Ramadan Calendar 2015 Bangladesh | ২০১৫ সালের রমজানের ক্যালেন্ডার

ক্যালেন্ডারটি সংগ্রহ করা হলে শেয়ার করতে ভূলবেন না।

পরম করুণাময় মহান আল্লাহর নামে-

রমজান মাস খুবই নিকটে।

চন্দ্র হিসেবে জুন মাসের ১৯ তম দিন থেকে রোজা শুরু হতে পারে। (চাঁদ উঠার উপর নির্ভর করবে)

তাই আমাদের সকলেরই রমজানের ক্যালেন্ডারটি খুবই জরুরী।

প্রতিবছরের মত এবারও 'ইসলামের আলো বিডি' রমজানের ক্যালেন্ডারের জেপিজি ভার্সন প্রকাশ করেছে।

উল্লেখ্য: কিছুদিন পূর্বে টেকটিউন্সে আরেকটি ক্যালেন্ডার পাবলিশ করেছিলাম, কিন্তু সে সময়সূচীটি ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের সাথে মিলে নি। তাই নতুন করে পাবলিশ করলাম।

আপনারা চাইলেই নিচের লিঙ্কগুলো থেকে আপনাদের কপিটি সংগ্রহ করতে পারেন।

উচ্চ কোয়ালিটিঃ

৪৪৭৮ × ৬৩৩৪ পিক্সেল।

২৮৩ ডিপিআই রেজুলেশন।

১০.৮ মেগাবাইট।

কপি.কম থেকে ডাউনলোড করার লিঙ্ক।

মধ্যম কোয়ালিটিঃ

২৩৭৪ × ৩৩৫৭ পিক্সেল।

১৫০ ডিপিআই রেজুলেশন।

৫.০০ মেগাবাইট।

কপি.কম থেকে ডাউনলোড করার লিঙ্ক।

ডাউনলোড করার পর ফাইলে ডাবল ক্লিক করে আপনার ড্রাইভে এক্সট্রাক করে নিবেন।

বি: দ্র: সময়সূচিটি ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক পাবলিশকৃত।

 

সাথে জেনে নেই রোজা ভঙ্গের কারণ সমুহঃ
১. ইচ্ছাকৃত পানাহার করলে।
২ স্ত্রী সহবাস করলে ।
৩. কুলি করার সময় হলকের নিচে পানি চলে গেলে।
৪. ইচ্ছকৃত মুখভরে বমি করলে।
৫. নাকে বা কানে ওষধ বা তৈল প্রবেশ করালে।
৬. জবরদস্তি করে কেহ রোজা ভাঙ্গালে ।
৭. ইনজেকশান বা স্যালাইরনর মাধ্যমে দেমাগে ওষধ পৌছালে।
৮. কংকর পাথর বা ফলের বিচি গিলে ফেললে।
৯. সূর্যাস্ত হয়েছে মনে করে ইফতার করার পর দেখা গেল সুর্যাস্ত হয়নি।
১০. পুরা রমজান মাস রোজার নিয়ত না করলে।
১১. দাঁত হতে ছোলা পরিমান খাদ্য-দ্রব্য গিলে ফেললে।
১২. ইচ্ছাকৃত লোবান বা আগরবাতি জ্বালায়ে ধোয়া গ্রহন করলে।
১৩. মুখ ভর্তি বমি গিলে ফেললে ।
১৪. রাত্রি আছে মনে করে সোবহে সাদিকের পর পানাহার করলে।
রোজার নিয়তঃ
নাওয়াইতু আন আছুমাগাদাম মিন শাহরি রমাজানাল মুবারাকি ফারদ্বল্লাকা ইয়া আল্লাহু ফাতাকাব্বাল মিন্নি ইন্নীকা আন্তাস সামিউল আলীম।

ইফতারির দোয়াঃ

আল্লাহুম্মা লাকা ছুমতু ওয়া তাওয়াক্কালতু আলা রিজক্কিকা আফতারতু বি-রহমাতিকা ইয়া আরহামার রহিমীন।
আসুন ভাই আমরা সবাই রমজানের রোজা রাখি এবং রমজানের প্রকৃত শিক্ষা গ্রহন করি।

জাযাকাল্লাহু খাইরান।

 

সৌজন্যে: ইসলামের আলো বিডি

Level 2

আমি হাসান মাহমুদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 28 টি টিউন ও 141 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ

ধন্যবাদ !

ধন্যবাদ। নতুন কোন এপস থাকলে শেয়ার করেন।

    @সাইমুম বিজয়: আমার সংগ্রহে নেই। থাকলে ইনশাআল্লাহ শেয়ার করব।
    টিউমেন্ট করার জন্য ধন্যবাদ।

Level 0

amar ata dorkar silo Thanks

    @অপু: টিউমেন্ট করার জন্যে আপনাকেও ধন্যবাদ।