6 শ্রেষ্ঠ লোগো মেকার এবং ক্রিয়েশন টুলস

 

আজকাল প্রায় সব প্রতিষ্টান নিজেদের লগো ব্যবহার করে, যেমন টুইটারের পাখি ফেসবোকের F, গুগল এর G এবং টেকটিউনস এর TT। তাছাড়া লগো ডিজাইন দিয়ে অনলাইনে গড়ে নিতে  পারেন আপনার ক্যারিয়ার।

আজ আমি আপনাদের সাথে সেয়ার করব ৬ টি দারুন লগো ডিজাইন Software যা দ্বারা খুভ সহজেই আপনি আপনার কাংকিত লগো ডিজাইন করতে পারবেন।

ত শুরু করা যাক

1. Adobe Illustrator

গ্রাফিক ডিজাইন সফটওয়্যার সাম্রাজ্যের রাজা বলা যেতে পারে Adobe Illustrator
কে। রাজা বলার পেছনের কারন হল Adobe Illustrator এমন একটি সফটওয়্যার যার মধ্যে রয়েছে অসংক ফিয়েচার যার দ্বারা খুব সহজেই সুন্দর লগো ডিজাইন করা সম্ভব।

কিভাবে Adobe Illustrator দিয়ে লগো ডিজাইন করবেন? এই ভিডিও টা আপনাদের হেল্প করতে পারে।

 

2. Logomaker

আপনি যোদি শুধু মাত্র আপনার অনলাইন সাইট এর জন্য লগো ডিজাইন করতে চান তাহলে Logomaker হল আপনার জন্য সবচেয়ে ভাল পদ্ধতি। Logomaker একটি অনলাইন Website যা আপনাকে আপনার লগো ডিজাইন করতে দিবে এবং আপনি সেই ডিজাইন কৃত লগো HTML কোড দ্বরা আপনার সাইটে ব্যবহার করতে পারবেন। আর আপনি যোদি High Regulation এর লগো ডাউনলোড করতে চান তাহলে আপনাকে টাকা দিয়ে কিনতে হবে।

logomaker screenshot 

 

3. Laughingbird

 

Laughingbird একটি Mac ও Windows ভিত্তিক Software যা আপনি ফ্রি Trail ভার্শন অনায়াশে ব্যবহার করতে পারবেন।Laughingbird এ প্রথম থেকেই ২০০ লগো টেমপ্লেইট দিয়ে দেয়া থাকে। এবং পরবর্তীতে আপনি নিজের এবং ডাউনলোড কৃত টেমপ্লেট ব্যবহার করতে পারবেন।

4. Summitsoft Logo Design Studio

এটিও একটি Software যা কিছুটা Microsoft Office এর মত দেখতে। এটাও আপনি ফ্রি ভার্শন ব্যবহার করতে পারবেন। এটাতে রয়েছে ১৫০০ প্রি-ডিজাইন টেমপ্লেইট এবং ৫০০০+ লগো Objects। এই Software দ্বরা সহজেই আপনি আপনার লগো তে Tweak the colors, fonts, shapes and effects দিতে পারবেন এবং নিজের গ্রাফিক্স Import করে লগো ডিজাইন করতে পারবেন।

summitsoft logo design studop screenshot

 

5. LogoYes

এটি একটি অনলাইন লগো ডিজাইন Website যা দ্বরা আপনি লগো ডিজাইন করতে পারবেন কিন্তু টাকা ছাড়া ডাউনলোড করতে পারবেন না।

logoyes screenshot

 

6. Sothink

 

এটা একটি software। এটাও আপনি ফ্রি Trail ব্যবহার করে লগ ডিজাইন করতে পারবেন। এটা দ্বরা আপনার পূর্বে ডিজাইন কৃত লগো পুনরায় ডিজাইন করতে পারবেন।

 

 

টিউনটি প্রথম http://Tikanabd.com ইংলিশ এ সেয়ার করা হয়ে

আজ এই পর্যন্তই। কোন প্রকার ভুল হলে ক্ষমা করে দিবেন। আর আমার বানান ভুলের জন্য আগেই ক্ষমা চায়ে নিচ্ছি।

আর আমার টিউনটি ভাল লাগলে আমার Website টা ঘুরে আসতে ভুলবেন না।

 

ধন্যবাদ।

 

Level 0

আমি রাজন আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 9 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস