ফ্রেন্ডদের করুন সর্বকালের সেরা বার্থডে উইশ একেবারে মাগনা,জটিল সব ছবির উপর লিখুন আপনার নাম

বর্তমান সময়ে টেকনাফ থেকে তেতুলিয়ার মানুষজনকে কাছে টেনে আনার অন্যতম বড় মাধ্যম ফেসবুক,টেকনাফ তেতুলিয়া বললে বরং কমই বলা হয়।

এই ভার্চুয়াল ফ্রেন্ডরা বিশেষ বিশেষ দিনে ,যেমন জন্মদিনে একে অন্যের কাছ থেকে একটু ইউনিক শুভেচ্ছা আশা করতেই পারেন ।

অনেকে আছে Happy Birthday To …….. পুরোটুক লেখার ধৈর্য রাখেন না, HBD লিখেই ক্ষান্ত হয়ে যান।
আমরা চাইলেই কিন্তু খুব অল্প পরিশ্রমেই খুবই সুন্দরভাবে শুভেচ্ছা জানাতে পারি ফ্রেন্ডদের।

কি করবেন বলছি,

প্রথমে ইন্টারনেটে সার্চ দিয়ে একটা কেকের ছবি ডাউনলোড করেন,

এবার কেকের উপর ওই বন্ধুর নাম লিখে তাকে পাঠিয়ে দেন, দেখেন কত খুশি হয়।

[যারা মনে মনে আমাকে গালি দেওয়া শুরু করছেন তাদের জন্যও আছে আরো সহজ পদ্ধতি]

চলে যান http://www.mynamepix.com

এ, এই ওয়েবসাইটে আপনার জন্য অপেক্ষা করছে ভর্তি ভর্তি কেকের ছবি,

শুধু জন্মদিনের কেক না, নানান কিসিমের জিনিস অপেক্ষা করছে আপনার জন্য, ছবিতে দেওয়া লিস্টটা দেখুন।


প্রত্যেক ক্যাটাগরিতে রয়েছে হাজার হাজার ছবি, তারচেয়ে বড় কথা শুধু ছবি না, এগুলা ছবির উপর সুপার স্টাইলিশ ভাবে লিখে ফেলতে পারবেন আপনার পছন্দের মানুষের নাম।

যা করতে হবে……….

পছন্দের ছবিটা সিলেক্ট করেন এই সাইটে গিয়ে, ছবির নিচে থাকা Genarate Name ফাকা বাক্সে আপনার ইচ্ছামতো ইংরেজিতে নাম লিখুন ।
এবার দেখুন কি সুন্দর নাম এসে পড়ছে ছবিতে।

এভাবে নানান রকম ছবিতে লেখতে পারবেন নিজের/পছন্দের মানুষের কিংবা অপছন্দের মানুষের নাম।

শুধু একজনেরই না,চাইলে চার পাচ বন্ধুর নামও লেখার সুযোগ রয়েছে অনেক ছবিতে।


লিখে ফেলুন আপনার প্রিয় পাচজন বন্ধুর নাম, আর দেখান তাদের ,

[ম্যাজিকের কৌশলটা শিখায়েন না,তাইলে মজা পাবে না কেউ]

যেই ছবিটা সবচেয়ে ভালো লাগে সেটা বুকমার্ক করে রাখেন, এবার ধরেন ফেসবুকে নোটিফিকেশন পাইলেন – Mombati Baba & 4 Others Have Birthdays Today.

চলে যান আপনার বুকমার্ক করা লিংকে, লিখে ফেলুন ফাকা বক্সে Mombati Baba

এবার ছবিটা ওখানে থাকা Upload To Facebook অপশন থেকেই পোস্ট করে দিতে পারবেন মোমবাতি বাবার ওয়ালে, যদি মোবাইলে থাকেন, তাইলে ছবিটা ডাউনলোড করে আপলোড করে দিন মোমবাতি বাবার ওয়ালে।এছাড়া টুইটার / গুগল প্লাস তো আছেই।

আবার অনেকে আছে বাথরুমের দেয়াল পাইলেই লেখা শুরু করেন (S+D) ……….

ঐসব শিল্পিদের ও চিন্তার কারন নাই, এক অক্ষরেও পিক বানানোর ব্যাবস্থা আছে Mynamepix এ,

চিন্তা করছেন নিজের রচিত কাব্যিক কোন বানী দিয়া ছবি বানাবেন?

চলে যান http://www.myquotepix.com

দেখে আসুন কি অপেক্ষা করছে আপনার জন্য ।

এই সাইটের অফিসিয়াল ফেসবুক পেজঃ https://www.facebook.com/writenameonpix

[বিঃদ্রঃ মোমবাতি বাবা নামে আসলেই কেউ থাকলে তার সাথে নাম মিলে যাওয়া পুরাই কাকতালিয়, এরজন্য Bootable Ishraque দায়ি নয়]

পোস্টটা প্রথম প্রকাশিত আমাদের ফেসবুক গ্রুপে

আমাদের ফেসবুক পেজ

দেখা হবে পরবর্তি পোস্টে, সে পর্যন্ত ভালো থাকবেন।

Level New

আমি Bootable Ishraque। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 28 টি টিউন ও 187 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

উপকারী পোস্ট 🙂