১)গতপর্বে আপনারা দেখেছিলেন কীভাবে আগুন তৈরি করা যায়,আজ দেখবেন কীভাবে খুব সহজেই ওয়ালপেপার তৈরি করা যায় যা দেখতে হবে নিচের মত।(ছবিগুলার স্ক্রীনশট ভালো হয়নি বলে দুঃখিত)
১)নতুন ডকুমেন্ট খুলুন নীচের মত সেটিংসবিশিষ্ট এবং ok করুন
২)লেয়ার প্যানেল থেকে ব্যাকগ্রাউন্ড লেয়ারটি ডুপ্লিকেট করুন এবং ডুপ্লিকেটেড লেয়ারটি সিলেক্ট করুন।
৩) ফোরগ্রাউন্ড কালার কালো সিলেক্ট করে Alt+Delete প্রেস করুন।ফলে ডকুমেন্টটি কালো হবে।
৪) ব্রাশ সিলেক্ট করে নিচের ব্রাশ সেটিং করুন।(ব্রাশ দুই ধরনের:soft round,hard round.এক্ষেত্রে যেকোনো soft round ব্রাশ সিলেক্ট করে master Diameter ৮৫ করুন।)
৫)ফোরগ্রাউন্ড কালার সাদা সিলেক্ট করুন
৬)মেনুবার থেকেLayer->New->Layer।বক্স আসলে ok করুন।
৭)ডকুমেন্টের নিচের কোণায় মাউস নিয়ে একবার ক্লিক করুন।
৮)নতুন লেয়ারের Layer1 লেখাটির উপর রাইট ক্লিক করে Blending option এ যান।নিচের মত Value ঠিক করুন।
৯)আবার Layer->New->Layer
এই লেয়ারে নিচের কোণায় বাম কোণায় আবার একটি ক্লিক করুন।(ব্রাশ সিলেক্ট থাকা অবস্থায়)
১০)আবার এই লেয়ারের Blending option এ যান।নিচের মত value ঠিক করুন
ফলে নিচের ছবির মত হবে।
১১)আবার Layer->New->Layer
এ লেয়ার সিলেক্ট থাকা অবস্থায় Rectangular marquee tool সিলেক্ট করে নিচের মত করুন।
১২)forground color হিসেবে নিচের কালার সিলেক্ট করুন।
১৩)Alt+Delete প্রেস করুন।সিলেকশান ডিসিলেক্ট করুন।
১৪)মেনুবার থেকে Filter->Distort->shear
১৫)নিচের মত বক্স দেখা যাবে।এর মান নিচের মত সেট করুন।এরপর ok করুন।
১৬)Edit->Free transform অথবা ctrl+T.ফাইবারকে ঘিরে একটি বক্স আসবে।বক্সটি ঘুরিয়ে এবং মুভ টুল দিয়ে ফাইবারটি নিচের মত জায়গায় রাখুন।বক্সটি ঘুরিয়ে ফাইবারকে আকাঙ্খিত জায়গায় রাখার পরে Enter প্রেস করলে ফাইবারটি উক্ত জায়গায় সেট হবে।
১৭)ctrl+T প্রেস করে আবার বক্স আনুন এবং এটিকে ড্র্যাগ করে ফাইবারটি লম্বা করুন নিচের মত।
Enter প্রেস করুন।
১৮)ইরেজার সিলেক্ট করে নিচের মত ইরেজারের মান সেট করুন
১৯) ইরেজার দিয়ে ফাইবারের নিচের দিকে আস্তে আস্তে বাববার মুছতে থাকুন।ফলে নিচের ছবির মত রেজাল্ট পাবেন।
২০)ফাইবারটি যে লেয়ারে আঁকা হয়েছে সে লেয়ারের নামে রাইট বাটন ক্লিক করে যে অপশন আসবে তা থেকে Blending option সিলেক্ট করে নিচের মত মান ঠিক করুন।
নিচের ছবির মত হবে।
২১)(১১) নং থেকে (১৯) নং ধাপ অনুসরন করে নিচের ছবির মত তৈরি করুন।(মনে রাখবেন,প্রতিটা ফাইবার এক একটি আলাদা লেয়ারে তৈরি করুন।প্রতিটা ফাইবারের shear এর মান একই হবে।এক্ষেত্রে নীল ফাইবারের জন্য Blending option এ নিচের মত মান সেট করুন।
আপনি ইচ্ছা করলে প্রতিটা ফাইবার আলাদাভাবে তৈরি না করে একটি নীল ফাইবার তৈরি করে সেই ফাইবারের লেয়ারের ডুপ্লিকেট করুন এবং মুভ টুল দিয়ে প্রয়োজন মত নাড়িয়ে সঠিক জায়গায় স্থাপন করুন।গোলাপী ফাইবারের খেত্রেও এই কাজটি করতে পারেন।গোলাপী ফাইবারের জন্য নিচের মত Blending option ঠিক করুন।
হলুদ ফাইবারের জন্য নিচের মত Blending option ঠিক করুন।
ফলে নিচের মত ছবি পাবেন।
২২)আবার নতুন লেয়ার তৈরি করে তাতে Marquee tool দিয়ে লাল ফাইবার তৈরি করুন।এর পর Filter->Distort->Shear বক্স থেকে নিচের মত সেট করি।
২৩) আরো দুটি নতুন লেয়ার তৈরি করে তাতে যথাক্রমে হলুদ ও সবুজ ফাইবার তৈরি করুন।হলুদ লেয়ারের জন্য Shear value
সবুজ ফাইবারের জন্য shear value লাল ফাইবারের মতই।তবে এক্ষেত্রে shear value দুইবার apply করতে হবে।
২৪)এবার কালো ব্যাকগ্রাউন্ড লেয়ারটি সিলেক্ট করুন।এই লেয়ারের Blending option এ যান।নিচের মত সেটিংস ঠিক করুন।
২৫)লাল,হলুদ ও সবুজ ফাইবারকে যথাস্থানে বসিয়ে নিচের মত
ছবি পাওয়া যাবে।
২৬) Layer->Flatten image.ফলে সব লেয়ার একটি লেয়ারে পরিণত হবে।
ব্যস,তৈরি হয়ে গেল আপনার ওয়ালপেপার।এটিকে ছোট করে ওয়েব সাইটের ব্যনার হিসেবে ব্যবহার করা যায়।যে কোনো সাইটের ব্যাক গ্রাইন্ড হিসেবে সেট করা যায়।পরবর্তী পোষ্টে আপনাদের দেখান হবে কীভাবে কাঠের টেক্সার তৈরী করা যায়
আমি MITHU। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 88 টি টিউন ও 1232 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ধন্যবাদ আপনাকে সুন্দর একটি টিউন করার জন্য। কাজে লাগবে কখনো্