ডাউনলোড করে নিন টেকটিউনস এর মত ব্লগার টেম্পলেট/থিম !!!!

সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের টিউনটি শুরু করছি। অনেকেই টেকটিউনস এর মত ব্লগার টেম্পলেট খুজে বেড়ায়। এমন কি আমিও এক সময় অনেক খুজেছি কিন্তু পাইনি। বাংলাদেশী ব্লগার প্রেমীদের জন্য আমার এই আজকের টিউন। আর টেকটিউনসেও এটা আমার প্রথম টিউন তাই, আশা করি কোনো ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।

সাধারনত ব্লগারের থিম সবাই এডিট করতে পারে না যার কারনে আমার বিভিম্ন জায়গা থেকে থিম ডাউনলোড করে ব্যবহার করি। কিন্তু আমরা জানি এই থিম আমাদের সাইটের এসইও এর জন্য কতটা ক্ষতিকর।

তা যা হোক আমি অন্যদিকে না যেয়ে ব্লগার থিম অপশনে কি কি আছে তা তুলে ধরছি।

দেখে নিন ফিচার সমূহঃ

:arrow: এটি খুব দ্রুত লোড হবে ২ সেকেন্ডের ভেতর আপনার ওয়েব পেজ লোড হবে

:arrow: হেডার- থিমে দুইটি হেডার রয়েছে যার একটাতে আপনার সাইটের লগো-(৩১৬ x ৯৬) এবং অন্যটিতে আপনার যা ইচ্ছা সেট করতে পারবেন।

:arrow: রাইট সাইডবার- থিমে একটি রাইট সাইডবার রয়েছে যা শুধু হোমপেজে শো করবে।
:arrow: ফিচারড পোস্ট-  এখানে আপনি ইচ্ছা মত একটা পোস্ট এড করতে পারবেন।

:arrow: সার্চ বক্স- থিমে সুন্দর একটি সার্চ বক্স রয়েছে।
:arrow: শেয়ারিং বাটন- থিমে রয়েছে ফেসবুক টুইটার সহ বিভিন্ন শেয়ারিং বাটন
:arrow: টু কলাম ক্যাটাগরী- আপনার ক্যাটাগরী সমূহ সো করবে দুইটি কলামে।

বাকী ফিচার সমূহ-

:arrow: Custom Logo option – You can upload your custom logo on the place of site title. Suggested dimensions are 316 x 96.

:arrow: Fresh dashboard- This theme support a fresh dashboard.

:arrow: Footer widgets - bottom of your page you can use 3 footer widgets

ডেমো দেখতে এখানে ক্লিক করুন  | ডাউনলোড করুন এখান থেকে

আশা করছি টেকটিউনস এর মত ব্লগার টেম্পলেট আপনার পছন্দ হবে। সময় পেলে আমার সাইটে একবার ঘুরে আসুন।

Level 0

আমি দিপক সরকার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 9 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

@ দিপক সরকার wordpress.org এর লিংক দিতে পারেন?

    দুঃখিত আমার কাছে আছে কিন্তু এই মুহুর্তে আপলোড করতে পারছি না। [email protected] এই মেইলে একটা মেইল করেন। আশ করি পেয়ে যাবেন।

বাহ! কাজের একটি টিউন। জেনে খুব ভাল লাগলো এবং টিটিতে অাপনাকে স্বাগতম। অাপনার এই থীম নিতে কত খরচ পড়বে?

    #ফেরী ওয়ালা ভাই বেশি না, ৭০০ টাকা মাত্র। এই টেম্পলেটের সাথে থাকছে লাইফ টাইম সাপোর্ট।

ডাইরেক্ট লিংক দিতে সমস্যা কি? এতো ঝামেলা করে ডাউনলোড করা যায়?

    আমি এত কষ্ট করে একটা টিউন করতে পারলাম আর আপনি সামান্য একটু কষ্ট করে টেম্পলেট টা ডাউনলোড করতে পারবেন না জানলে আমি নিশ্চয় দিতাম।

demo এর সাথে অনেক তফাৎ । হট টিউন , নির্বাচিত টিউন এগুলো ডেমো তে থাকলেও ডাউনলোড করার পর পাচ্ছি না কেন ?

প্রথমত টিটি তে স্বাগতম।
আমার কিচু প্রশ্ন আছে তাহল ফ্রী যেটা দিচ্চেন সেতার সাথে যেটা ৭$ এ বিক্রি করতে চাচ্চেন তার পার্থক্য কি ?
আপনি বললেন থিম তা এস ই ও অপ্টিমাইজ করা কিন্তু আমি ত কোন এস ই ও script খুজে পেলুম না ? তার উপর টেম্পলেট তা রেস্পন্সিভ ও না। আসলে কিচুদিন আগে আমি টিটি তে এক্তা পোস্ট করেছিলাম যাতে অনেকের ই ধারনা হয়ে গেছে টেম্পলেট দেখতে সাধারন হলে এস ই ও ভাল হবে। তাই বললাম । যাই হোক টেম্পলেট তা দেখতে ভালই লাগল।

ভাই, আপনার সাইট মোবাইন ভারশনে ফুল সাইট শো করে, আমি এই থিমটা ব্যবহার করলাম কিন্তু আমারটা শো করছে না কেন?
http://www.osbd24.blogspot.com

পোস্ট ক্যাটাগরি ঠিক করেন!

Level 0

ভাই ডাউনলোড করতে পারছি না কেউ কি সরাসরি ডাউনলোড লিংক দিতে পারবেন,, অনেক উপকার হবে,,
কোন বড় ভাই নেই কি যে এই ছোট ভাইকে Help করবে,,