Ramadan Calendar 2015 Bangladesh | ২০১৫ সালের রমজানের ক্যালেন্ডার

ক্যালেন্ডারটি সংগ্রহ করা হলে শেয়ার করতে ভূলবেন না।

 

পরম করুণাময় মহান আল্লাহর নামে-
রমজান মাস খুবই নিকটে।
চন্দ্র হিসেবে জুন মাসের ১৮ তম দিন থেকে রোজা শুরু হতে পারে। (চাঁদ উঠার উপর নির্ভর করবে)
তাই আমাদের সকলেরই রমজানের ক্যালেন্ডারটি খুবই জরুরী।
প্রতিবছরের মত এবারও 'ইসলামের আলো বিডি' রমজানের ক্যালেন্ডারের জেপিজি ভার্সন প্রকাশ করেছে।
আপনারা চাইলেই নিচের লিঙ্কগুলো থেকে আপনাদের কপিটি সংগ্রহ করতে পারেন।

উচ্চ কোয়ালিটিঃ

৪৪৭৮ × ৬৩৩৪ পিক্সেল।

২৮৩ ডিপিআই রেজুলেশন।

১১.০২ মেগাবাইট।

মিডিয়াফায়ার থেকে ডাউনলোড করার লিঙ্ক।

মধ্যম কোয়ালিটিঃ

৪৪৭৮ × ৪৩৩৪ পিক্সেল।

১৫০ ডিপিআই রেজুলেশন।

৫.৬৯ মেগাবাইট।

মিডিয়াফায়ার থেকে ডাউনলোড করার লিঙ্ক।

সাথে জেনে নেই রোজা ভঙ্গের কারণ সমুহঃ
১. ইচ্ছাকৃত পানাহার করলে।
২ স্ত্রী সহবাস করলে ।
৩. কুলি করার সময় হলকের নিচে পানি চলে গেলে।
৪. ইচ্ছকৃত মুখভরে বমি করলে।
৫. নাকে বা কানে ওষধ বা তৈল প্রবেশ করালে।
৬. জবরদস্তি করে কেহ রোজা ভাঙ্গালে ।
৭. ইনজেকশান বা স্যালাইরনর মাধ্যমে দেমাগে ওষধ পৌছালে।
৮. কংকর পাথর বা ফলের বিচি গিলে ফেললে।
৯. সূর্যাস্ত হয়েছে মনে করে ইফতার করার পর দেখা গেল সুর্যাস্ত হয়নি।
১০. পুরা রমজান মাস রোজার নিয়ত না করলে।
১১. দাঁত হতে ছোলা পরিমান খাদ্য-দ্রব্য গিলে ফেললে।
১২. ইচ্ছাকৃত লোবান বা আগরবাতি জ্বালায়ে ধোয়া গ্রহন করলে।
১৩. মুখ ভর্তি বমি গিলে ফেললে ।
১৪. রাত্রি আছে মনে করে সোবহে সাদিকের পর পানাহার করলে।
রোজার নিয়তঃ
নাওয়াইতু আন আছুমাগাদাম মিন শাহরি রমাজানাল মুবারাকি ফারদ্বল্লাকা ইয়া আল্লাহু ফাতাকাব্বাল মিন্নি ইন্নীকা আন্তাস সামিউল আলীম।

ইফতারির দোয়াঃ

আল্লাহুম্মা লাকা ছুমতু ওয়া তাওয়াক্কালতু আলা রিজক্কিকা আফতারতু বি-রহমাতিকা ইয়া আরহামার রহিমীন।
আসুন ভাই আমরা সবাই রমজানের রোজা রাখি এবং রমজানের প্রকৃত শিক্ষা গ্রহন করি।
জাযাকাল্লাহু খাইরান।

সৌজন্যে: ইসলামের আলো বিডি।

Level 2

আমি হাসান মাহমুদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 28 টি টিউন ও 141 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ohh nice tune many many thanks 🙂

ডাউনলোড সমস্যা করতেছে,…..েআর উপকার হবে যদি ইলেষ্টেটর ফাইল শেয়ার করলে আপনার কাছে কৃতজ্ঞ থাকিবো.

    @আনছার আলী: আগে ইলিষ্ট্রেটর ফাইল শেয়ার করতাম (২০১০-২০১৩)। কিন্তু কপিবাজরা কপি করে তাদের নামে চালিয়ে দিত। তাই ওটা বন্ধ করেছি।

ডাউনলোড সমস্যা হচ্ছে

    @Raihan Khan: মিডিয়াফায়ার ডাউনলোড লিঙ্ক দেওয়া আছে তো।

    @Raihan Khan: ইত্যোমধ্যে ১২০০+ বার ডাউনলোড ও হয়ে গেছে।

Level 2

ধন্যবাদ। 🙂

    @FA Shopnil: আপনাকেও ধন্যবাদ টিউমেন্ট করার জন্যে।

খুব সুন্দর এবং সময় উপযোগী টিউন
ধন্যবাদ শেয়ার করার জন্য

vai ek ek calender er time ek ek rokom.. konta sothik …. konta vul ? very confused…. Apnader time ki BTV channel er sathe mil kore naki onno kono niome… joruri vabe uttor din. apnader ta sothik hole ame eta onek k dibo .. so please answer !!! 🙁

    @mr. simpleman: দেখুন ইফতার ও সাহরীর সময়সূচিটি আমি নামাজের চিরস্থায়ী সময়সূচির হিসেবে তৈরি করেছি। তাই সামাণ্য একটু এদিক ওদিক হবে। তবে আরেকটা ডেট প্ল্যান পেয়েছিলাম, তার সাথে মিলও দেখেছি।

    @mr. simpleman: ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক পাবলিশকৃত কপি আপডেট করা হয়েছে। দেখুন: https://www.techtunes.io/graphics-designing/tune-id/354992