্লগে
ওহে আরেকটি কথা বলতে ভুলে গেলাম। কথা হচ্ছে -
আপনি মুখে বললেন ডিজাইনার হবেন, আর হয়ে গেলেন, এরকম কিছু না বা কেউ আপনাকে ডিজাইনার বানিয়ে দিতে পারবেনা। এটা একটা ক্রিয়েটিভিটি, একটা আর্ট, একটা শিল্প। আর সেই ক্রিয়েটিভিটি আপনার মধ্যে আছে কি না সেটা সবার আগেই ভেবে দেখেন। সেক্ষেত্রে ছেটোবেলা থেকে আঁকা'আঁকির অভ্যেস থাকলে সহায়ক হবে.
আমি মাসরুব আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 35 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
No to say no
many many thanks …………for your suggestion.