এখন ঘরে বসেই ফ্রি প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইন শিখুন [পর্ব-১৩] :: [টিউটোরিয়ালঃ ২৩] :: (Paint Bucket Tool বেসিক পর্ব-১)

আসসালামু আলাইকুম,

আগের পর্বে আমি ফটোশপ বেসিক টিউটোরিয়াল পর্ব ১ থেকে ২২টা টিউটোরিয়াল এর লিংক দিয়েছিলাম। এবার আপনারা দেখতে পারবেন ফটোশপ বেসিক টিটোরিয়াল বেসিক পর্ব-২৩। তবে একটা কথা অবশ্যই মনে রাখবেন এই পর্বটা দেখার আগে অবশ্যই আগের পর্ব গুলো দেখে নিবেন। আর একটা কথা অবশ্যই জানাবেন যে, আমার এই টিউটোরিয়াল গুলো আপনাদের ভাল লাগে কিনা?………………. আমি যদি আপনাদের তেমন কোন সাড়া না পাই তাহলে আমার এই কার্যক্রম আমি বন্ধ করে দিব। সুতরাং যদি আমার এই কার্যক্রম গুলো আপনার ভাল লাগে তাহলে অবশ্যই টিউমেন্ট, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।

আজকে এই টিউটোরিয়ালে আপনারা পেইন্টবাকেট টুল এর বেসিক ব্যাবহার শিখতে পারবেন।

ফটোশপ বেসিক টিউটোরিয়াল পর্ব-২৩

১ থেকে ২০ তম পর্বের সোর্স ফাইল এখান থেকে ডাউনলোড করুন

আপনাদের ভাল সাড়া পেলে আমি ইনশা-আল্লাহ আরো টিউটোরিয়াল উপহার দিব

ইনশা-আল্লাহ কিছু প্রতিদিন ই আপনাদের কে আমি টিউটোরিয়াল গুলো উপহার দিব। আমাদের দেশের আপলোড স্পিড অনেক কম । তাই আপলোড হতে অনেক সময় লাগে। সুতরাং পরবর্তী টিউটোরিয়াল গুলো পাওয়া পর্যন্ত আমার সাথেেই থাকুন। আপনাদের শুভ কামনায় আজ এখানেই বিদায়।

সতর্কবার্তাঃ আমার টিউটোরিয়ালগুলো সম্পূর্ণ জনস্বার্থে। কেউ এই গুলো সিডিতে করে বাজারজাত করার চেষ্টা করবেন না । বাজারজাত করার চেষ্টা করলে অবশ্যই কপিরাইট আইন ভঙ্গ করার জন্য সাজা পেতে হবে। আর সকলের উদ্দেশ্যে বলছি কেউ এই টিউটোরিয়াল এর বাজারজাত হতে দেখলে অবশ্যই আমাকে জানাবেন। আপনারা এটা আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করুন।

পূর্বের সকল টিউটোরিয়াল গুলো এখানে একসাথে পেতে। এখানে ক্লিক করুন

আর আমার সাথে সর্বদা থাকতে টেকএলার্মবিডি এর অফিসিয়াল গ্রুপে জয়েন করে এ্যাকটিভ থাকুন এখান থেকে

আমার আউটসোর্সিং পেইজ এ লাইক দিন এখানথেকে

ফেইসবুকে আমি

Level 0

আমি তাহমিদ হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 36 টি টিউন ও 65 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

bro apnar tument gula onek guchalo…apni jodi apnar sob tune ek7e akta pdf e dten amar mto ovagara upokrito hotam..ei series r last porjnto opekkhai thaklam

Ami Apnar tuto dekchi india theke. Darun hochye Acha Amar reqeest GR er jonno business card, flyer etc create niye banan ete amar moto oneker subidha hbe.