কেমন আছেন সবাই আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালই আছেন
আমি আজকে আপনাদের সাথে সেয়ার করব চরম কাজের একটা লোগো মেকার । এর সাহায্যে আপনারা অতি সহযেই নিজের বিভিন্ন কাজের জন্য বা শখের জন্য লোগো তৈরি করত পারবেন ।
আর কি লিখব ছবি দেখে হয়ত বুঝেই গেছেন তাহলে আর দেরি না করে নিয়ে নিন মাত্র ৯ মেগার মত
তাই আর দেরি না করে ডাউনলোড করে নেন এক্ষনি
আপনাদের সুবিদার্থের জন্য ভিডিওউ দিলাম
https://www.youtube.com/watch?v=WxC1MHyVPGc
আমি নুজাফ নাঈম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 15 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
সবাই কেমন আছেন আশা করি ভালই আছেন । আমি বাংলাদেশের এক অতি সাধারন ছেলে । আমার অহংকার নেই কেও এমন বললেও আমি বলবনা । আমি মানুষ তাই আমার অহংকার থাকা স্বাভাবিক । তবে একটু কম রয়েছে আরকি । আমি টাকার চিন্তা করিনা , লাভ বা ক্ষতিরও চিন্তা করিনা । আমি...
ধন্যবাদ খুব চমৎকার একটি software উপহার দেয়ার জন্য।
ভাই এখানে কি বাংলা লেখা যায় না ? ফন্টা ইনস্টল করে সিলেক্ট করে নিয়েছি, কিন্তু হচ্ছে না।
দয়া করে সাহায্য করবেন ?