আসসালামু আলাইকুম,
আশা করি সবাই ভাল আছেন। বর্তমান প্রেক্ষাপটে দিন দিন প্রযুক্তির অগ্রসর হচ্ছে। আর সাথে সাথে সকল মানুষও নিজেকে প্রযুক্তির সাথে মিলিয়ে নিয়ে চলার চেষ্টা করছে। সেই সাথে বেড়ে চলছে প্রযুক্তিময় কাজও। কিছুদিন আগেও মানুষ যে কাজ করার চিন্তাও করেনি, সে কাজ এখন আস্তে আস্তে মানুষের উন্নয়নের সাহস দিচ্ছে।
এ সকল প্রযুক্তিভিত্তিক কাজের মধ্যে অন্যতম কাজ হচ্ছে Graphic & Visual Design. সর্বক্ষেত্রিই Design অগ্রাধিকার পাচ্ছে। যাদের Design Quality যত ভাল সে তত বেশি নিজেকে এগিয়ে নিতে সক্ষম হচ্ছে। তাই আমরা যদি এখন থেকেই ভালভাবে আমাদের Design Quality কে সুন্দর করে অগ্রসর হতে পারি তাহলে অদূর ভবিষ্যতে আমাদের জন্য একটা উন্নত জীবন অপেক্ষা করবে।
>>Graphic & Visual Design কি???
কোন একটা প্লাটফর্ম বা যে কোন জিনিসের বাহ্যিক সৌন্দর্য সৃষ্টি করার জন্য Design এর বিভিন্ন প্রয়োজনীয় টুল যেমন, image, fonts, colors, shapes এবং অন্যান্য আরো উপাদান সমূহের সঠিক ব্যবহারের মাধ্যমে যে নকশা বা ডিজাইন করা হয় তা-ই হচ্ছে Visual Design.
সহজে যদি বলতে যাই তাহলে, একটা ডিজাইন করার সময় আমরা যে সকল উপাদান ব্যবহার করে থাকি, তা সঠিক ভাবে প্রয়োগ করে একটা ডিজাইন করার নামই Visual Design.
>>Graphic & Visual Design কেন শিখবো এবং এর গুরুত্ব কতটুকু???
প্রতিটা বস্তুর-ই সুন্দর, আরো সুন্দর, সবচেয়ে সুন্দর, দারূণ সুন্দর আছে। আর ডিজাইন করার ক্ষেত্রে এই জিনিস টা সবচেয়ে বেশি প্রয়োগ করতে হয়। কেননা, যে বস্তুর সৌন্দর্য্য যত বেশি অর্থাৎ ডিজাইন যত সুন্দর সেটার প্রতি মানুষের ভালবাসা, সম্মান ও অনেক বেশি হয়।
উদাহরণ হিসেবে যদি বলতে চাই তাহলে বলবো আপনি আমাদের ঢাকা এবং দুবাই এর দিকে তাকান। দুবাই শহরের দিকে যদি তাকান তাহলে ঢাকা শহর আপনার কাছে ভাল লাগবে না। কারণ ও শহরটার সৌন্দর্য্য অনেক বেশি। কেননা, সেটা খুব সুন্দর ভাবে ডিজাইন করে সাজানো হয়েছে।
আপনি মনে করে দেখুন, ইন্টারনেটে যখন আপনি Google এ কোন কিছু সার্চ দেন তখন অনেক রেজাল্ট আপনার সামনে আসে এবং আপনি একটার পর একটা লিংকে Click করার মাধ্যমে বিভিন্ন ওয়েব সাইট ভিজিট করেন আপনার প্রয়োজনীয় তথ্য খোজার জন্য। তখন, আপনার সামনে মাঝে মাঝে এমন কিছু website এসে যায়, যার ডিজাইন বাজে হওয়ার কারণে বা দেখতে খারাপ হওয়ার আপনি সেখান থেকে তাড়াতাড়ি বের হয়ে যান। (যদিও সেখানে আপনার কাক্ষিত তথ্যটি থাকতে পারতো, কিন্তু ডিজাইন বা দেখতে খারাপ হওয়ার কারণে আপনি তথ্য না খুজেই বের হয়ে যান।)
তাই সুন্দর ডিজাইন এর বিকল্প কিছুই নাই। আপনি যত ভাল একজন ডিজাইনার হতে পারবেন তত বেশি আপনি সাকসেস হতে পারবেন।
তাছাড়া, আমাদের দেশে অনেকেই ফ্রিল্যান্স পেশা হিসেবে ডিজাইনকে বেছে নেন। কিন্তু দেখা যায় যে, তারা কয়েকদিন পরে খারাপ ফিডব্যাক পায় এবং ব্যার্থ হয়ে ডিজাইন করার আশা ছেড়ে দেয়।
কিন্তু যদি তারা ডিজাইনকে পেশা হেসেবে নেওয়ার আগে Graphic & Visual Design সম্পর্কে ভাল ধারণা নিত এবং এটার উপরে একটু পড়াশুনা বা কোর্স করতো তাহলে হয়তো সে কখনোই ভেঙ্গে পড়তো না।
তাছাড়া বর্তমানে, Website Design, Mobile Application Design এর প্রচুর চাহিদা রয়েছে এবং এটার উপরে নিজের প্রফেশনাল ক্যারিয়ার গড়ার ব্যাপক সম্ভাবনা রয়েছে।
তাই যদি কেউ এই কাজ শুরু করতে চায় বা শুরু করার আগে Graphic & Visual Design সম্পর্কে ভাল একটা ধারণা বা একটা কোর্স করে Website Design, Mobile Application Design এর কাজ শুরু করে। তাহলে সে কখনোই হাফ ছেড়ে দিবে না। বরং প্রতিটা কাজেই সে সফল।
আর, শুধু Website Design, Mobile Application Design এই নয়, বরং সকল ডিজাইন এর ক্ষেত্রে Graphic & Visual Design গুরুত্ব অনেক অনেক বেশি।
++++++++চলবে++++++++ যদি আপনাদের ভাল সাড়া পাই 😀
ধন্যবাদ
আমি তাহমিদ হাসান
(যে কোন সময় যে কোন ধরেনের প্রশ্ন আমাকে ফেইসবুকে করতে পারেন ডিজাইন সম্পর্কে)
FACEBOOK এ আমি
TAHMID HASAN
আমার অফিসিয়াল গ্রুপ
আমার তথ্যপ্রযুক্তি বিষয়ক অফিসিয়াল পেইজ
আমি তাহমিদ হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 36 টি টিউন ও 65 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
carry on !