গ্রাফিক রিভারে (graphicriver) কি ডিজাইন স্থান পাবে?

সন্মানিত টিনার ভায়েরা, যদি কোন ভুল হয় তাই প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি। এটা আমার প্রথম টিউন।

Photoshop এর কাজ আমি কিছু পারি। ১৫/২০ দিন ইলাস্ট্রেটরের কাজ শিকছি। আমি কয়াকটা বিজনেস কার্ডের ডিজাইন করেছি।গ্রাফিক রিভারে (graphicrivernet) ডিজাইন গুলো সঠিক ভাবেই আপ্লোড দিয়েছি। প্রথম ডিজাইন আপ্লোদের প্রায় ২০ ঘন্টার মোতো পার হয়ে গাছে। কিন্তু Hard reject বা Soft Reject কিছুই করছে না। আমি কি এখোনো আশা রাখতে পারি, যে আমার ডিজাইন টি গ্রাফিক রিভারে স্থান পাবে বা রিজেক্ট হবে? নাকি ওরা আমার ডজাইন ডেখবেই না।

গ্রাফিক্স ডিজাইনারদের কাছে সাহায্য কামোনা করছি।

আবারো বলছি যদি কোন ভুল হয় তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।

Level 2

আমি Hasan Toufiq। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 28 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

হতাশ হবেন না। অবশ্যই দেখবে। কোন কোন ডিজাইন কয়েক ঘন্টার মধ্যে দেখে, আবার কোনটা ৪/৫দিনও সময় নেয়। তবে দেখবেই।

comment & supot kora jonno osonkho dhonnobad #Utpal_Kumar_Sarkar